বাংলা টাইপ করার সর্বোত্তম লেআউট কোন টি? MZI জবাব চাই!

সাজেদ চৌধুরী এর ছবি
লিখেছেন সাজেদ চৌধুরী (তারিখ: মঙ্গল, ৩০/১০/২০০৭ - ৩:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি মুহম্মদ জাফর ইকবালের মত একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য। সচলায়তন সাইটে সাধারণত নিজামী, মোজাহেদ জাতীয় লোকজনদের কাঠগড়ায় দাঁড় করিয়ে তুলাধোনা করা হয় - সেটা আমিও কম এনজয় করি না, কিন্তু আমি দুঃখের সাথেই মুহম্মদ জাফর ইকবালকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছি। তাঁর প্রতি আমার অভিযোগ হচ্ছে কম্পিউটারে বাংলা টাইপিং বিতর্কে আমরা যে একটা বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছি, এর থেকে আমাদের মুক্তি পেতে তিনি আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে পারতেন (বা এখনও পারেন)।

সাম্প্রতিক ঘটনাবলীতে মোস্তফা জব্বার কি করলো না করলো সেটাকে গুরুত্বপূর্ণ করে না দেখে, তার চাইতে বেশী গুরুত্বপূর্ণ হল মুহম্মদ জাফর ইকবাল এহেন অশুভ প্রয়াসের বিপক্ষে নৈতিক সমর্থন যুগিয়েছেন। কিন্তু একই সাথে কিছুটা অতৃপ্তি থেকে যায় যে তিনি শুধু মৌখিক সমর্থনই প্রদান করেছেন, বাংলা কিবোর্ড লেআউট প্রসঙ্গে তিনি তাঁর সুচিন্তিত মতামত প্রকাশ করেননি। কেননা, উনি যদি ঘোষণা দেন অমুক লেআউট সর্বোত্তম, তাহলেই তো ল্যাঠা চুকে যায়।

২০০৮ সালের বইমেলাকে সামনে রেখে সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই ২০০৫ সালের বইমেলায় প্রকাশিত `ক্রসফায়ার'-এ উনি `তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা' শিরোনামের একটি লেখা অন্তর্ভুক্ত করেছিলেন যার স্ক্যান এই পোষ্টের সাথে লিংক করে দিচ্ছি। ৩ বছর আগে তিনি জনগণকে এই দিক নির্দেশনা দিয়েছিলেন। এর মধ্যে কতদূর এসেছি, কতদূর আরও যাওয়া বাকি, জনগণকে তিনি জানাবেন কি?

পৃষ্ঠা-১
পৃষ্ঠা-২
পৃষ্ঠা-৩
পৃষ্ঠা-৪
পৃষ্ঠা-৫
পৃষ্ঠা-৬
পৃষ্ঠা-৭
পৃষ্ঠা-৮


মন্তব্য

হাসিব এর ছবি

কেননা, উনি যদি ঘোষণা দেন অমুক লেআউট সর্বোত্তম, তাহলেই তো ল্যাঠা চুকে যায়।

এতই সহজ ! উনি কি এরকম মাপের ব্যক্তি যে উনি বললেই সারা পৃথিবীর তাবৎ বাঙালিরা তাঁর প্রদর্শিত কিবোর্ড লেআউট ব্যবহার শুরু করবে ?
দুঃখিত, আপনার ল্যাঠা চোকানোর সমাধানটিতে একমত হতে পারলাম না ।

ভাস্কর এর ছবি

সহমত হাসিব...

সচলায়তন সাইটে সাধারণত নিজামী, মোজাহেদ জাতীয় লোকজনদের কাঠগোরায় দাঁড় করিয়ে তুলাধোনা করা হয় - সেটা আমিও কম এনজয় করি না, কিন্তু আমি দুঃখের সাথেই মুহম্মদ জাফর ইকবালকে কাঠগোরায় দাঁড় করাচ্ছি।

এই তথ্য নিয়াও আমার আপত্তি আছে...সচলায়তনের কাঠগড়ায় কেবল জামাতবিরোধী আলোচনা হয় না এইখানকার কাঠগড়ায় বহুদিন বহুলোক উঠছে...হয় আপনের চোখ এড়াইয়া গেছে নাইলে আপনে পড়েন না বহুদিন...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

