রাজধানী শহরে,
বেড়েই চলেছে তারা
সুবিশাল বহরে;
নালিশ জানাবা কারে?
ভেবে তবে কহ রে!
তাহাদের নেতা এক
ঝাড়ুদার শ্মশ্রু;
নেতাগিরি দেখে তাঁর
চোখে ঝরে অশ্রু !
নগরপতি সে নেতা
চুপচাপ মজা খান,
বেঘোরে বাড়ে তাহারা
চলে "ব্লাডি" অভিযান।
মনে চায় সুধাতে
নগরপতি কী তবে
আজাইরা এসে ভবে
উড়ন্ত বাহিনীকে
হেল্প করে ক্ষুধা-তে !
মন্তব্য
ভালো হইছে । আচ্ছা ভাই স্যাটায়ার মানে কি? এইটা নিয়া আমি পুরাই দ্বন্দে
হ
______________________________________
পথই আমার পথের আড়াল
আসলেই কিন্তু !
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
নতুন মন্তব্য করুন