ছাগুচিত্র - ১

অকুতোভয় বিপ্লবী এর ছবি
লিখেছেন অকুতোভয় বিপ্লবী (তারিখ: বুধ, ২১/১২/২০১১ - ১:৩৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এই ছবিটি আমার বাস্তব উপলব্ধির একটা বহিঃপ্রকাশ।
আরেকটা কথা, ছবির বিষয়বস্তুর ব্যাপারে আমি কোন ডিস্ক্লেইমারের ধার ধারলাম না।
এই ছবিতে বুয়েটের যারা মজা পাবেন, বুঝতে হবে তাদের ইস্ক্রুপ ঠিকঠাক আছে। আর যারা আহত-নিহত হবেন, বুঝতে হবে ল্যাঞ্জা বেরোচ্ছে পাতলুনের আড়াল থেকে।

ছবি: 
11/11/2009 - 2:15pm

মন্তব্য

সুজন চৌধুরী এর ছবি
অন্যকেউ এর ছবি

গুল্লি গুল্লি

_____________________________________________________________________

বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।

তারেক অণু এর ছবি
shafi.m এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

দ্রোহী এর ছবি

হাহাহাহাহাহা.....
গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

পুরা বিধ্বংসী!!!!!!!!!!!!

তারাপ কোয়াস এর ছবি

গুল্লি


love the life you live. live the life you love.

বিবর্ন সময় এর ছবি

দেঁতো হাসি

লাবন্যপ্রভা এর ছবি

গুল্লি

রাইহান এর ছবি

আপনার পোস্ট থেকে মনে হচ্ছে আপনার উপলব্ধি হল বুয়েটের বেশিরভাগ ছাত্র-ছাত্রী এখন জামাত-শিবির সমর্থক। বাস্তবতা কি আসলেই এই রকম?

এই ছবিতে বুয়েটের যারা মজা পাবেন, বুঝতে হবে তাদের ইস্ক্রুপ ঠিকঠাক আছে। আর যারা আহত-নিহত হবেন, বুঝতে হবে ল্যাঞ্জা বেরোচ্ছে পাতলুনের আড়াল থেকে।

তালগাছবাদী কথাবার্তা,এই লাইন পড়ার পর লোকজন মন্তব্য করার আগ্রহ হারাবে।

অকুতোভয় বিপ্লবী এর ছবি

লেজ বের হয়েছে একটা।
তালগাছটা আমারই থাকুক না হয় এখন দেঁতো হাসি

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

রাইহান এর ছবি

প্রশ্ন করেছিলাম,উত্তর পাই নি।
বুয়েটে জামাত-শিবির সমর্থক ছাত্র-শিক্ষকের আছে, জাকির নায়েক ভক্ত আরও বেশি আছে। কিন্তু ঠিক কত পার্সেন্ট হলে ঢালাও ভাবে "বুয়েট ছাত্র" বলে সবাইকে দায়ী করা যায়?

অকুতোভয় বিপ্লবী এর ছবি

আপনার প্রশ্নের উত্তর দেয়ার প্রয়োজন মনে করছি না, কারণ আপনি ধরেই নিয়েছেন ঢালাওভাবে সব বুয়েট ছাত্রকেই ছাগু বলা হয়েছে। এইরকম উপলব্ধি যার, তাঁকে আসলে কোন প্রশ্নের উত্তর দিতে যাওয়া সময় নষ্ট শুধুমাত্র।
সচলে বুয়েট থেকে আসা লোকজন কিন্তু অনেক, তারপরেও এখানে এই পোস্ট দেয়ার কারণ কী হতে পারে সেটা বুঝতে পারা দরকার। নিজে ওইটুকু বুঝুন আগে, এরপর প্রশ্ন পড়ে দেখা যাবে।

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

অকুতোভয় বিপ্লবী এর ছবি

উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম, ছবিটিতে ব্যবহৃত স্কেচগুলি ইন্টারনেট থেকে গুগল করে ডাউনলোড করে এরপর ম্যানিপুলেট করা হয়েছে। ডানপাশের পাকি পতাকা ধরা ছাগলটার পতাকা আর যে পায়ে পতাকা ধরে আছে সেটা পরে এঁকে নিয়েছি।

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

পাঠক এর ছবি

আরেকজনের ইস্ক্রুপ কতটুকু ঢিলা হয়েছে সেটা অনুসন্ধান বা উপলব্ধি না করে পোস্টদাতার নিজের ইস্ক্রুপ কতটুকু টাইট আছে সেটা জানার দিকে তার মনোনিবেশ করা দরকার বলে মনে করছি।