বজলুর রহমান এর ছবি

জাফর ইকবালকে দীর্ঘদিন চিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার ছাত্র ছিলেন; অত্যন্ত মেধাবী বলে পরিচয় ছিল। আমেরিকাতে পরে এক নোবেল লরেটের সুপারভিসনে রসায়ন বিভাগে পি, এইচ,ডি, করেন। আসলে তাঁর আই,টি তে কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, যদিও বেল ল্যাব-এ কাজ করেছেন বেশ কিছুদিন, শুনেছি। শখের বশে প্রথম এক বাংলা ফন্ট তৈরী করে খ্যাতি পান।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে তাঁর উপস্থিতি আজকাল ক্রমশ ক্ষীয়মাণ, যদিও দুষ্ট জনে বলে চেয়ারম্যানের পদটা আঁকড়ে রাখতে কম্পিউটার বিজ্ঞান বিভাগে সত্যিকার আই,টি, বিশেষজ্ঞ কাউকে তিনি ঢুকতে দিচ্ছেন না । ঢাকাতেই বেশি সময় কাটান, প্রধানত গল্পের বই লিখে। সেই কারণ তাঁকে বাংলা কী-বোর্ড সারাক্ষণ ব্যবহার করতে হয়; সুতরাং কোন লে- আউটটা সর্বোত্তম সেটা তিনি নিশ্চয়ই ভালো বলতে পারবেন, যদি কয়েকটা অপশন তাঁর সামনে দেওয়া হয়। কিন্তু ব্যবহৃত অক্ষরের ফ্রেকুয়েন্সী টেবিল থেকে আগের সব লে-আউট ভুলে গিয়ে সর্বোত্তম লে-আউট বার করার পদ্ধতি তাঁর জানা নেই, বা সে সময়ও তাঁর এখন আর নেই।

কাজটা আসলে বাংলা একাডেমীরই হওয়া উচিত। তারা একটা কমিটি তৈরি করতে পারে, যাতে দেশ-বিদেশের প্রবীণ/তরুণ বাংলায় উৎসাহী আই,টি ও ভাষাতত্ত্ব বিশেষজ্ঞ থাকতে পারে।

আপদ এর ছবি

১. জনাব জাফর ইকবালকে কিভাবে চেনেন লিখেন নি, কিন্তু ওনি রসায়নে পিএইচডি করেছেন এটা আপনার মুখেই (থুক্কু ফিঙ্গারস্ট্রোকে) প্রথম শুনলাম। তাঁর সিভিতে লেখা আছে Physics, Electronics, Computer Science, Fiber Optics, Electronic Communication
-এ গবেষণার কথা। অবশ্য পিএইডি অভিসন্দর্ভের বিষয়টা তাতে উল্লেখ নেই। উইকিপিডিয়া লিখছে : He obtained his PhD from the University of Washington in 1982. He had a distinguished career at Caltech and then worked for the Bell Labs in New Jersey. He worked in California Institute of Technology from 1983 to 1988 as a Post Doctoral Faculty. He joined Bell Communications Research in 1988 and worked there as a Research Scientist until 1994.
২. আমি ব্যক্তিগতভাবেই জানি যে উনি সপ্তাহে একদিন ঢাকায় থাকেন। বেশীরভাগ সময় সিলেটে, শাহজালাল বিশ্ববিদ্যালয়েই থাকেন।
কোন লেআউটটি সর্বোত্তম? এ প্রশ্নের জবাব দেয়ার জন্য যদি মোস্তফা জব্বারকে ধরে আনেন তাহলে অবস্থা আরো গো-চরন হবে। কারণ তিনি বাংলার ছাত্র। আইটির ধারে কাছে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই!
সবশেষে বলবো, লোকটার নাম আমরা আর ক'দিন পরে ভুলেই যাবো। বাংলা টাইপরাইটারের আবিস্কর্তা বলে যে লোকটার নাম ইতিহাসে লেখা আছে তার নাম মুনীর চৌধুরী। 'কবর'খ্যাত মুনীর চৌধুরীর নামেই অপটিমা কোম্পানি ওই টাইপরাইটারের নাম রেখেছিল অপটিমা মুনীর। ডেস্কটপ আর পার্সোনাল কম্পিউটারের বদৌলতে বাংলা টাইপরাইটারও যাদুঘরে ঠাঁই নিয়েছে। ওই টাইপরাইটারের লে আউটটাই সর্বোত্তম, এই কারণে যে, ইংরেজি টাইপরাইটারের লে আউট যে গবেষণা করে তৈরি, অপটিমা মুনীর তৈরির সময়ও সেই গবেষণা করা হয়েছিল। অর্থাৎ বাংলা শব্দ লেখার সময় সবচেয়ে বেশী ব্যবহৃত বর্ণগুলোকে সুবিধাজনক ফিঙ্গারে বসানো হয়েছিল (যেমনটা করা হয়েছিল ইংরেজি টাইপরাইটারে।) কোন এক মহৎপ্রাণ অপটিমা মুনীরের লেআউট অনুসরণ করে মুনীর কি বোর্ড বানিয়েছিলেন। কিন্তু এপল-মোস্তফা জব্বার বাণিজ্য জুটি তাকে জনপ্রিয় হতে দেয়নি। সালাম মুনীর চৌধুরী।

