কোনদিন ব্লগ লিখিনি। সুপ্রিয় অনার্য সঙ্গীত এর আইডিয়ায় আর ফাঁকিবাজ তালিকা থেকে নিজের নাম কাটার বুদ্ধিদাতা হিমুর পরামর্শে এই আমার ঐতিহাসিক (!!) ব্লগ - জীবনে কোনদিন এত বাংলা অক্ষর টাইপ করিনি - এতদিনে টের পেলাম লেখা কি জিনিস জগত এর সমস্ত লেখকদের প্রতি আরো শ্রদ্ধা বেড়ে গেল !
সবাইকে অনেক অনেক ধন্যবাদ ব্যানারগুলো নিয়ে তাদের মন্তব্যের জন্য - অনেক অণুপ্রেরণার জন্য।
কৃতজ্ঞতা। শুভেচ্ছা।
*ব্লগটি আপডেট হতে পারে
*নতুন ব্যানার এর আইডিয়া মন্তব্যে দিলে কৃতজ্ঞ থাকব
---------------------------------------------------------------
সচলায়তন এর জন্য করা আমার প্রথম ব্যানার
১৫ আগস্ট, ২০১১
সুজন চৌধুরীর বিখ্যাত স্কেচ অবলম্বনে - এস এম মাহবুব মুর্শেদ সেদিন লিখেছিলেন "ব্যানার করা যায় না এটা ব্যবহার করে?" - সুজন চৌধুরী বললেন "যায় মুর্শেদ ভাই।"
আমার চোখে পড়েছিল আর কয়েক মিনিটের মধ্যে রেডি হয়েছিল সেই দূর্দান্ত স্কেচ নিয়ে ব্যানার।
পরে এর আরেকটু অন্যরকম ভার্শন করা হয়
১৬ আগস্ট, ২০১১
এরপর বেশ কিছুদিন বিরতি- তৃতীয় ব্যানার পাঠালাম ভয়ে ভয়ে - কোন কবিতা নেই, স্লোগান নেই - পাব্লিশ হলে বেশ খূশি হলাম, ছবিটি ভুটান ভ্রমণের সময় আমার তোলা
সেপ্টেম্বর ৪, ২০১১
সেপ্টেম্বরেই আরো দুটো ব্যানার -
সেপ্টেম্বর ১২, ২০১১
সেপ্টেম্বর ২৭, ২০১১
উপরের ব্যানার দুটো করে একটা দুঃখবোধ হল ছবির ক্রেডিট না দিতে পেরে- ছবিগুলো অনলাইন থেকে পাওয়া নাকি কোন বন্ধু শেয়ার করেছিল ঠিক মনে ছিলনা - আর কোনভাবেই উদ্ধার করতে পারলাম না- তাই ছবি নিয়ে ব্যানার করবোনা সিদ্ধান্ত নিলাম - একটু ব্রাশওয়ার্ক করে বানানো হল এটি- কেমন হয়েছিল জানিনা তবে কেন জানি আমার প্রিয় তালিকায় থাকবে সবসময়
ডিসেম্বর ২৯, ২০১১
এরপর সীমান্তে নিহত ফেলানিকে মনে রেখে করা ব্যানার
জানুয়ারী ৭, ২০১২
একের পর এক সীমান্ত হত্যা আর বি এস এফ এর বর্বরতার প্রতিবাদ এ সচলায়তন এক অন্যরকম কর্মসুচী ঘোষনা করল - ভীষন প্রিয় ব্লগার হিমুর পোস্ট পড়ে কিছু পোস্টার করা হল - সেই সাথে এই ব্যানার
মার্চ ১৩, ২০১২
দেশের বাইরে থাকায় লম্বা বিরতি - তারপর এমনি এম্নিই পাঠালাম - মানে আমার ঠিক পছন্দ ছিলনা কেন যেন - তারপর এটি বেশ ক'দিন ঝুলেছিল-
জুলাই ১৩, ২০১২
আগের ব্যানারটি সরছিলনা আবার কি নিয়ে ব্যানার করা যায় মাথায়ও আসছিলনা - শেষে প্রিয় মানুষ নেলসন ম্যান্ডেলাকে নিয়ে ব্যানার করার সুযোগ পাওয়া গেল তার জন্মদিন এ
জুলাই ১৮, ২০১২
আমার অসম্ভব ভাললাগার এক মানুষ তাজউদ্দিন আহমেদ - তার জন্মদিন এ সচলায়তন এর শ্রদ্ধাঞ্জলি - তোমাকে মনে পড়বেই লাইনটি ওয়ারফেজ এর-
জুলাই ২৩, ২০১২
ছোটবেলা, নস্টালজিয়া আর সেসম্পর্কিত গান এর লাইন নিয়ে ব্যনার হল
জুলাই ২৯, ২০১২
হিরোশিমা দিবস নিয়ে হল এর পরের ব্যানার - পিস মেমোরিয়াল সেন্টার এর সাথে কাজ করার সুত্রে তাদের একটা ঘড়ির রেখাচিত্র করেছিলাম অনেক আগে - ঠিক যে সময়ে বোমা পরে ঘড়িটি বন্ধ হয়ে গিয়েছিল - যাই হোক এ ব্যানারটির পরই আমি একটা বিশেষ মেইল পাই সচলায়তন থেকে - তারপর থেকে আমি কমেন্ট করি লগ ইন করে
