যখন প্রথম ফিনল্যান্ডের তামপেরে তে পা রাখি, তখন গ্রীষ্ম বিদায় নিয়েছে। শরৎ তার অরুন আলোর অঞ্জলি দিয়ে প্রকৃতি কে রংধনুর সাত রঙে সাজিয়েছে। খুব সুন্দর কিছু আমি বেশীক্ষণ নিতে পারিনা, আমার দম আটকে আসতে চায়। তাই সেই অপার্থিব সৌন্দর্যটুকু আমি অল্প অল্প দেখেছি। দেখতে না দেখতেই হুট করে সাদা আর সাদাতে চারিদিক ছেয়ে গেছিল। টানা ৭ মাসের বৈরাগের পর গ্রীষ্ম যখন এসেছিল, আবার আমার মাতাল হবার পালা। গ্রীষ্মের দিনগুলো আমি শুধু চুপচাপ দেখে গিয়েছি, মন ভরে দেখে নিয়েছি, আলতো করে ছুঁয়ে দিয়েছি। সবুজে আর নীলে মিশে বারবার বহুদুরে রেখে আসা আমার অদ্ভুত সুন্দর দেশটার কথা ভেবেছি। বহুবার এই দিনগুলো ছবির বাঁধনে আটকে রাখতে চেয়েছিলাম। কেন জানি হয়নি... এই না হবার মাঝেই ফিনল্যান্ডে যে টুকটাক গ্রীষ্ম বিলাস আমার তাই আজ খুলে বসলাম। সচলের এত বাঘা বাঘা আলোকচিত্র শিল্পীদের মাঝে আমার আনাড়ি হাতের ছবিগুলো দিতে বেশ কুণ্ঠিত বোধ করছি।
এই হিম হিম শীতকালে ছবিগুলো আমার গ্রীষ্ম বিলাসের সেই দিনগুলো ফিরিয়ে আনল।
১) ডুব সাঁতার
২)দুর বনান্তে
৩) এক মুঠো সুখ
৪) উৎসব
৫) নাগরদোলা
৬) স্বাধীনতা তুমি
৭) পটে আঁকা শহর
৮) ঝুলন্ত সেতু
৯) রুপকথার গল্প
১০) সৌন্দর্য
১১) চল হারাই ঐখানে
১২) মন চায় উড়তে, উড়তে
১৩) আমার আছে জল
১৪) এক আকাশ নীল
পরিশেষে, অনুদাকে আন্তরিক ধন্যবাদ হাতে কলমে সচলে ছবি আপলোড করতে শিখানোর জন্য।
মন্তব্য
আরও ছবি আসুক, কয়েকটা একটু বাঁকা হয়ে গেছে।
শীতের ছবি দিবেন না?
facebook
আরও ছবি দিব, বলছেন অনুদা?
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
৮ নাম্বারটা তো জবর লাগল খো! লিয়ে লেন
-মনি শামিম
লিলাম মনি ভাই।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
২,৩,৬,১২, ১৪ বেশি ভাল লাগল, বাকি গুলিও দারুণ
---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
ছবি দেখে প্রাণ ভরলেও লেখাতে এত কৃপণতা একদম সহ্য করলামনা
এরকম ছবিব্লগ চলুক আরো একটু লেখা/বর্ণনা সহ।
ডুবসাঁতার নামে একটা সিনেমা আছে - দেখেছেন নাকি?
আমি তো আসলে বিশাল সাইজের সব লেখা দেই, তাই এবার ছোট্ট লেখা দিলাম।
আপনাকে অনেক ধন্যবাদ বস, পরবর্তীতে বেশ কিছুটা বর্ণনাও দিব। প্রথম ছবি ব্লগ তো, বুঝছিলাম না।
ডুবসাঁতারের নাম শুনেছি, দেখা হয়নি। ভালো সিনেমা?
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
দারুন সব ছবি।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
চমৎকার
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
বাহ! দারুণ!
