এক এককে এক—
রাজাকারের বাচ্চাগুলার কাঁপছে হাঁটু,দ্যাখ!
দুই এককে দুই—
পার পাবিনা হারামজাদা কসাই কাদের তুই!
তিন এককে তিন—
জামাত-শিবির ধোলাই হবে... তাক ধিনা ধিন ধিন!
চার এককে চার—
ঝুলবে এবার গোলাম, দেলু, মইত্যা রাজাকার!
পাঁচ এককে পাঁচ—
ফুঁসছে দেখো বীর জনতা, ছড়াচ্ছে তার আঁচ!
ছয় এককে ছয়—
তুই রাজাকার, তোর সাজাটার নাই দেরি নিশ্চয়!
সাত এককে সাত—
এক দাবিতে রাজপথে আজ লক্ষ-কোটি হাত!
আট এককে আট—
ফাঁসির আদেশ ছাড়া কোনো রায় হবে নাপাঠ।
নয় এককে নয়—
গর্জে ওঠো সবাই, বলো— জয় বাংলার জয়...!
দশ এককে দশ—
রাজাকারের আস্তানাতে নামবে এবার ধ্বস!
(সংগৃহিত)
মন্তব্য
আজকে এটা করার চেষ্টা করবো!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
একটু বড় করে প্রিন্ট করে নিতে পারেন যদি প্রয়োজন হয় - ধন্যবাদ
[img][/img]
হাহা, লেখাটা কপি করে করে ফেলেছি! আজকে যাবে?
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
রাত ১০টার পরে
অসাধারন একটা লাইন বলেছেন আপু।
ফাঁসির আদেশ ছাড়া কোন রায় হবে না পাঠ
ডাকঘর | ছবিঘর
হিট!
facebook
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
সুপার হিট
টুইটার
------------
'আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !
দারুণ। আপনের দেখাদেখি আমিও পাঁচ পর্যন্ত গুনলাম:
এক একে এক
গোয়াজমের পাছায় দে ভাই
গরম হাতার স্যাঁক
দুই একে দুই
ম-নিজামির নউখে ঢোকা
মরচে পড়া সুঁই
সাইদি-বিচির উপ্রে-নীচে
বিদ্ধ কর আলপিন
চার একে চার
সাকাচৌয়ের দুই পা ধইরা
হ্যাচকা টানে ফার
পাঁচ একে পাঁচ
মুজাহিদের বুকে উইঠা
ধান তিন তা নাচ...
দশ পর্যন্ত কমপ্লিট করেন।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
হ্যা - দারুন চলছে
আরো পাঁচ গুনলাম আপনার কথায়
ছয় একে ছয়
ছাগ-সোহাগি টকশোজীবীর
পাক-পিতা নিশ্চয়
সাত একে সাত
পল্টিবাজের পাছার ফাঁকে
বাঁশ ঢেকা ফচাৎ
আট একে আট
ছাগুপ্রিয় রাজনীতিকের
ভোটের বাকশো কাট
নয় একে নয়
রাজাকারের ফাঁস না হলে
নির্বাচনও নয়
দশ একে দশ
রাজাকারের ফাঁসির প্রশ্নে
এক আসনে বস
হাহাহহহাহহাহহাহহহাহহাহহাহহহাহ! চ্রম!!!!
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
তিন একে তিন - লাইন্টা বাদ পড়েছে কিন্তু বুঝতে অসুবিধা হয় নাই
সময়ের এগ্রেসিভ ছড়াকার হিসেবে লীলেন্দার নাম ঘোষনা করা হোক এবং ১০ পর্যন্ত পুরোটাই চাইইইই
দশ পর্যন্ত চাই!!!!
___________________________________
অন্তর্জালিক ঠিকানা
অসাধারন।
..................................................................
#Banshibir.
স্যাম, সময়-সুযোগ থাকলে শাহ্বাগের শ্লোগান, ব্যানার-পোস্টারের লেখাগুলো টুকে রাখার ব্যবস্থা করুন। আপনার আগের সংগ্রহে সেগুলো যোগ করে দিন।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
দারুন আইডিয়া! শুরু করেছি---
দুর্দান্ত .. আক্তার ভাইকে স্যালুট...
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
আক্তার ভাইকে সবসময় স্যালুট
গতকাল করা গেলো না। শুধুই আমরা ৫ জন ছিলাম। তবে নূপু আর আমার সিঙ্ক করে স্লোগান দেওয়াটা সহজ হয়েছে লিস্ট ধরে স্লোগান নিয়ে যাওয়ায়! আজ যেতে পারছিনা, বিয়াপক জ্বর, কাল গেলে অবশ্যই এটা করার চেষ্টা করবো!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
সবাইকে ধন্যবাদ মন্তব্য করার জন্য - ছড়াকার কে পৌঁছে দেয়া হবে।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
ঘটনা বুঝলাম না, আবার দিচ্ছি-
বড়োদের ছাগু নামতা
দশ এক্কে দশ-
ধরতে পেলে ছাগু, করা
কান ধরে উঠবস
দশ দুগুনে বিশ-
দেখলে ছাগু খুন চড়ে যায়
হাত করে নিশপিশ
তিন দশে তিরিশ-
ছাগুর অঙ্গে ঘসো মোটা
খসখসে শিরিশ।
চার দশে চল্লিশ-
পেঁদিয়ে-মেরে ছাগুরে তুই
ঠিক কাজই কল্লিস।
পাঁচ দশে পঞ্চাশ-
ছাগুর পোঁদে লাগাও বাড়ি
ঠাপ ঠাপা ঠাপ, ঠাশ!
ছয় দশকে ষাট-
মারের চোটে দাও ছুটিয়ে
ছাগুর যতো ঠাঁট।
সাত দশে সত্তুর-
পাকিস্তানে দাও খেঁদিয়ে
পাকির সুপুত্তুর।
আট দশে আশি-
ছাগুর পোঁদে দাও ঢুলিয়ে
জি-শার্পের বাঁশি।
নয় দশে নব্বই-
হয়না ছাগু মানুষ, সে রয়
চরম অসভ্যই।
দশ দশে একশো-
ছাগ-পালনের খর্চাতে নয়
বাংলার ট্যাকশো।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
দুর্ধর্ষ
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
চ্রম ..................
আপনি একটা যা-তা রকম "বস পাবলিক"
দারুণ
______________________________________
পথই আমার পথের আড়াল
নতুন মন্তব্য করুন