আগস্ট ৫, ২০১২
আগস্ট মাস ঘটনাবহুল! হিরোশিমার পর কবিগুরু কে শ্রদ্ধা তার প্রয়াণ দিবসে-
আগস্ট ৬, ২০১২
আমার যেটা হয় নববর্ষ, বিজয়/স্বাধীনতা দিবস ইত্যাদি জাতীয় দিবস এ সচলদের করা ব্যানারগুলো বা কোন উপলক্ষ্য ছাড়া ব্যানারগুলো ৫/৭ দিন দেখতে খারাপ লাগেনা কিন্তু জন্ম বা মৃত্যু দিবস নিয়ে ব্যানার ওইদিন ছাড়া পরের দিন দেখলেই কেমন যেন লাগতে থাকে- যাই হোক - সচলায়তন এর পুরোনো ব্লগগুলো পড়তে গিয়ে খুঁজে পেলাম অসাধারণ কিছু শব্দ, অনুভুতি---- ব্যানার করার ইচ্ছে হল - করলাম - হাতে লেখা সচলায়তন এর ব্যবহার শুরু হল এই ব্যানারটি দিয়ে- প্রিয় ব্লগার হিমুর কোন কবিতা আগে পড়িনি - আমি ভাবিওনি হিমুর লেখা এটি - এরপর প্রিয় কবিতাগুলোর একটি হয়ে গেল এটি -
আগস্ট ৮, ২০১২
জন্মদিনে ভালবাসা এস এম সুলতান কে -
আগস্ট ১০, ২০১২
প্রিয় লেখক হুমায়ুন আজাদকে স্মরণ-
আগস্ট ১১, ২০১২
যে কোন বিচারে সবচেয়ে প্রিয় মানুষকে নিয়ে ব্যানার করতে গিয়ে খেই হারিয়ে ফেলেছিলাম - মনপ্রাণ দিয়ে চেস্টা করেও খুব ভাল কিছু করতে পারিনি, মোট পাচটি ব্যানার করা হয়েছিল শেষ পর্যন্ত- সচলায়তন আপ করেছিল এই ব্যানারটি জাতির জনক বঙ্গবন্ধু্কে হারিয়ে ফেলার দিনটিতে -
আগস্ট ১৫, ২০১২
এবার রোজার ঈদের সময় কেউ নেই - একা - এক বন্ধুর সুত্রে একটা কবিতা পড়লাম - 'তাসনীম সচলায়তন' এর ফেসবুক পোস্ট ছিল কবিতাটি - প্রিয় ব্লগার এর মায়াময় লেখা পড়ি অনেক আগে থেকে - তার কাছ থেকেই জানা হল শামসুর রাহমান এর কবিতা এটি - প্রেরণা হলেন দুজনই -
আগস্ট ১৮, ২০১২
ঈদের লম্বা ছুটি - বাংলাদেশ এর সাধারণ মানুষের অসাধারণ হাসিমাখা মুখগুলো নিয়ে ব্যানার হল বন্ধু/কলিগ Alain Cuvelier ও Christian Poffet এর তোলা ছবি দিয়ে
আগস্ট ২৩, ২০১২
প্রয়াণ দিবসে বিদ্রোহী কবিকে শ্রদ্ধা-
আগস্ট ২৭, ২০১২
মন খারাপ করা অনেকগুলো দিন নিয়ে আগস্ট মাস টা শেষ ই হতে চায়না - ব্যানার এর রঙ এ তার প্রতিফলন! সচল রা এল অন্যরকম রঙ নিয়ে - প্রিয়নামগুলো দেখতে নিজেরই ভাল লাগছিল - যদিও অনেক প্রিয় নাম দিতে না পারার কস্টও আছে -
আগস্ট ২৯, ২০১২
রজার ওয়াটার্স এর জন্মদিনে roberto bizama এর স্কেচ আর রজার এর গান এর লাইন নিয়ে বানানো হল-
সেপ্টেম্বর ৫, ২০১২
একটু অন্যরকম করার চেস্টায় নকশীকাঁথা মাথায় রেখে-
সেপ্টেম্বর ৬, ২০১২
রিক্সাপেইন্টিংও তো আমাদের - এক্সপেরিমেন্ট হয়ে যাক -
সেপ্টেম্বর ৮, ২০১২
পরপর উজ্জ্বল রঙ এর পর মন চাইল শান্ত, পরিপাটি হতে-
সেপ্টেম্বর ১০, ২০১২
তিথীডোর এর ব্লগ এ কবিতাটা পড়েই ভাল লেগে গিয়েছিল - তার কিছু আগে পড়া তাসনীম এর লেখা এবং সাথে আরো কিছু ব্লগপোস্ট সব মিলে মনটা বৃষ্টিভেজা হয়েছিল। হিমু জানাল পঙক্তিগুলো আবু হাসান শাহরিয়ারের "নদীর পাশে একা" কবিতা থেকে উৎকলিত-
সেপ্টেম্বর ১৩, ২০১২
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কে স্মরণ-
সেপ্টেম্বর ১৫, ২০১২
কিছুদিন হল মেঘ বানাতে শিখেছি ইচ্ছেমতন -
সেপ্টেম্বর ১৫, ২০১২
মন্তব্য
ব্রিলিয়্যাণ্ট কাজ সবগুলো আপনার! অনেক অনেক ধন্যবাদ লেখার জন্য!
আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।
আপনি বড় মাপের শিল্পী। আপনাকে স্যালুট।
কিভাবে সহজে ব্যানার বানানো যায় একটা সহজ টিউটোরিয়াল দেন। মাথায় কিছু বিটলামি ব্যানার বানানোর আইডিয়া আছে।
এইসব বিতলামি ইমো কই পান?
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
অন্যরকম পার্টনার্স ইন ক্রাইম (!) হইলে কেমন হয়? মানে আপনি আইডিয়া দিলেন বিতলামির - আমি বানিয়ে মতিকন্ঠ বরাবর ----
ধন্যবাদ চরম উদাস - আপনি আসলে বেশি উদাসীন ইদানিং লেখার ব্যাপারে।
পোস্ট দেন বস।
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
একটা লেখা হয়ে যাক, ব্যানারময় সচল জীবন !! [আপনার মতো কাজ করতে পারলে সত্যি খুশি হতাম।]
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
মন্তব্যে আমি বরাবর ই ইমো নির্ভর - আজ সিদ্ধান্ত নিয়েছি যাই হোক অক্ষরে লিখব
না হলে এখানে দিতাম , আর
অসাধারণ কাজ অব্যাহত থাকুক।
আপনাকে স্যালুট।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
প্রিয় তাসনীম ভাই শুভেচ্ছা।
অনেক ধন্যবাদ।
দারুণ দারুণ।
মেইল করেছি আজকে
facebook
পেয়েছি প্রিয় ঊড়ন্ত ঘুড়ি।
একেকজনের প্রকাশ মাধ্যম একেকরকম। আপনার ক্ষেত্রে সেটা ডিজিটাল আর্ট। লিখতে পারেন না বলে হা হুতাশ করার কিছু নেই। আপনার প্রকাশ মাধ্যমে আপনি সেরাদের একজন। এক্ষেত্রে এটাই বিবেচ্য হওয়া উচিৎ।
..................................................................
#Banshibir.
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
সাহস পেলাম - অনেক ধন্যবাদ মুর্শেদ ভাই
ব্যানারজি নামটি আপনার জন্য একেবারেই যথার্থ
শিল্পীর হাত এবং মস্তিস্কে যেন অলসতা ভর না করে এই কামনায়
হিল্লোল
অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা।
আপনি ছবি আঁকেন কিনা নিশ্চিত নই, তবে তুখোড় ডিজিটাল আর্টিস্ট নিঃসন্দেহে। আপনি ব্যানার চালিয়ে যান, তার পাশাপাশি ডিজিটাল আর্টও পোস্ট করুন। সুজনদা, অকুতোভয় বিপ্লবী বা ইঁদুর যেরকম কার্টুন পোস্ট করেন সেরকম আপনি আপনার অন্যান্য কাজ মাঝে মধ্যে পোস্ট করার কথা ভেবে দেখতে পারেন।
..................................................................
#Banshibir.
পোস্টারব্লগিংও করতে পারেন কিন্তু। একটা নমুনা দিয়ে গেলাম।
অথবা ডেস্কটপ ওয়ালপেপার ব্লগিং। 1280x768 সাইজে "স্যাম ইস্পিশাল" ওয়ালপেপার যেইটা আমরা ব্যবহার করে বাকিদের তাক লাগায় দিতে পারি।
খাস দিলে দুই হাত তুইলা দোয়া করুম স্যাম ভাই।
..................................................................
#Banshibir.
আরেকটা---- ওকে।
দারুণ!! চেস্টা করব। আমারতো টেক্সট এ (ভাষায়) সমস্যা - একটা পোস্টার ডিজাইন করে ফেলতে পারি কিন্তু লেখা আবার একই বিষয়ে কয়েকটি লেখা পেলে সবচাইতে ভালটি পিক করার সেন্স কাজ করে।
আপনাকে অনেক ধন্যবাদ।
সত্যপীর আসলেই কামেল লোক!
আপনার দয়ায় আমার অনেক প্রাপ্তি
সত্যি - পীরসাব এর কাছে আমি কৃতজ্ঞ - এবার আরেকটি আইডিয়ার জন্য
সবই উপরওয়ালার ইচ্ছা, আপ্নে আমি উছিলা মাত্র।
ছবিগুলান এট্টু বড় কৈরা দিয়েন আমি আপ্নেরে না কয়া ডেস্কটপ ওয়ালপেপার বানামু
..................................................................
#Banshibir.