বজলুর রহমান এর ছবি

জাফর ইকবালের পি, এইচ,ডির বিভাগের পরিচয় কোথায়ও পেলাম না, তবে থিসিসের নাম পেলাম এখানেঃ
http://www.osti.gov/energycitations/product.biblio.jsp?osti_id=5014340
শিরোনাম ছিলঃ
Search for parity non-conservation in the hydrogen atom
এ বিষয়টা ১৯৮৩ সালের দিকে পদার্থবিজ্ঞানীর চাইতে সম্ভবত রসায়নবিদদের কাছেই বেশি আকর্ষণীয় ছিল, কারণ পদার্থবিজ্ঞানীরা ৫০ এর দশকের শেষ দিকে এবং ৬০ এর দশকের প্রথম দিকে প্যারিটির বিচ্যুতি সম্পর্কে ভাবতেন, তাও নিউক্লিয়াসে। পারমাণবিক স্কেলে রসায়নই হয়ত বেশি লাগসই। তবে পদার্থবিজ্ঞানেও থাকা অসম্ভব নয়। আসলে সেই একই সময়ে MZ Iqbal নামের এক রসায়নবিদের বেশ কয়েকটি পেপার প্রকাশিত হয়েছে দেখছি এবং সার্চ ইঞ্জিনে দুজনকে পৃথক করা যায় না।
বিভাগ এবং নোবেল লরেটের কথা আমাকে যে বলেছিল তাকে বোধ হয় ভবিষ্যতে আর তেমন বিশ্বাস করা ঠিক হবে না। দুঃখিত, বিভ্রান্ত হয়েছি এবং হয়তো অনেককে করেছি।

CALTECHএ গিয়েও তাঁর একটি পেপারের মাত্র সন্ধান পাওয়া গেল, তাও বেটা ক্ষয় নিয়ে, অর্থাৎ একই রকম বিষয়ে। বেল ল্যাবে অবশ্য তিনি অপটিকাল ফিলটার ও এ্যামপ্লিফায়ার নিয়ে কাজ করেছেন। আমি আনুষ্ঠানিক শিক্ষার কথাই শুধু বলছিলাম, এবং শাহজালালে তাঁর অনুপস্থিতি সম্পর্কিত অভিযোগ সেখানকার এক শিক্ষকই দিলেন আমাকে, যখন তাঁকে জাফরেরে স্ত্রী ইয়াসমিন হকের অধ্যাপক পদ লাভে জটিলতা সম্বন্ধে প্রশ্ন করেছিলাম। হতে পারে রাজনৈতিক বিদ্বেষ্প্রসূত। এটা নিশ্চিত যে তিনি খুবই জনপ্রিয় শিক্ষক।
ভুল জায়গাতে জব্বার সাহেব সম্পর্কে আমার মত রেখেছি (নতুন প্রযুক্তি সম্পর্কিত ব্লগে, খুঁজে পাচ্ছি না)।
মুনীর অপ্টিমা তৈরী হয়েছিল মেকানিকাল টাইপ রাইটারের জন্য, যার অনেক সীমাবদ্ধতা ছিল। হয়তো কম্পিউটারের কীবোর্ডের জন্য কিছু পরিবর্তন সুবিধাজনক হতে পারে,তার জন্য আরো গবেষণা প্রয়োজন।