অকুতোভয় বিপ্লবী এর ছবি

দুই দুই দুই দুই ...... চোখ টিপি

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

মিথ এর ছবি

আপনার প্রশ্নের উত্তর দেয়ার প্রয়োজন মনে করছি না, কারণ আপনি ধরেই নিয়েছেন ঢালাওভাবে সব বুয়েট ছাত্রকেই ছাগু বলা হয়েছে। এইরকম উপলব্ধি যার, তাঁকে আসলে কোন প্রশ্নের উত্তর দিতে যাওয়া সময় নষ্ট শুধুমাত্র।

+

সচলে বুয়েট থেকে আসা লোকজন কিন্তু অনেক, তারপরেও এখানে এই পোস্ট দেয়ার কারণ কী হতে পারে সেটা বুঝতে পারা দরকার

---
পোস্টে লিখেছেন: "বুয়েট ছাত্রের বিবর্তন"

---------
আমি প্রাক্তন বুয়েটিয়ান এবং সচলায়তনের পাঠক। অন্ততঃপক্ষে এটা বলতে পারি সচলায়তনে আসা গত ২ মাসের প্রায় সবকয়টা লেখাই পড়েছি, এরপরেও আমি কোনভাবেই বুঝতে পারলাম এটা বুঝতে কেমন সচল হতে হবে।

নিশ্চয়ই আপনি সাম্প্রতিককালে ঘটে যাওয়া কোন ঘটনার উপর ভিত্তি করে এই ক্যারিক্যাচারটি করেননি, কারণ বুয়েটে এখন না থাকলেও বুয়েটে প্রায়ই যাওয়া হয়। সুতরাং সচলায়তনের বাইরে বুয়েটের কোন ঘটনা হলে কনটেক্সটটা জানা থাকতো।

বাকি থাকলো অপর অপশনটা, আপনার কথায় এটা স্পষ্ট এই ক্যারিক্যাচারটা বুঝতে এখানে (সচলায়তনে) যেই সচল বুয়েটিয়ানরা আছেন তাদের কোন সমস্যা হবে না। সুতরাং এই পোস্ট দিলে নিশ্চয়ই সেটা কোন সচলকে উদ্দেশ্য করে দেয়া তাদের পূর্ববর্তী কোন মজাদার কমেন্ট/ঘটনার জন্যে, তেমনটা হলে লিংকটা দিবেন। (রেফারেন্স হিসেবে কয়েকটা পোস্ট আগে "জাইত্তা ধরা" টাইপের পোস্টের লিংক শেষে কনটেক্সট হিসেবে যোগ করে দেয়ার ঘটনাটা বলা যেতে পারে)। যদি রিসেন্ট পোস্টগুলির মাঝে জামাতের প্রতিষ্ঠান থেকে পড়ে আসা সবাই পাকিজাত হবে সেই হিসেবে করে থাকেন তাহলে তো মেডিক্যাল স্টুডেন্টদের নিয়ে এটা করা উচিত, কারণ ওমেগা/সানরাইজ/উদ্ভাস কোনটাই কি জামাতের?

শেষে, নিতান্তই যদি বুয়েটিয়ানদের হেয় করার জন্যে যদি এটা করে থাকেন তাহলে কিছু বলার নেই।

***
সবশেষে: বুয়েট পাকিজাত কুকুর বা জামাত/শিবির কুকুরদের জায়গা না। তারপরেও কোন "প্রচন্ড লজিক্যাল কিন্তু বলা যাবে না" টাইপ লজিক দেখিয়ে এই কার্টুনটি কেন করলেন জানালে বাধিত হই। খুব সম্ভবত সবাই এখানে জাঝা দিয়ে যাচ্ছে কার্টুনের ফানি টোনটার জন্যে, কিন্তু আমি নিজে বুয়েটিয়ান জন্যে যথেষ্ঠই ক্ষুব্ধ। আশা করবো, "সচলায়তনের" কোন "বুয়েটিয়ান ভাই/বোন" জানাবেন এই কার্টুনের মাজেজা কি

অকুতোভয় বিপ্লবী এর ছবি

তিন, তিন, তিন, তিন ...

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

অন্যকেউ এর ছবি

বুয়েট পাকিজাত কুকুর বা জামাত/শিবির কুকুরদের জায়গা না।

তাহলে বুয়েটে এখন এদেরকে দেখি কেন? কেন এদের পাছায় সজোরে লাথি দিয়ে বুয়েট থেকে এদের নামনিশানা মুছে দেওয়া হচ্ছে না?