কার মন্তব্যে যেন দেখলাম আপনাকে দেয়া পরামর্শটা, ব্যানার নিয়ে একটা পোস্ট লেখার। আমি ভেবেছিলাম, পরপর ব্যানারগুলো জুড়ে দিয়ে আর প্রকাশকাল উল্লেখ করে শেষ করবেন লেখা (যে যেমন তার চিন্তাও তেমন ) কিন্তু পোস্ট দেখে অবাক হলাম। আপনি শুধু গুণী শিল্পীই নন, একজন গোছানো এবং পরিশ্রমী মানুষও বটেন। কম্বিনেশনটা একটু বিরল
মাথা পেতে নেয়ার একটা ইমো দরকার ছিল অসংখ্য ধন্যবাদ।
প্রিয় সব ব্যানার একসাথে দেখে ভালোলাগলো। আপনার অসাধারন সব ব্যানারে সচলায়তন আরো ঋদ্ধ হবে এই আশা ব্যক্ত করছি।
ইয়েয়েয়েয়েয়ে - আমার প্রিয় ব্যানারজি লিখেছেন! কি যে খুশি ধন্যবাদ উজানগাঁ।
কিন্তু আপনি যে অনেক বেশি ফাঁকি দিচ্ছেন তার কি হবে? ব্যানার নাই, লেখাতেও নেই - মিস করি।
তাড়াতাড়ি চাই।
আপনি আছেন বলেই না একটু আয়েশ করে ফাঁকি দেয়া যাচ্ছে।
লেখা আসবে শীঘ্রই। একটু গুছিয়ে নেই।
আগে সচলে ঢুকে লেখাগুলোয় চোখ বুলিয়ে ব্যানারে চোখ দিতাম। তাড়া থাকলে কখনো হয়তো অতোটা খেয়ালও করতাম না। এখন ব্যানার দেখার জন্য আলাদা আগ্রহ কাজ করে।
সত্যি অনুপ্রানিত! অনেক ধন্যবাদ নীলম।
প্রিয় স্যাম ব্যানার্জি, আপনি একটা "মাল" রে ভাই!
হাহাহাহা - আমার সাথে মালাই লামার কোন সম্পর্ক নাই কিন্তু
ধন্যবাদ দ্রোহী।
---------------------
আমার ফ্লিকার
ধন্যবাদ - বাই দা ওয়ে আপনি কি আরেক রোজায় লিখবেন? একটা পোস্ট দেন না -
........
রংতুলি
ব্যানার্জি ভাই, এই মানের ব্যানার দেখেও সুখ!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
এখন থেকে আপনার পোস্ট এ কড়া নজর থাকবে - ব্যানার এর কাচামাল এর জন্য
অনেক ধন্যবাদ।
গুড ওয়ার্ক! কিপিটাপ।
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
থ্যাঙ্কস আ বাঞ্চ!
নিঃশব্দ গর্জন
অনেক ধন্যবাদ।
আমি মানুষটা খুবই রুক্ষ প্রকৃতির, আর্ট , সৌন্দর্য এসব বুঝি কম। আপনার ব্যানার দেখলে আমার মন ভাল হয়ে যায় এটুকু বুঝি। ভাল থাকুন আর নিত্যনতুন রঙে সচলায়তন কে সাজান।
মন ভাল হয়ে যায় এমন মন্তব্যে -
আপনার কাছে একটা দাবী থাকল - যে কোন ব্যানার একটু খারাপ লাগ্লেই আমাকে প্লিজ জানাবেন।
স্যালুট ব্যানারজি...
কড়িকাঠুরে - আপনার নিকটি আমার খুব পছন্দের
অনেক ধন্যবাদ আপনার নিয়মিত অণুপ্রেরনার জন্য।
আপনার চোখে সবচেয়ে খারাপ ব্যানার কোনটি? বা কোনটি আরো ভাল করা যেত?
খাইছে(মাথায় হাত)... দুইডা প্রশ্নের একটাও কমন পরে নাই...
প্রতিটি ব্যানার নীড়পাতা থেকে চলে যাওয়ার পর মনে হয়- কেন চলে গেল, কেন রইলো না? আবার নতুন যে ব্যানারটি এসেছে- মনে হয় সেটাই থাকুক- চলে না যাক... এ ব্যাপারটাই চক্রাকারে ঘোরে ভেতরে... দারুণ নাগরদোলায় ভ্রমণ ব্যানারজি...
দারুণ হয় আপনের ব্যানারগুলা। দেখতে খুব ভাল লাগে। অণুজীব নিয়া একটা ব্যানার বানানোর আবদার জানাইয়া গেলাম।
অণুজীব নিয়া আগ্রহ আছে সাথে আছে জানার ঘাটতি- আপনি আরো লিখেন - জেনেশুনে ব্যানার করে ফেলব - সময় লাগবেনা - আপনার লেখা গুড>বেটার>বেস্ট ট্রেন্ড ফলো করছে।
ধন্যবাদ ক্লোন৯৯।
আপনে কামেল আদমী, অনেক শিখার আছে আপ্নের ব্যানার দেইখা। এখন যেটা করছেন অইটা দেইখা স্রেফ ঠুইকা গেলাম
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
হাহাহা - নতুন শিখেছি বিভিন্ন রকম মেঘ বানানো - এটা তেমন হয় নাই - আপনার উতসাহে জোর পেলাম- চেস্টা করব।
ধন্যবাদ প্রিয় খেকশিয়াল।
কমেন্টে যতই ফাঁকিবাজি করি, আপনার এ পোস্টে কমেন্ট না করাটা অন্যায়!
কী দুর্দান্ত সব ব্যানার!