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
ছবির সাথে লেখাটা আরেকটু বড় হতে পারতো।
ছবি, লেখা চলতে থাকুক।
প্রথম ছবিব্লগ তো, তাই বুঝতে পারছিলাম না। পরবর্তীতে সুন্দরভাবে গুছিয়ে দেবার চেষ্টা করব।
অনেক ধন্যবাদ ভাইয়া।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
আহা প্রকৃতি ! কি সুন্দর সব ছবি।
আসলেই প্রকৃতি বড্ডও বেশী সুন্দর।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
ফিনল্যান্ড যাইতাম ছাইইইইইইইইইই।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
এই গ্রীষ্মে চইলা আসেন তিথীপু। এদিক সেদিক ঘুরবনি।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
বেশ বেশ!
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
______________________________________
পথই আমার পথের আড়াল
আপনার কমেন্ট পেয়ে খুব ভালো লাগল নজরুল ভাই। অনেক অনেক
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
#এত্তো নীল! দারুন হয়েছে ছবিগুলো, নান্দনিকতায় ভরে গেল পোস্টটির চারপাশ, শুভেচ্ছা আপনাকে
#ভাল থাকুন
আশরাফুল কবীর
________________________
ডাক দিয়ে যাই আমি বারে বারে
কেউ দেখেনা, কেউ শোনেনা
কি জমা হয়ে আছে যে এই মনের ওপারে..
আসলেই ফিনল্যান্ড গ্রীষ্মে একদম অন্যরকম হয়ে যায়, অদ্ভুত সুন্দর।
আপনাকেও শুভেচ্ছা, ভালো থাকবেন।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
মানুষ বলে ছবির মত সুন্দর। আমি বলব ছবির চেয়ে সুন্দর ফিনল্যান্ড। সব গুলোই অসাধারন।
-মুহাম্মদ আসাদুজ্জামান
ফিনল্যান্ড অনেক অনেক বেশী সুন্দর গ্রীষ্মে, অবাক লাগে এত দীর্ঘ শীতকালের পরেও কিভাবে এত দ্রুত সব কিছু সবুজ আর নীল হয়ে যায়। ভালো থাকবেন ভাই।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
... আমার ভালবাসার মানুষটি একসময় ছবির মত সুন্দর এই হাজার হ্রদের দেশে গিয়ে বুঝতে শিখে আমি মানুষটা অনেক অসুন্দর ... সে আজ এই সুন্দর দেশের সুন্দরের প্রার্থনা করে , আর কৃষ্ণকালো আমি অবাক চোখে পৃথিবীর সুন্দর কি তা বুঝার চেষ্টা করি ....তাই বলি, আসলেই অনেক সুন্দর .....ছবিগুলো আসলেই অসাধারণ
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
ভালো লেগেছে
_____________________
Give Her Freedom!
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
ভালো লাগলো, শীতের ছবি ব্লগ দেখার দাবি জানিয়ে রাখলাম।
''দিবাকর''
আচ্ছা দিমুনি শীতের হিম হিম সব ছবি।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
দারুন, দারুন।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
আরও ছবি দেখতে চাই।
কিসের ছবি দেখতে চান, শীতের না গরমের?
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
ছবিগুলো অনেক সুন্দর লেগেছে । আমি যখন হেলসিংকিতে গিয়েছিলাম তখন ছিল শীতকাল । প্রচণ্ড ঠাণ্ডায় মাএ কয়েক ঘণ্টা রাজধানী শহর দেখে হতাশ হয়েছিলাম । কিন্তু গ্রীষ্মকালের ছবিগুলো দেখে তো আমি হতবাক । ভালো লাগল ।
আল রশিদ
গ্রীষ্মকালে ফিনল্যান্ড আসলেই একদম অন্যরকম হয়ে যায়। এত নীল আর সবুজ।
পড়ার এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
বড়ই সৌন্দর্য্য আরজুমান্দ বানু । “আমার আছে জল” প্রথম পুরষ্কার পেয়েছে । জলের প্রতি আমার বিশেষ পক্ষপাত
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
আরজুমান্দ বানু--- এইডা কেডা, জোহরাপু?
পুরষ্কার কিন্তু আমার ঠিকানায় পাঠায় দিয়েন আপু। জলের প্রতি আমারও বিশেষ পক্ষপাত।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
দারুন!
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
শীতকালে গ্রীষ্মের ছবি দেখতে ভালো লাগলো। -রু
হয়, কথা সত্য।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
দারুণ!
ফারাসাত
আপনারে ফ্রেশ
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
নতুন মন্তব্য করুন