আপদ এর ছবি

আপনার দেয়া ওই লিংকেই পাওয়া গেল থিসিসটা কোন বিষয়ের অধীনে করা, Subject 640302 -- Atomic, Molecular & Chemical Physics-- Atomic & Molecular Properties & Theory; ;HYDROGEN-- P INVARIANCE; AMPLITUDES;ASYMMETRY;ELECTRIC FIELDS;MICROWAVE EQUIPMENT;P STATES;S STATES । অন্যের মুখে ঝাল খাওয়া আর কতো!

সুধীর এর ছবি

কেমিক্যাল ফিজিক্স বোধ হয় রসায়ন আর পদার্থবিজ্ঞানের মধ্যে ইন্টারডিসিপ্লিনারী একটা বিষয়। বজলুর রহমান বলেছেন তিনি কোন বিভাগ ডিগ্রী দিয়েছে তা খুঁজে পাচ্ছেন না। আমিও সেটা এখানে দেখছি না। প্রসঙ্গটা অবান্তর। তিনি কম্পিউটার বিজ্ঞানে ডিগ্রী করেন নি, এটা অস্বীকার করা শক্ত।

আপদ এর ছবি

তিনি কম্পিউটার বিজ্ঞানে ডিগ্রী করেন নি, এটা অস্বীকার করা শক্ত।

কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন এমন দাবি মুহম্মদ জাফর ইকবালও করেন না। এ প্রসঙ্গটিও অবান্তর।

আরিফ জেবতিক এর ছবি

@বজলুর রহমান :আপনি এখনও সচল হন নি দেখতে পাচ্ছি ।

কনফুসিয়াস এর ছবি

একা জাফর ইকবালকে কাঠগড়ায় দাঁড় করানোর যৌক্তিকতা খুঁজে পেলাম না। হাসিব ভাইয়ের সাথে একমত, উনি বললেই ল্যাঠা চুকে যাবে?
আর, কেউ কেন একটা কথা বললো না, এটা নিয়ে কাউকে দোষী করা যায় বলেও আমার জানা নেই। তিনি যদি কোন একটা কথা বলতেন, এবং সেই নিয়ে আমরা সমালোচনা করতাম, তাহলেও ব্যাপারটা যৌক্তিকতা পেত। কিন্তু তার না বলা কথার কারণ বা কৈফিয়ত কেমন করে জানতে চাই?
বা এরকম কথা বলার দায়িত্বই বা আমরা কেমন করে তাঁকে চাপিয়ে দেই?

-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

খুবই অবাক লাগছে আপনাদের মন্তব্য পড়ে। অনেকটা গাছে উঠিয়ে মই কেড়ে নেওয়ার মত। জাফর ইকবালকে কারণে-অকারণে, ক্ষণে-বিক্ষণে, যাচিত-অযাচিতভাবে তথ্যপ্রযুক্তি, গণিত, পদার্থবিদ্যা, কম্পিউটার-টম্পিউটার ইত্যাদি বিষয়ক যেকোন জায়গাতেই টেনে আনার একটা প্রবণতা গত ১০ বছরে আমি দেখেছি। উনি নাকি একজন ভাল উদ্দীপক। তাহলে বাংলা কী-বোর্ড নিয়ে ওনার একটা মতামত বা লেখা আশা করা কি খুবই অমূলক?

কনফুসিয়াস এর ছবি

এই লেখার বক্তব্য আশা করা যদি হয়, আমি নিশ্চয়ই বুঝতে ভুল করেছি। দুঃখিত সেক্ষেত্রে। কারণ আমার এখনো সেরকম মনে হচ্ছে না।
-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কনফু ভাই, অংকের মত হিসাব করলেন মনে হয়; আমি লেখাটাকে আশা হিসেবেই নিয়েছি যদিও লেখক শুরুতেই কাঠগড়ার কথা বলেছেন। আসলে লেখার মূল বক্তব্যের সাথে আমি একমত, সেটাই বলেছি। উনি (জা.ই.) হয়তো একটা লেখা দিতে পারতেন। সেটা আমার মত অনেকই আশা করেছেন বোধ করি।