আপনাকে অবিলম্বে সচল করা উচিৎ, মডুদের কাছে এই দাবী জানিয়ে গেলাম (দাবী জানানোর ইমো নাই কোন!? )
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
অনেকদিন আমার মাথায় ছিল আপনার লেখা কয়টি শব্দ -
'সবাই মিলেই দেশ ধরে নেই বুকে,
সাধ্য কি আর কেউ আমাদের রুখে'
ধন্যবাদ মর্ম।
খুবই স্মরণীয় একটি পোস্ট।
সৌরভ কবীর
ধন্যবাদ সৌরভ।
ব্যানারগুলোর নান্দনিকতা নিয়ে কিছু বলার অপেক্ষা রাখে না। তবে আপনার চিন্তার বৈচিত্র্য দেখে সত্যিই টাসকি খায়া গেলাম ভাই!! যে মানুষটা ‘ডিসেম্বর ২৯, ২০১১’ এবং ‘জানুয়ারী ৭, ২০১২’ এর মতো ধারালো, মেদহীন গ্রাফিক্স নিয়ে কাজ করে...... সেই মানুষটাই আবার ‘আগস্ট ৮, ২০১২’ কিংবা সেপ্টেম্বর ২০১২ আঙ্গিকে কী করে ভাবতে পারে!!! নিজেকে গণ্ডীবদ্ধ না করাটা খুব সহজ কাজ না। আপনাকে শাহী সেলাম।।
কোন নতুন আইডিয়া থাকলে জানাবেন । আপনাকেও শাহী সেলাম!
আজ বিশ্ব পানি পর্যবেক্ষণ দিবস। এই বিষয়ে একটা ব্যানার দেয়া যায় কি?
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
দিবস কি শেষ! মাত্র দেখলাম - পানি পর্যবেক্ষণ ব্যাপারটা একটু বুঝতে পারলে ভাল হত! যাই হোক নেক্সট টাইম!
এইসব চমৎকার সব ব্যানার বানিয়ে মোক্ষ লাভ করে বৌদ্ধ ভিক্ষু টিক্ষু হয়ে গেলে নাম বদলে স্যামাই (অথবা, ব্যানাই) লামা হয়ে যাওয়ার চান্সে আছেন নাকি!
যাইহোক, ঘটনা সেটা না। ঘটনা হলো, পোস্টার নিয়ে একটা ব্যাপার মাথায় ছিলো। আজকে মনেহলো, আপনিই পারবেন সেটা তুলে ধরতে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধুগোদা - হাহাহাহা - সত্যিই খুব পছন্দ ভিক্ষুদের - ধর্ম ছাড়া ভিক্ষু হউয়ার সাধ আজীবন!
পোস্টার এর ধারনা দিয়েন - চেস্টা করব।
আপনার নাম মনে হয় সেদিন ফাঁকিবাজ তালিকায় দেখলাম! তাড়াতাড়ি লিখুন।
কোনো পোস্ট পড়ার সময় না থাকলেও, সচলে ঢু মারি ঠিকই, নতুন কি ব্যানার এলো দেখতে।
অনেক শুভেচ্ছা আপনাকে।
ইচ্ছার আগুনে জ্বলছি...
তাই?! অনেক ভাল লাগল জেনে - ধন্যবাদ স্পর্শ।
আপনার কারণেই আমাদের সবার সচলায়তন নিত্যদিন দারুন সাজে ঝলমল করে। প্রতিটা ব্যানারই খুব সুন্দর। আপনার নাম কেন ফাঁকিবাজ এর খাতায় উঠবে? আপনি যতটা কাজ করছেন সচলের জন্য, আমরা কজন তা পারছি/ করছি? অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ এক জোনাকি - এত দারুন সব লেখক/ ব্লগার/মন্তব্যকারী ই সচলায়তন এর প্রাণ - আর এর পাঠকদের কথা তো বলাই বাহুল্য - এমন কিছু পাঠক কে আমি জানি যাদের আমি ভাবতেও পারিনি সচলায়তন পড়েন- সবসময় তাদের থেকে দূরে দূরে থাকতাম মোটা চশ্মা আর ভারী বই পড়েন বলে আর ফাঁকিবাজ এর তালিকাটা আমার খুব পছন্দের - ওখানে ধুগোদার নাম দেখায়
ধন্যবাদ ধ্রুব বর্ণন - অনেক!
চমৎকার সব কাজ। আপনার প্রকাশ এবং পরিমিতিবোধ দুর্দান্ত।
দারুণ...
আপ্নার একটা দারুন ছড়ায় আমাকে আপনি একটু রেখেছিলেন কি যে ভাল লেগেছিল! রাজাকারদের ছাড় নাই প্রিয় ছড়াকার! নতুন আসবে কিছু? অনেক ধন্যবাদ।
ভাই আপনার ব্যানার গুলা অসাধারন
রোজার ইদে করা আপনার ব্যানারটা আমার অসম্ভব প্রিয়।
আপনি ব্যানারে "সচলায়তন" লেখাটি কোন ফন্ট ব্যবহার করে লিখেন না নাকি ডিজাইন করা? এই "সচলায়তন" লেখাগুলা আপনার পরিশ্রম আর সৃজনশীলতার দুর্দান্ত স্বাক্ষর...
