আমাদের ছোট দেশ মরে ধুঁকে ধুঁকে,
একপাল পশু বাস করে তার বুকে।
সে পশুরা ক্রমাগত করে যায় খুন,
সে পাতেই করে বমি, যেথা খায় নুন।
আমাদের দেশে নাই কোন সুবিচার,
মজায় থাকে তাহারা, আছে জোর যার!
দেশপতি মহারাজ পশুরে পালিয়া,
চুপ করে মজা নেন, বাজান তালিয়া।
সাতখুন করে মাফ মেলে তার কাছে,
রাজদলে মুঠোহাত যার করা আছে ...
মন্তব্য
জবাবছাড়া!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
ছবিটা ফাইল হিসেবে সংযুক্ত না করে ছবি হিসেবে জুড়ে দিয়েন।
মারত্মক লাগলো...
মূর্তালা রামাত
অসাধারণ!
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
ক্যারিকেচার সমেত দারুন!
ধন্যবাদ সবাইকে।
ক্যারিকেচারের চরিত্রটির একটি শারীরিক বৈশিষ্ট্য হল তাঁর ভাঙা চোয়াল, তবে বর্তমানে চোয়ালের ভাঙাভাব কিছুটা কমে গিয়েছে বলে ভরাট করেই আঁকলাম।
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
চরম। বেশি জোস
বালাইছে...।
অসাধারণ!
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
দারুণ।
কিন্তু এতে কি এইসব পশু অধিপতিদের হুঁশ হবে?
ভালো হইসে কিন্তু
ভালো হয়েছে। কী আর বলি। এই অবস্থা আমাদের দেশের।
যথার্থ!!!!
নতুন মন্তব্য করুন