এই পোস্টে বুয়েটের সব শিক্ষার্থীকে ট্যাগ করা হয় নাই, বরং লক্ষ্য হিসাবে বেছে নেওয়া হয়েছে যারা পাকিজাত, এবং বুয়েটের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার পরেও যে এই পাকিজাত রাজাকারমনস্ক জামায়াত-শিবিরি শুওরের বাচ্চাদের মানসিকতায় যে কোনও পরিবর্তন আসে না, সেই বিষয়টিকে।

এটা বুঝতে এতো সমস্যা হবার তো কথা না।

_____________________________________________________________________

বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।

কালো কাক এর ছবি

"বুয়েট ছাত্রের বিবর্তন" কথাটায় কি "যারা পাকিজাত" বুঝায় নাকি সব ছাত্রকে বুঝায়? মনের ভিতরে কথা রেখে দিলে তো হবেনা। পাঠক মানেই বটতলার দরবেশ, মনের কথা বুঝে ফেলে এমন ভাব্লে তো সমস্যা।

অকুতোভয় বিপ্লবী এর ছবি

পাঠক বটতলার দরবেশ হন না, এটা ঠিক।
তবে এই পোস্টটা কেপি টেস্টের মতন কাজ করছে, তেব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে 'আমাক্‌ সাগু কয়েছে' চিৎকারে গড়াগড়ি দিয়া হাসি =)) গড়াগড়ি দিয়া হাসি

যেমনটা বলেছিলাম, প্রতিক্রিয়া দেখা গেলেই ল্যাজের নড়াচড়াও টের পাওয়া যাবে দেঁতো হাসি

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

কালো কাক এর ছবি

"বুয়েট ছাত্রের বিবর্তন" কথাটার মানে কী ? বুয়েট ছাত্র পড়তে পড়তে একসময় পাকিবাদী হয়ে যায় ? এটা বুঝালেন?
আপনার বাস্তব উপলব্ধির বহিঃপ্রকাশ, খুব ভাল কথা। কিন্তু সেটা যখন কোন ফোরামে পাব্লিশ করছেন তখন পাঠকের প্রশ্নের উত্তর দেয়ার যোগ্যতাটা থাকা উচিত। সুতরাং আমি আশা করব আমার প্রশ্নগুলোর উত্তর দেবেন।
আমার লেঞ্জা বের হইসে না কী হইসে সেটা ব্যাখ্যা করতে আসবেন না কারণ তা অপ্রাসঙ্গিক। আমি আনন্দ বা ক্ষোভ কোনটাই প্রকাশ করিনি আপনার কার্টুন দেখে।

বাওয়ানী এর ছবি

চার, চার, চার....

কালো কাক এর ছবি

লেখক কি সহকারী নিয়োগ দিয়েছে নাকি কমেন্ট করতে?
আমি লেখকের কাছে একটা প্রশ্ন করেছি , তাকে উত্তর দিতে দিন। চামচামী অন্যকোথাও যেয়ে করেন। আর লেখকের হয়ে কথা বলতে চাইলে "বুয়েট ছাত্রের বিবর্তন" কথাটার অর্থ বুঝিয়ে বলেন। লেখকের মনে আছে এই, পাঠক বুঝে নেবে সেই এইধরণের কথা বাদে স্পষ্ট করে বলবেন।

বাওয়ানী এর ছবি

কারো মতের / লেখার সমর্থন করা যার কাছে 'চামচামী' মনে হয় তাকে কোন কিছু বুঝিয়ে বলার প্রয়োজন আমার কাছে নেই।

অকুতোভয় বিপ্লবী এর ছবি

চার।
ঠিক।

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

আনিস মাহমুদ এর ছবি

"বহুব্রীহি" নাটকে আফজাল অভিনয় করেছিলেন এক বোকাসোকা ভালোমানুষ ডাক্তারের চরিত্রে। সেই ঘটনাটিতে আমাদের দেশের চিকিৎসকদল ঘোরতর অপমানিত বোধ করে প্রতিবাদলিপি পাঠানো থেকে শুরু করে নাট্যকার ও অভিনয়শিল্পীর কুশপুত্তলিকা দাহ পর্যন্ত করেছিলেন।

ভাই অকুতোভয় বিপ্লবী, তৈরি হয়ে যান। লক্ষণ বেশি ভালো ঠেকছে না।

.......................................................................................
Simply joking around...