সাজেদ চৌধুরী এর ছবি

ভাই, আমিও আশাই করছি। এই পোষ্টের মাধ্যমে উনি নিজে না হলেও তাঁর সাথে যোগাযোগ আছে এমন ব্যক্তিদেরই দৃষ্টি আকর্শন করছি। তাদের মনেও কি প্রশ্ন জাগে না, স্যার নিজে কোন লেআউট ব্যবহার করেন? তিনি অন্ততঃ তাঁর সন্তানদের সাথে মাতৃভাষায় ইমেইল আদান প্রদান করেন বলে আমি আশা করছি।

তারেক এর ছবি

সবকিছুতে জাফর ইকবাল স্যার স্ট্যান্ডার্ড বেঁধে দিবেন বা তাঁর মতামত লাগবে এইটা কেমন কথা? এই আশাই বা করব কেন?
জবাব চাই?? সর্বোত্তম লে-আউট? বিজ্ঞাপনের ভাষা হয়ে যাচ্ছে না? খাইছে ইউজার প্রেফারেন্সের কথা চিন্তা করলে (এবং অবশ্যই করা উচিত ও) সর্বোত্তম বলে কিছুর অস্তিত্ব তো মাথায় আসাই উচিত না।

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

প্রকৃতিপ্রেমিক এর ছবি

অবস্থা এমন হয়েছে যে ইউনিজয় থেকে মুনীরে যাওয়ার সিদ্ধান্ত নেয়াই কঠিন। তবে আমি এবার ট্রাই করে দেখব। ভাল লাগলে মুনীরেই চলে যাব ভাবছি চিন্তিত

তারেক এর ছবি

ফোনেটিক জিন্দাবাদ

আমি পুরা সেফসাইডে আছি। ইউনিজয়ে পারি না, জব্বার মিয়ার বিজয়েও লিখতে পারি না। খামাখা লে-আউট মুখস্ত করার যন্ত্রণায় কে সাধে যায়! দেঁতো হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

বিপ্রতীপ এর ছবি

১. হাসিব ভাইয়ের সাথে আমি একমত। জাফর ইকবাল স্যার শুধু একটি লে-আউটের পক্ষে সাফাই গাইবেন এটা আশা করা মনে হয় ভুল। আমার মনে হয় সময়ের সাথে ব্যবহারকারীরাই একসময় বেছে নেবেন তাদের প্রিয় লে-আউটটি।
২. এই কথাটি ব্যাক্তিগত, একে জাফর ইকবাল স্যারের মতামত হিসেবে ধরে নেয়া ঠিক হবে না। তবু আপনাদের সাথে শেয়ার করবোজব্বার সাহেবের সাথে ক্যাচালের সময়। জাফর ইকবাল স্যার ব্যাক্তিগতভাবে আমাদের জাতীয় কি-বোর্ড লে-আউট ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন, ইউনিজয়ের বদলে। অবশ্য জব্বার সাহেব দাবী করেন জাতীয় কি-বোর্ড বিজয়ের কয়েকটি কি এদিক সেদিক করে করা। জাতীয় কি-বোর্ড লে-আউট তৈরিতে জাফর ইকবাল স্যারের কোন অবদান আছে কি? কেউ জানলে একটু জানাবেন।
৩. লেখাটি আগে পড়িনি।শেয়ার করার জন্য ধন্যবাদ। তিন বছরে বাংলা কম্পিউটিং আজ কোথায় এসে দাড়িয়েছে তার মূল্যায়ন করে তাঁর লেখা উচিত। এ ব্যাপারে একমত।

*আমার ব্যাক্তিগত পছন্দ অভ্র ফোনেটিক।
------------------------------------------
মুনাফাখোর নিপাত যাক
বাংলা কম্পিউটিং মুক্তি পাক

আরিফ জেবতিক এর ছবি

এই পোস্টটির কিছু্ই পছন্দ হলো না ।
না পছন্দ হলো এটিচ্যুড ,না পছন্দ হলো বক্তব্য,না পছন্দ হলো যুক্তি ।

বিপ্রতীপ এর ছবি

বজলুর রহমান লিখেছেন:
জাফর ইকবালকে দীর্ঘদিন চিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার ছাত্র ছিলেন; অত্যন্ত মেধাবী বলে পরিচয় ছিল। আমেরিকাতে পরে এক নোবেল লরেটের সুপারভিসনে রসায়ন বিভাগে পি, এইচ,ডি, করেন।

রসায়নে পি এইচ ডি???????????????????????????????