ধন্যবাদ আইলসা - আপনার নিক টা চেঞ্জ করে দেয়া উচিত মুর্শেদ ভাই এর পোস্ট এ আপনার কমেন্ট এর পর
প্রথমদিকের গুলোতে কিছু কমন ফন্ট -পরেরগুলোতে কোন ফন্ট না - হাতেই লিখা বিভিন্ন ভাবে - মাধ্যম পরিবর্তন করলেই চেহারাও চেঞ্জ হয়ে যায় - কলম দিয়ে, ব্রাশ দিয়ে একেক্টা একেক্রকম হয়ে যায় - এই কাজটা আসলেই মজার
অনেক সুন্দর ব্যানার করেন আপনি। সচলসজ্জা অব্যহত থাকুক।
লেখায় আমি পুরাই আপনার দলে। এই কমেন্ট করতে গিয়েই আঙ্গুল ভাংলাম।
ভাঙ্গা আঙ্গুলের বিনিময়ে আরো অনেক সুন্দর ব্যানার চাই।
লেখায় আমি দলত্যাগী হবনা মনে হয়
ব্যানারটা বানানোর সময় সবগুলোই সুন্দর লাগে- পোস্ট করার পর আর লাগেনা
ধন্যবাদ আপনাকে।
আপনার মাথা ভর্তি এত সব অসাধারন আইডিয়ার আসে কোত্থেকে স্যাম ব্যানার্জি?
সচলে যে সময় থেকে আপনার ব্যানার আসা শুরু করে প্রায় একই সময় থেকে আমিও এ পাড়ায় ঘুরাফেরা করি আর আপনার ব্যানার দেখে মুগ্ধ হই। সবগুলোই ভাল লেগেছে তবু বেশি প্রিয়গুলি যেগুলির আইডীয়া এক্সেপশনাল মনে হয়েছে সেগুলো একটু আলাদা ভাবে বলি। আপনার প্রথম ব্যানারটা অসাধারন ছিল, ব্যানার ব্যাপারটা আলাদা করে চোখে পড়ে ওটা দেখেই। ফেলানীর ব্যানারটা মন ছুয়ে গেছে। হিরোশিমার ব্যানারএ কম্পোজিশানটা ভাল লেগেছে। আর নকশী কাঁথা আর রিকশা পেইন্টিং সবচেয়ে ভাল লেগেছে, দেশীয় সংস্কৃতি আর ঐতিহ্যের প্রকাশ। সবশেষে সচলদের নিয়ে করা ব্যানারটা তুলনাহীন।
---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।
অনেক ধন্যবাদ শাব্দিক
এই সুযোগে আপনাকে যদি কৃতজ্ঞতা জানিয়ে না যাই তাহলে নিমকহারামী হবে। বলতে পারেন আপনার নুন আমি খাইনি। সে'কথা সত্য। তবে আপনার বানানো ব্যানার দেখে বুক ভরেছে, মন ভরেছে। এ'কথা অস্বীকার করার উপায় নেই।
আপনি চালিয়ে যান আপনার মতো করে - ব্যানার, পোস্টার, কার্টুন, কমিক স্ট্রীপ, ফটোব্লগ, অ্যানিমেশন - যা ভালো লাগে। আমরা আমাদের ভালো লাগা, মন্দ লাগা জানিয়ে যাবো।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
সব বসদের মন্তব্য পেয়ে তো আমি আত্মহারা -
অনেক অনেক ধন্যবাদ।
আইডিয়া:
সবুজ ছাদ
দুষিত পরিবেশ বনাম প্রকৃতি (বিশ্ব পরিবেশ দিবস, ৫ই জুন এ আসতে পারে)
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
চেস্টা করব। ধন্যবাদ
আপনার এই লেখাটি গুছিয়ে রাখলাম নিজের কাছে। মাঝে মাঝেই খুলে পড়বো আর দেখবো। এটা একটা সিরিজ করে রাখবেন? আগামীতে আরো যত ব্যানার করবেন, এমন করে গুছিয়ে একটা একটা পোস্ট করে দিলেন।
আচ্ছা - কোন ব্যানার ভাল লাগ্লে জানাবেন - ধন্যবাদ ব্যাঙের ছাতা।
ব্যানারে আমার মন্তব্য করা হয়না, কিন্তু আসলেই আপনার ব্যানারগুলা অসাধারন স্যাম।
অনেক ধন্যবাদ বন্দনা
প্রত্যেকটি ব্যানার চমৎকার! পাঁচশ তারা, স্যাম ব্যানারজি!
