পরিমল জয়ধর নামের এক ভ্রষ্ট,
নিরীহ ছাত্রীটিকে দিলো সে কী কষ্ট!
তাই নিয়ে প্রতিবাদে মুখর আজ অঙ্গন
নৈতিকতার মূলে ধরে গেছে ভাঙ্গন।
সারা দেশ উত্তাল বিচারের দাবিতে,
সবকিছু নিয়ে তাই হবে আজ ভাবিতে।
প্রতিবাদী প্রতিজন মুঠো হাতে মত্ত,
শিক্ষক নামের ওই পশু দেখো কত্ত!
আজ এক পরিমল ফেঁসে গেছে মাত্র,
আরও কত পশু করে সম্ভোগ ছাত্র!
গোপালগঞ্জে যদি হয় তার বাস্তু,
পরিমল হেসে বলে - বেশ তো, তথাস্তু!
আছে তার ছাতা এক - আওয়ামীর ঝাণ্ডা
কার এত বুকে বল - মারে তাকে ডাণ্ডা!!
ঝেড়ে ফেলে আওয়ামীর পরিচয় পত্র
সে ব্যাটাকে চলো সবে ঠ্যাঙ্গাই অত্র।
পরিমল পাবে তার যথাযথ দণ্ড,
ঢিল মেরে যদি তার গেলে দাও অণ্ড;
পিষে ফেলে করো তারে কাগজের মণ্ড,
বুঝুক সে শাস্তি কী, ব্যাটা অপোগণ্ড!
মন্তব্য
ভাই বুঝেছি ছন্দের প্রয়োজনে হয়তো লিখেছেন, কিন্তু এরকম না লেখা উচিৎ ছিল। নষ্ট আমাদের ঐ বোনটা হবে কেন, নষ্ট প্রমাণিত হয়েছে ঐ পরিমল, ও দূষিত-পয়-পুরীষ!!! ঐ বোনটাকে কিছুতেই নষ্ট মনে করা যাবে না!!!
এছাড়া বাদবাকি ভালো লাগল.................
অজ্ঞাত এর সথে একমত।
এই লাইনটা লেখার শানে নজুল বুঝলাম না। ধর্ষণের শিকার হলে কেউ নষ্ট হয়ে যায় না। আপনি যেই উদ্দেশ্যেই লিখে থাকেন না কেন, অন্ত্যমিলের চেয়েও বেশি জরুরী অর্থবোধক বাক্য নির্মাণ।
বাকিটুকু ঠিক আছে। প্রতিবাদ চলতে থাকুক।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
লেখাটা দুইবার পরার পর মন্তব্য করতে এসে পোষ্টারটা চোখে পড়লো। কি অসাধারন কথা লেখা সেখানে!!
এইযে লেখার মধ্য দিয়ে নিজের ভেতরের কথাগুলো বলেছেন, সেটাকে সাধুবাদ জানাই। নষ্ট শব্দটাতে আমারও খটকা লেগেছে, এর বাইরে কোথাও খটকা আসেনি।
চলুক!
ছড়া ভালো লেগেছে। তবে দ্বিতীয় লাইনটায় আপত্তি থাকলো। ছন্দ মিলাতে গিয়ে নষ্ট কথাটা লিখেছেন বুঝলাম কিন্তু একমত হতে পারলাম না। বরঞ্চ যদি পারেন 'কষ্ট' জাতীয় কিছু একটা দিয়ে ছন্দটা পুনর্নির্মান করে ফেলেন।
ছড়াটা ফেসবুকে দিয়েছি তাই এখান থেকে মুছে দিলাম, সরি।------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
খাইছে বর্দ্দা জটিল লিখছেন!!!
খালি এক্কান কথা আম্গো ভাত মাইরেন না!!!!!! যাই হোক আসল কথা হইল, এরকম আরো ছড়া চাই!!!!
লা জওয়াব!
আমি যতদূর জানি, খোমাখাতা আর অন্য ব্লগ/মিডিয়াম এক ধরা হয় না সচলে, খোমাখাতার ব্যক্তিগত নোটে থাকলেও এখানে ব্যবহারে সমস্যা নেই খুব সম্ভব, তাজ ভাই!!! ছড়াটা ভালো হয়েছিল।
উপরের তিনজনই কথাটা বলে দিয়েছে তাই আমি আর পুনোরুক্ত করলাম না!!!
তাজ ভাইয়ের সূত্র ধরে আমি একটা সুপারিশ করতে পারি এমন হতে পারে যেমনঃ "নিরীহ ছাত্রীটিকে পেতে হল কষ্ট!"
এছাড়া ভালো লাগল.............
দ্বিতীয় লাইনটা নিয়ে বলতে গিয়ে দেখলাম অন্যরা আমার আগেই বলেছেন। বাকি ঠিকাছে।
বিপ্লবীর দেখা প্রায় দেড় বছর পরে পাওয়া গেল মনে হচ্ছে...
যাক! অয়েল্কাম ব্যাক।
ছড়াতে প্রতিবাদ জারি থাকুক।
রাজপথে, বাস্তবে প্রতিবাদ, প্রতিরোধ দৃঢ় হোক।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
ওয়েলকাম ব্যাক!
আর সবার মতো আমারও বক্তব্য একঃ
কোন বরাহনন্দন থাবা বসালেও আমার কন্যা নষ্ট হয় না
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
আমি অত্যন্ত দু:খিত ও লজ্জিত “নষ্ট” শব্দটা ব্যবহার করায়। এখানে “নষ্ট” শব্দটা যে অর্থ বোঝায় সে অর্থ আমি কোনভাবেই বোঝাতে চাইনি। এটা ছন্দ মেলাতে গিয়ে একেবারেই অনিচ্ছাকৃত একটা ভুল। দীর্ঘদিন পর লেখতে গিয়ে খামখেয়ালী আর বেশ কিছুটা তাড়াহুড়োর ফল এই ভুল।
আমি ক্ষমাপ্রার্থী সবার কাছে।
সবাইকে ধন্যবাদ।
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
তাহলে আর কোনই সমস্যা নেই। আবার লিখছেন এইতো ভালো আমাদের জন্য!!! আরো লেখা পাবো আশা রাখছি...........শুভেচ্ছা রইল।
ঠিক করে দিয়েছি, আর এমন হবে না আশা করি।
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
ভালো লাগলো।
নতুন মন্তব্য করুন