সৌরভ এর ছবি

আরিফ জেবতিক লিখেছেন:
এই পোস্টটির কিছু্ই পছন্দ হলো না ।
না পছন্দ হলো এটিচ্যুড ,না পছন্দ হলো বক্তব্য,না পছন্দ হলো যুক্তি ।

কথা সত্য।
মু জা ই কে নিয়ে সবজায়গায় এতো টানাটানি করার মানে দেখি না। ভদ্রলোকের কাছে আপনাদের প্রত্যাশাও বেশি দেখি, সেইজন্যে ক্ষোভও বেশি মনে হয়।
তাঁকে খুব সাধারণ এক বিশ্ববিদ্যালয় অধ্যাপক হিসেবে দেখুন।


আবার লিখবো হয়তো কোন দিন

দিগন্ত এর ছবি

আমার মনে হয় বক্তার ব্লগীয় বক্তব্য না পড়ে লিঙ্কিয় বক্তব্য পড়লে ভাল লাগবে। ৮ পাতার যে স্ক্যান্ড পাতার লিংক্ দিয়েছেন সেটা বেশ ভাল লাগল পড়ে। তবে এটাও ঠিক ওনার মতামত অন্ধের মত নেওয়াটা ঠিক হবেনা। তবে বক্তব্য ঠিকঠাক হলে মেনে না নেবার কারণও নেই। তবে ওনার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা অপ্রাসঙ্গিক।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

হিমু এর ছবি

সচলায়তনের নিজস্ব একটা লেআউট বানালে কেমন হয়?

আমরা ঐটাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি ফিট করে দিতে পারি। তিনি কটমটিয়ে তাকিয়ে থাকবেন। কেমন হয়?


হাঁটুপানির জলদস্যু

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

অতি বেঠিক হয় ... এখন আর নতুন লেআউট শিখতে পরব না ... অভ্র আর হাসিন হায়দারের ফনেটিকেই গ্যাঞ্জাম লাগায় দিতেছে মন খারাপ

দিগন্ত এর ছবি

ঠিক বলেছেন, আর পারলাম না ... এই যথেষ্ট ...


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

কনফুসিয়াস এর ছবি

আমিও তাই বলি। ইতিমধ্যে চারখানা লে-আউট ব্যবহার করি, সবগুলার নামই ফোনেটিক। নতুন কোন আপদ চাই না। আমার তুমুল স্পীডেরও দরকার নেই। ঠুকঠুক করে লিখে যেতে পারলেই হলো।

-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

বিপ্রতীপ এর ছবি

@হিমু ভাই
হো হো হো
------------------------------------------
মুনাফাখোর নিপাত যাক
বাংলা কম্পিউটিং মুক্তি পাক

আনোয়ার সাদাত শিমুল এর ছবি




শুভ জন্মদিন ।


আলমগীর এর ছবি

নারী ব্লগারদের তালিকা দেখে এখানে আসা।
দেরীতে হলেও আমি একটু যোগ করি।

১. জাফর স্যার নিজে বাংলা টাইপ করেন না, একে বারেই না। (এক সময় করতেন)। লেখা লেখির কাজ রুল করা খাতায় করেন।

২. জাতীয় লেআউট যেটা হয়েছে, সেটা মূলত: স্যারেরই করা। আমার ভাগ্য হয়েছিল এটা ওটা দিয়ে সাহায্য করা। তবে স্যার কমিটির একজন সদস্য ছিলেন মাত্র। সভাপতি ছিলেন ড. মুসা (বাংলা একাডেমির প্রধান)

৩. ভিন্ন সময় কমিটির মিটিংএ সদস্য ছাড়াও আরো অনেকে যোগ দিয়েছে।

৪. আমার কাছে, একটা ড্রাফট রিপোর্ট আছে, কারো লাগলে বার্তা দিয়েন।

৫. উনার সম্পর্কে বজলুর রহমান যা লিখেছেন, সব ভুল কথা। বজলুর সাহেব ব্যক্তিই ঠিক করতে পারেননি।

আলমগীর

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।