আপনার সবগুলো তারা দিয়ে একটা ব্যানার করব
ধন্যবাদ সুমিমা ।
অসাধারণ কাজ করে যাচ্ছেন আপনি ভাইয়া। সচল এখন নানা রঙে রঙিন। আরো সুন্দর সুন্দর ব্যানার পোষ্টার দিয়ে ভরিয়ে ফেলুন সচলের পাতা।
অনেক শুভকামনা
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
ধন্যবাদ মেঘা - আপনার প্রিয় রঙ কি? মেঘ নিয়ে একটা ব্যানার হয়েছে
আগে মাঝে মাঝে সচলের ব্যানার করার কথা ভাবতাম। দুয়েকটা করতামও। এখন আপনি থাকায় সেই ইচ্ছে জাগে না। খানিকটা হালকা হালকা লাগে। চিরস্থায়ী ব্যানার্জী হয়ে যান সেই শুভকামনা রইল।
দুয়েকমাস পরে এইরকম পোস্ট রিপিট হোক।
এবং আপনি যে লিখতে পারেন না সেটা একেবারেই অগ্রহযোগ্য বিনয় আপনার। আপনি ভালো লেখেন। তবে ভালো না লিখলেও সমস্যা ছিল না। ব্লগ কেবল লেখার তাগিদে লিখলেই হয়।
ছবিকাহিনী ছাড়তে থাকুন নিয়মিত। আগে কী ভাবতেন, তারপর ক্যাম্নে ডিজাইনিং শিখলেন, কী কী সুখ-দুঃখ পেলেন, অভিজ্ঞতা কী হল, কোথায় বাঁশ খেলেন, এবং অতি অবশ্যই, আপনার কাছে গ্রাফিকের কাজ শিখে আমার পক্ষে বালিকা পটানো সম্ভব কিনা ইত্যাদি গল্প লিখতে থাকুন। সঙ্গে থাকুক ওই সময়ের সেইসব কাঁচাপাকা ছবি/ডিজাইন
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
আপনার জন্যই আমার এটা পোস্ট হল আপ্নাকে অনেক ধন্যবাদ।
আর এবার যা যা বললেন - মাথায় থাকল - সুখ-দুঃখ, বাঁশ, কাঁচাপাকা ডিজাইন - সব মনে করিয়ে দিলেন আর আপনার নিয়ত ভাল ( বালিকা পটানো ) - গ্রাফিক্স ফ্রি শেখানো হবে - কাজ না হইলে বালিকার দোষ!
আগে বলা হয় নি মনে হয় কখনও, তবে আপনার করা ব্যানারগুলা অসম্ভব ভালো হয়। ভালো লাগে খুব। বিশেষ করে আবু হাসান শাহরিয়ারের 'নদীর পাশে একা' কবিতার পঙতি নিয়ে যে ব্যানারটা করা, ওইটা দেখে ভয়াবহ মুগ্ধ হয়েছিলাম।
পারলে কীভাবে ব্যানার করেন, সেটা নিয়ে টিউটোরিয়াল লিখে ফেলতে পারেন একটা।
অনেক ব্যানারেই "সচলায়তন" একটু অন্য রকম করে লেখা। ওটা কি আপনার হাতের লেখা, নাকি কোনো বিশেষ উপায়ে করেন এগুলা?
প্রিয় ব্লগার এর মন্তব্য দেখে খুব ই খুশি
অন্য রকম করে লেখা 'সচলায়তন' গুলো - প্রায় সব ই হাতে লেখা তবে বিভিন্ন মাধ্যমে - কলম, ব্রাশ, মাউস এর একটু টাচ - কোনটি আবার ফন্টকে কিছুটা ভেঙ্গে বা জোড়া দিয়ে। আপনার নজরে পড়ায় ভাল লাগছে। ভাল থাকবেন। শুভেচ্ছা।
আপনি একজন অসামান্য শিল্পী। নিয়মিত এসব কাজ করে যান। আমরা দেখে মুগ্ধ হই।
ভালো থাকবেন। এবং সম্ভব হলে অবশ্যই ব্যানার বানানোর একটা টিউটোরিয়াল লিখবেন। কিংবা প্রতিটা ব্যানারের পেছনে যে প্রচেষ্টা, ইচ্ছা, কল্পনা কাজ করে, সেগুলোর গল্প লিখে শেয়ার করতে পারেন আমাদের সাথে।
শুভেচ্ছা আপনার জন্য।
স্যাম ভাই,
কোনটা রেখে কোনটার কথা বলব। তবে আমার সবচে প্রিয় শৈশব, নকশী কাঁথা আর রিক্সা পেইন্টিং এর ব্যানার ৩টা। আগে কখনো ব্যনারের দিকে আলাদা মনোযোগ দিতাম না। আপনার কল্যাণে এটা এখন নিয়মিতই করা হয়।
সচলের ব্যানার জগতটাকে সচল রাখার জন্য
নির্ঝরা শ্রাবণ
আপ্নাকে কি এই প্রথম দেখলাম নির্ঝরা শ্রাবণ? অনেক ভাল লাগ্ল জানতে পেরে যে আপনার ভাল লেগেছে
ধন্যবাদ নির্ঝরা শ্রাবণ - নিক টা ভাল লেগেছে।
আপনিও দেখি ইমোপাগল মানুষ
ইফতি
হ্যা (এইটার ইমো নাই - থাকলে ----)
পোস্টটায় অনেক বার আসি, স্ক্রল করে উপরে উঠি নামি। এতগুলো স্বর্ণখণ্ড একবারে দেখা সামলে ওঠা কঠিন। মন্তব্য করবো করবো ভাবতে ভাবতে দেখি আরেকটা স্বর্ণখণ্ডঃআপনার প্রতিভা-উদ্ভাবনশক্তি-রুচিশীলতা-পরিমিতিবোধ ঈর্ষণীয়।
_____________________
Give Her Freedom!
আপনার অণুপ্রেরণা সবসময়ই পাই - মৃত্যুময় ঈষৎ এর প্রিয় কবিতা কি? বা প্রিয় রঙ?
অজস্র ধন্যবাদ।
প্রিয় রং সবুজ, নীল, সাদা, কালো; ভাই। সময় করে প্রিয় কবির প্রিয় কবিতার প্রিয় লাইন গুলো আপনাকে পাঠিয়ে দিবো; যদি পারেন ব্যানারে ঠাঁই দিয়েন। শুভেচ্ছা নিরন্তর।
_____________________
Give Her Freedom!
