ক্যারিকেচার - ১

অকুতোভয় বিপ্লবী এর ছবি
লিখেছেন অকুতোভয় বিপ্লবী (তারিখ: বুধ, ২০/০৭/২০১১ - ৯:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমাদের ছোট দেশ মরে ধুঁকে ধুঁকে,
একপাল পশু বাস করে তার বুকে।
সে পশুরা ক্রমাগত করে যায় খুন,
সে পাতেই করে বমি, যেথা খায় নুন।

আমাদের দেশে নাই কোন সুবিচার,
মজায় থাকে তাহারা, আছে জোর যার!
দেশপতি মহারাজ পশুরে পালিয়া,
চুপ করে মজা নেন, বাজান তালিয়া।
সাতখুন করে মাফ মেলে তার কাছে,
রাজদলে মুঠোহাত যার করা আছে ...

ছবি: 
11/11/2009 - 2:15pm

মন্তব্য

রোমেল চৌধুরী এর ছবি

জবাবছাড়া!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ছবিটা ফাইল হিসেবে সংযুক্ত না করে ছবি হিসেবে জুড়ে দিয়েন।

মূর্তালা রামাত এর ছবি

মারত্মক লাগলো...

মূর্তালা রামাত

রাতঃস্মরণীয় এর ছবি

অসাধারণ! চলুক

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

তানিম এহসান এর ছবি

ক্যারিকেচার সমেত দারুন!

অকুতোভয় বিপ্লবী এর ছবি

ধন্যবাদ সবাইকে।

ক্যারিকেচারের চরিত্রটির একটি শারীরিক বৈশিষ্ট্য হল তাঁর ভাঙা চোয়াল, তবে বর্তমানে চোয়ালের ভাঙাভাব কিছুটা কমে গিয়েছে বলে ভরাট করেই আঁকলাম।

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

আশফাক এর ছবি

চরম। বেশি জোস

sumondhrubo এর ছবি

বালাইছে...।

ফাহিম হাসান এর ছবি

অসাধারণ! উত্তম জাঝা!

ত্রিমাত্রিক_কবি এর ছবি

দারুণ।
কিন্তু এতে কি এইসব পশু অধিপতিদের হুঁশ হবে?

সুহান রিজওয়ান এর ছবি

ভালো হইসে কিন্তু হাসি

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

হাততালি হাততালি হাততালি
উত্তম জাঝা!
গুল্লি

বইখাতা এর ছবি

চলুক ভালো হয়েছে। কী আর বলি। এই অবস্থা আমাদের দেশের।

মৃত্যুময় ঈষৎ এর ছবি

যথার্থ!!!! চলুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।