ছন্দে ছন্দে বরাহ শিকার-৪

অকুতোভয় বিপ্লবী এর ছবি
লিখেছেন অকুতোভয় বিপ্লবী (তারিখ: মঙ্গল, ৩০/০৩/২০১০ - ১০:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

জামাতের আমিরের মন শুধু পোড়ে,
বিচারেতে ফাঁসি হলে বাঁচবে কি করে !
জামাতের জামা গায়ে দেয়া ছিল ভুল,
তাই আজ সুখ নাই, দুঃখে আকূল।
একাত্তরের ক্ষণে করেছিল লীলা,
আটত্রিশ বছরে কি পাপ হয় ঢিলা?

ধর্মের নামে করে বাঙালিকে খুন,
বিচারে দাঁড়িয়ে আজ মুখ তার চুন।
রাজাকার উপাধিটা বড়ই অপয়া,
মুছে না যে, যত যায় কাশী কি বা গয়া।
মওদুদী তরিকায় পেয়েছিল জোশ,
'গণিমত' খেলে বল, তা কি হয় দোষ !
নিয়াজির জলপথে পেয়েছিল মজা,
ভেবেছে কি - পরিণামে ফাঁসি হবে সোজা !

"মইত্যা হারামী" তারে বলে গুরুজনে,
এই ডাক শুনেও সে জোশ পায় মনে।
জেহাদের ভেক ধরে করেছিল পাপ,
সেই জোশে আজিকেও বিলায় উত্তাপ !
এখনও সে পূজো করে জিন্নাহর মমি,
যেই পাতে খায়, করে সেই পাতে বমি।

কোথা গেল আজ সব গেলমান পাকি,
সকলের কাছে থেকে শোধ নেয়া বাকি।
ধর্মের দারোয়ান যত কর ছলা,
এইবার খেতে হবে অন্তীম ডলা।
বুঝবে সে আজ তার কপালে আকাল,
পাই পাই করে মোরা মেটাবো যে ঝাল।
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

---------------------------------------------------
ইটের পরে ইট সাজিয়ে বানাই প্রাণের কবিতা ...


মন্তব্য

নাশতারান এর ছবি

অতিশয় উত্তম জাঝা!

Smiley

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অকুতোভয় বিপ্লবী এর ছবি

বুনোহাঁসের বুনো মন্তব্যের জন্য ধন্যবাদ হাসি

---------------------------------------------------
ইটের পরে ইট সাজিয়ে বানাই প্রাণের কবিতা ...

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

অতন্দ্র প্রহরী এর ছবি

আরও আসুক। চলুক

অকুতোভয় বিপ্লবী এর ছবি

আসবে, আসবে 'এনশাল্লাহ' চোখ টিপি

---------------------------------------------------
ইটের পরে ইট সাজিয়ে বানাই প্রাণের কবিতা ...

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

ধুসর গোধূলি এর ছবি
অকুতোভয় বিপ্লবী এর ছবি

হ, ছাল তুলে বিটলবণ ...

---------------------------------------------------
ইটের পরে ইট সাজিয়ে বানাই প্রাণের কবিতা ...

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

সুজন চৌধুরী এর ছবি
অকুতোভয় বিপ্লবী এর ছবি

বেশ কয়েকজনের মত সুজন্দার কাছ থেকেও কমেন্ট পেলে নিজেকে খুব ভাগ্যবান মনে হয় হাসি

---------------------------------------------------
ইটের পরে ইট সাজিয়ে বানাই প্রাণের কবিতা ...

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

শরতশিশির এর ছবি

বাব্বাহ্‌, আমাকে তো গুলি মারলেও কবিতা-ছড়া বের হবে না! দারুণ! আর কি কি গুণ আছে তোমার, বলো তো? হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

অকুতোভয় বিপ্লবী এর ছবি

কী যে বলেন আপু ! আমি সাধারণ ছোটমানুষ, অভাজনে এমন ভূয়সী প্রশংসা করে ফেললে তো ভদ্রসমাজে আমার চলা দায় হয়ে যাবে :"> খাইছে গড়াগড়ি দিয়া হাসি

কষ্ট করে পড়ার জন্যে অনেক ধন্যবাদ হাসি

---------------------------------------------------
ইটের পরে ইট সাজিয়ে বানাই প্রাণের কবিতা ...

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

শরতশিশির এর ছবি

আচ্ছা, ভাল লাগলো না, না? দাঁড়াও, তাইলে আরেকটা গুণের কথা বলে দেই, কি বলো - আদ্যক্ষরটা 'দ', তারপর 'আ', তারপরে জানি কি? চোখ টিপি

তুমি ছবিও তো ভাল তোলো, আমি আসলে আমাদের ফামেলি পোর্ট্রেইট তুলে দিবা, ঠিক আছে? হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

অকুতোভয় বিপ্লবী এর ছবি

এরি ! মাইচ্চে !! আঁরে তো হুরা দরা খাবাই দিলেন, আঁই অখন যাই কোনাই !!! চোখ টিপি

আমি আসলে অ্যামেচারের চেয়েও ছোট মানের আলোকচিত্রী, সত্যি কথা - পারিনা তেমন কিছুই, তবু ছবি তুলে দিতে বললেন যখন, আমার সাধ্যমত চেষ্টা করব হাসি

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

নিঃসঙ্গ গ্রহচারী [অতিথি] এর ছবি

ধর্মের নামে করে বাঙালিকে খুন,
বিচারে দাঁড়িয়ে আজ মুখ তার চুন।

ভয়ে মাথা নষ্ট হয়ে গ্যাছে বরাহগুলোর।

চলুক

অকুতোভয় বিপ্লবী এর ছবি

পড়ার জন্য ধন্যবাদ হাসি

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

জুয়েইরিযাহ মউ এর ছবি

ভালো .. আরোও লিখুন... লিখতেই থাকুন চলুক

-----------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

বোহেমিয়ান এর ছবি

সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

চলুক
চলুক ...

অফটপিক পুরান লেখাগুলার লিঙ্কু নিয়া আসেন আপনার ব্লগে, মডুগো মেইলান, আপনার ব্লগে লিঙ্কু দিয়ে দিবে । আগের আরেকটা পোস্ট জব্বর সাইজ দিছিলেন টিক্কার... খাইছে খাইছে
_________________________________________
বোহেমিয়ান কথকতা

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

অকুতোভয় বিপ্লবী এর ছবি

খাইছে
পড়ার জন্যে ধন্যবাদ হাসি

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

অনিকেত এর ছবি

দারুণ, দারুণ!!
জলদি করে আরো ছাড়ুন---!!

অকুতোভয় বিপ্লবী এর ছবি

ছাড়তে পারি এক শর্তে,
বরাহদের ফেলুন গর্তে।
কলকাঠি সব জোরসে নাড়ুন,
বরাহ সব পিষে মারুন।

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

পিষে ফেল.,..
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রেনেট এর ছবি

বেশ, বেশ চলুক
---------------------------------------------------------------------------
একা একা লাগে

---------------------------------------------------------------------------
একা একা লাগে

অকুতোভয় বিপ্লবী এর ছবি

ধন্যবাদ, চলেন সবাই মিলে পিষে ফেলি, জীবনের তরে

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।