দারুণ!
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
ধন্যবাদ সুজন দা। অনেক বড় পাওয়া
ব্লগ মানে মনের কথাগুলো ছড়িয়ে দেয়ার প্রয়াস। প্রকাশের মাধ্যম যে অক্ষর-শব্দই হতে হবে, কে বলেছে? আপনি তো আপনার দুর্দান্ত ব্যানারগুলো দিয়ে শুধু আপনারই নয়, আমাদের মনের ভাবগুলোও প্রকাশ করে যাচ্ছেন এটা কত বড় ব্যাপার!!
ধন্যবাদ।
-অয়ন
ধন্যবাদ অয়ন।
_______________
আমার নামের মধ্যে ১৩
কানে ধরার একটা ইমো দরকার ছিল ---- খুব প্রয়োজনীয় একটা বিষয় মিস করে গেছি -
- এই ব্যানারটির রঙ নিয়েছিলাম চরম উদাস এর ইয়েলোস্টোন এর এক ছবি থেকে। চমৎকার একটা ছবি ছিল - এখন খুঁজে পাচ্ছিনা ----
অসাধারণ বললে কম হবে।
ইমা
বস, কোন কারণে লেখাটা নজর এড়িয়ে গিয়েছিল।
আপনাকে আলাদা করে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো হয় নি আমার।
আজ এই সুযোগে বলে যাই----আপনার করা ব্যানারগুলো সচলের সাইটে আলাদা মাত্রা যোগ করেছে।
বাকী যারা এখানে লেখালেখি করেন, তারা তো রইলেনই। কিন্তু যখনই কেউ সচলে আসে সবার আগে আপনার ব্যানার তাকে তাবিজ করে বলে আমার ধারণা। এরপরে সেই লোকের সচলের নাগপাশ কেটে বেরিয়ে যাওয়া দুঃসাধ্য হয়ে পড়ে।
অনেক ধন্যবাদ আর অশেষ কৃতজ্ঞতা নানান বর্ণে গন্ধে আমাদের প্রাঙ্গনটি নিত্য রাঙিয়ে দিয়ে যাবার জন্যে।
সকল ব্যানার্জিদের মাঝে সেরা ব্যানার্জি হল স্যাম ব্যানার্জি!
জয় হোক--
অনেক অনেক ধন্যবাদ অনিকেত !
গান আর লেখার অপেক্ষায় থাকলাম!
মন্তব্য করার ভাষা হারিয়ে ফেলেছি!!!
আপনার সৃষ্টিকর্ম মহান, বেঁচে থাকুক, আরও বর্ণিল হক,সচল কে নতুক আঙ্গিকে সাজাক !!!
শুভকামনা রইল।
সাফিনাজ আরজু
আহ! এই অসাধারণ পোস্টটা আগে দেখি নি কেন? কী অসম্ভব সুন্দর!!!
নদীর কাছে একা- সবচাইতে ভালো লাগলো। আসলে সবই ভালো, এটা একটু বেশি ভালো!
ব্যানার বানানো অব্যাহত থাকুক। আর কেমন করে এতো সুন্দর কাজগুলো করেন তার উপর টিউটোরিয়াল দিলে খুব ভালো হয়।
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
ধন্যবাদ তারানা।
টিউটোরিয়াল দেয়া তো খুব কঠিন লাগছে আমি কিন্তু বেশি কিছু করিনা আর একেক ব্যানার একেকভাবে বানানো হয়- তবে একটা চেস্টা করতে পারি কোন একটা ব্যনার বানিয়ে তার ধাপ গুলো বর্ননা করতে - আমার মনে হয় বোরিং হবে - থাক।
ব্যানার বানানোর জন্য নিয়ম - আমি যা মানি তা হল - সচলায়তন এর নিয়মাবলি আর যা কিছু করতে ভাল লাগে - যেদিন যে রঙ বা আকিবুকি - অবশ্য ই বিষয়টা মাথায় থাকে সবার আগে।
দেখেছেন - এই দুই লাইন পড়েই বোর হয়ে গেলেন?
ধন্যবাদ আপ্নাকে আবারও
কি আর বলি?
এ্যাতো সব ব্যানার !!!
তোমার ব্যানার দেখার জন্য আমার অনেক দিন বাঁচতে ইচ্ছে করছে।
---------------------------------------------
কামরুজ্জামান পলাশ
আমারও, হায় জীবন এত ছোট ক্যানে?
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
উত্তর দেয়া কঠিণ হয়ে গেল শুভেচ্ছা
আপ্নে বস্লুক!!!
ব্লগবাড়ি । ফেসবুক
আপনার খোঁচায় আবার চোখে পড়ল এই পোস্ট। ধন্যবাদ।
ডুপ্লি
চমৎকার
...........................
Every Picture Tells a Story
ধন্যবাদ, বস - আপনি এবং আরো কয়েকজনের কাজ দেখেই সচলের ব্যানার করতে শেখা।
অটঃ প্রিন্টেড ছবির মত ডিজিটাল জিনিস্পাতিও কি ফেইডেড হয়?! এই পোস্টেই আগের কতগুলো কাজ দেখে খুব মলিন লাগল।
নতুন মন্তব্য করুন