গোয়ার শব্দগুলিঃ ১
[ কিছুইনা ]
বিকেল পড়ে গেলে ব্ল্যাকটেপ রাস্তা ও তাদের হিলিয়াম-হাল্কা হাওয়ায়, লালসাদা ঢোলা হাফপ্যান্ট-পরা টিশার্ট আর ট্যাঙ্ক টপ ছোটো স্কার্টগুলির পাশ দিয়ে যে শব্দটি ফুর ফুর করে ঘুরে বেড়ায়, হরফে জুতে দিলে সেটি দেখা যায় – [ কিছুইনা ] । খানিকটা অন্যমনস্কভাবেই তখন তার নাম হয়ে যায় অ্যালিস, অ্যালিস, অ্যালিসিয়া।
গোয়ার শব্দগুলিঃ ২
[ ধুসসস ]
ভরসন্ধ্যেতে কখনো ছোটো কোনও জাপানী গাড়ির নীল ঘন্টা বেজে উঠলে দেখা যায়, এমুহূর্তে এই উড়ন্ত শব্দটির অনেক বয়সের অনেকগুলি গাছ পাথর ছড়িয়ে আছে হালকা চড়াই ও উৎরাই, এসবের আশে পাশে। কিছু পরে, ঘন্টার আলো পাথরে নিভে গেলে শব্দটি ঝু-উ-প করে নেমে আসে নীচে। তখন বোঝা যায়, সেটি - [ ধুসসস ] । উঁচুনীচু রাস্তার হাঁটু অন্ধকারে ডুবে গেলে শব্দটি একবার ডানা ঝাপটায়। ডেকে ওঠে জোরে।
মন্তব্য
বাহ! বেশ কৌতূহল উদ্দীপক!
ধন্যবাদ
---------------------------------
একটি বাংলা ব্লগ http://samitonline.net
'গোঁয়ার' হবে কি !?
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
না! ওটি 'গোয়ার'-ই হবে। 'গোয়া-র' মানে 'গোয়া নামক স্থানের' এই অর্থে। 'গোয়া' - পশ্চিম ভারতের একটি সমুদ্র তটবর্তী নগরী। যেখানে আমি থাকতাম এক সময়ে আর সেই সময়ে যে শব্দগুলি আমার মাথার মধ্যে ঘুরে বেড়াতো সেই শব্দগুলি নিয়েই এই লেখাটি। ফলতঃ 'গোয়ার শব্দগুলি' এই নামটিই বাঞ্ছনীয়।
---------------------------------
একটি বাংলা ব্লগ http://samitonline.net
দুর্দান্ত।
গোঁয়ার শব্দগুলি পর্ব ২ চাই। (চন্দ্রবিন্দুটা আমিই লাগালাম, নইলে বড়োই গোয়ানিজ মনে হচ্ছিলো, অথবা যা মনে হচ্ছিলো তা আর বললাম না। )
ধন্যবাদ। চন্দ্রবিন্দু না লাগালেও হয়। আসলে ব্যাপারটা বড়োই গোয়ানিজ।
---------------------------------
একটি বাংলা ব্লগ http://samitonline.net
চমতকার! খুব ভালো লাগলো। কি রকম মোলায়েম! পড়তে ক্লান্তি আসেনা।
ক্রমমান আরো বড় হোক।
---------------------------------------------------
আমার জীবন থেকে আধেক সময় যায় যে হয়ে চুরি
অবুঝ আমি তবু হাতের মুঠোয় কাব্য নিয়ে ঘুরি।
আমার জীবন থেকে আধেক সময় যায় যে হয়ে চুরি
অবুঝ আমি তবু হাতের মুঠোয় কব্য নিয়ে ঘুরি।
ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম।
---------------------------------
একটি বাংলা ব্লগ http://samitonline.net
ওরে শমিদ্দা ... বহুদিন পর! আছিস্ক্যামন্রেদাদা?
আছি অনেকটা ওই গোয়ার শব্দগুলোর মতো - 'ধুসসস' আর 'কিছুই না' হয়ে।
---------------------------------
একটি বাংলা ব্লগ http://samitonline.net
- গোয়া নিয়ে, আই মিন লেখা নিয়ে বাতচিত পরে, আপনি নিজেই ল্যাখলেন কিনা সেইটা আগে বুইঝা লই!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমি নিজেই লিখলাম। মানে সেরকমই তো মনে হলো।
---------------------------------
একটি বাংলা ব্লগ http://samitonline.net
ব্যাপক...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ধন্যবাদ!
---------------------------------
একটি বাংলা ব্লগ http://samitonline.net
বহু বহুদিন পরে শমিদ্দারে দেখলাম।
শিরোণাম দেখে একটু চমকে গেলাম। আমি মানুষটাই খুব খ্রাপ।
---------------------------------
একটি বাংলা ব্লগ http://samitonline.net
আমি কিন্তু আর সবার মতো চন্দ্রবিন্দু লাগাইনি। আমি ভাবছিলাম হিমুর পানশালা গল্পে মালিনীর গোয়ার কথা। এখন দেখি আপনিও মালিনীর গোয়ার কথাই বলছেন।
খুব খেয়াল করে পড়েও কবিতার চমকের খোলসের ভেতরে কিছুই খুঁজে পেলাম না।
হয়তো এটা মুর্খ পাঠকেরই ব্যর্থতা।
ব্যর্থতা আমার! মুর্খতা আমার আপনার কারওর নয়।
---------------------------------
একটি বাংলা ব্লগ http://samitonline.net
_________________
ঝাউবনে লুকোনো যায় না
---------------------------------
একটি বাংলা ব্লগ http://samitonline.net
একদমই নতুন ধরনের লেখার সাথে পরিচয় হলো। ধন্যবাদ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ধন্যবাদ, আপনাকেও। অনুপ্রেরণার জন্য।
---------------------------------
একটি বাংলা ব্লগ http://samitonline.net
ঠিকাছে
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
ঠিকাছে? বলছো? হবে?
---------------------------------
একটি বাংলা ব্লগ http://samitonline.net
হওয়ার কথা
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
নতুন মন্তব্য করুন