কালো ঘোড়া, জংধরা চাঁদ
প্রান্তর না থাকলেও জ্যোৎস্না থেকেই যায় আর মহীনের বৃদ্ধ ঘোড়াগুলি, লাগামহীন, ফলতঃ পারম্পর্যও, মরচে ধরা আলপিনে ও আলোয় দাঁড়িয়ে প্রহর শেষের ঘন্টা বাজায় একা একা ভিজে নালের শব্দে কখনোবা কেঁপে ওঠে দূরবর্তী আস্তাবলের বিষণ্ণ বৃষ্টিতে। অথচ, সভ্যতা ঝলমল করে!
মন্তব্য
জংধরা ঘন্টা ঢং ঢং করে বাজছে।
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
ভাই আপনার জংধরা ছবির সাথে তুলে দেয়া অ্যাকোয়াস্কেপ এর ছবিগুলো দেখে আশ্চর্য হচ্ছি। অ্যাকোয়ারিয়ামে এমন শিল্প আগে কখনো দেখিনি। সংগ্রহ দুর্লভ।
জিজ্ঞাসু
ধন্যবাদ অতিথিবাবু, 'অ্যাকোয়াস্কেপ' প্রকৃতই 'অ্যাকোয়ারিয়াম শিল্প'! তবে, 'সংগ্রহ' থেকে 'সৃষ্টি' বলা ভালো।
আপনার ভালো লেগে থাকলে এই লিংকগুলিতে চোখ বোলাতে পারেন:
http://aquasamit.blogspot.com/
http://www.flickr.com/photos/aquasamit
http://www.flickr.com/groups/greataquascapes
---------------------------------
একটি বাংলা ব্লগ http://samitonline.net
জংধরা ঘন্টাই বটে, হাহাহা, তবে 'ঢং ঢং' নয়, 'খ্যান খ্যান' আওয়াজ হচ্ছে।
---------------------------------
একটি বাংলা ব্লগ http://samitonline.net
জংধরা ঘন্টা থেকে খ্যান খ্যান আওয়াজ বের করার যোগ্যতা কিন্তু সবার থাকে না। অন্তত আমার নেই।
সত্যিই মুগ্ধতাজাগানিয়া .....!
কি মাঝি? ডরাইলা?
ধন্যবাদ দ্রোহী।
---------------------------------
একটি বাংলা ব্লগ http://samitonline.net
উত্তম!
ঈশ্বরাসিদ্ধে:
অজ্ঞাতবাস
আর সুচিত্রা?
---------------------------------
একটি বাংলা ব্লগ http://samitonline.net
সাক্ষাতে আসেন না
ঈশ্বরাসিদ্ধে:
অজ্ঞাতবাস
অসাধারণ লাগলো... স্রেফ অসাধারণ... আপনার ঘরে মাঝে মাঝে উকি দেোয়ার ইচ্ছা রইলো...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নতুন মন্তব্য করুন