পাঠক  এর ছবি

এক বোকাসোকা ভালোমানুষের ডাক্তারের চরিত্র এবং একজন পাকি পতকা হাতে ছাগুর মাঝখানে অনেক পার্থক্য এটা কি আপনের বড় মস্তক বুঝতে পারে না? এখন কেউ যদি মজা করে আপনের একটা ক্যারিকেচার করে "পাকি পতকা হাতে আপনি ছাগু হয়ে গেছেন " বিষয়টি আপনের কতখানি ভাল লাগে জানতে চাচ্ছি ?

আনিস মাহমুদ এর ছবি

পাঁচ?

আমার বাড়ি বগুড়া বলে অনেকেই আমাকে শহীদ জিয়ার সৈনিক বলে ডাকে। তাই বলে আমি কি তাদের দিকে রে রে করে ধেয়ে যাবো নাকি?

এই পোস্টের প্রেক্ষাপটটা জানা থাকলে বুয়েটিয়ানদের (সব বুয়েটিয়ান মীন করিনি কিন্তু) গায়ে ফোস্কা পড়তো না।

.......................................................................................
Simply joking around...

অকুতোভয় বিপ্লবী এর ছবি

হ, পাঁচই বটে চোখ টিপি

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

পাঠক  এর ছবি

এক বোকাসোকা ভালোমানুষের ডাক্তারের চরিত্র এবং একজন পাকি পতকা হাতে ছাগুর মাঝখানে অনেক পার্থক্য এটা কি আপনের বড় মস্তক বুঝতে পারে না? এখন কেউ যদি মজা করে আপনের একটা ক্যারিকেচার করে "পাকি পতকা হাতে আপনি ছাগু হয়ে গেছেন " বিষয়টি আপনের কতখানি ভাল লাগে জানতে চাচ্ছি ?

পাঠক  এর ছবি

আপনের এই পোস্ট পুরাই ফালতু একটা পোস্ট। আপনের মত চালাক যারা আছে তারা হয়ত বুঝতে পারবে যে আপনি মজা করেছেন। কিন্তউ আমার মত হাবা যে বুয়েট সম্পরকে কিছু জানে না, আপনি এই পোষ্টে যেভাবে জেনারালাইজ করেছেন তারা ধরে নিবে বুয়েট ছাগুস্তান না হলেও ছাগুর পরিমাণ বেশি।
"ওই কে আছিস রে আমার লেজটা কেটে দে, আমিতো বিপ্লবীর কথা অনুযায়ী ছাগু হয়ে গেলাম...আমার কি হবে...বে... বে বে "...যতসব ছাগ্লামি এন্ড তাল্গাছামী পোস্ট ...

অকুতোভয় বিপ্লবী এর ছবি

নাম্বার ছয় দেঁতো হাসি
ভাইজান, যেহেতু স্বীকার করলেন বুয়েট সম্পর্কে জানেন না কিছু, তাহলে জেনে নিন, বুয়েটে ছাগুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেশি।
আমার কথা বিশ্বাস করার দরকার নেই, নিজেই যাচাই করুন, কেমন করে করবেন সেটা জানার সবচেয়ে ভাল উপায় হচ্ছে বুয়েটে পড়াশুনা করতে ভর্তি হওয়া >:)

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

হেমন্তের ঘ্রাণ এর ছবি

সব বিশ্ববিদ্যালয়েই এইরকম বিবর্তিত কিছু ছাগু থাকে !!! দেঁতো হাসি :D দেঁতো হাসি

অকুতোভয় বিপ্লবী এর ছবি

নিঃসন্দেহে।
তবে পোস্টের বিষয়টা আসলে "ছাগু কেন বুয়েটে থাকবে" নয়, বিষয় হল বুয়েটে ছাগুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেশি। চোখের পলক ফেললেই দেখবেন ছাগু, লম্বা করে নিঃশ্বাস নিলেই পাবেন ছাগুর গন্ধ।
বলুন দেখি, যে বুয়েটের শেরে বাংলা হলের ৪০১ নাম্বার রুমে বাংলাদেশের প্রথম পতাকা তৈরি হল, সেই বুয়েটে আজকে ছাগুর বাড়াবাড়ি সংখ্যার কারণে আমাকে কার্টুন করতে হয় - আয়রনি নয়?

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

তাপস শর্মা এর ছবি
দুর্দান্ত এর ছবি

chhagu

অকুতোভয় বিপ্লবী এর ছবি

যুক্তিবাদী ব্যাখ্যা দেঁতো হাসি

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

মৃত্যুময় ঈষৎ(অফ্লাইন) এর ছবি

দিস ইজ পার্ফেক্ট এন্ড মোর স্পেসিফিক!!! চলুক

উচ্ছলা এর ছবি
pathak এর ছবি

রহস্য বুঝলাম না।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।