দৈনিক প্রথম আলো পত্রিকায় ২১-১২-২০১১ তারিখে প্রকাশিত হয়েছে একটি সংবাদ যার শিরোনাম এইচ টি ইমাম বললেন কুরুচিপূর্ণ ব্যঙ্গচিত্র প্রকাশ করলে ওয়েবসাইট বন্ধ করে দেওয়া উচিত। সংবাদটির শুরুটা এরকম,
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন-বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, কোনো ওয়েবসাইটে রাজনৈতিক নেতাদের নিয়ে অশ্লীল বা কুরুচিপূর্ণ কোনো ব্যঙ্গচিত্র প্রকাশ করা হলে সেই সাইটটি বন্ধ করে দেওয়া উচিত।
‘তথ্য স্বাধীনতা: ইন্টারনেটের যুগে চ্যালেঞ্জ কোথায়?’ শীর্ষক এক সংলাপে এইচ টি ইমাম এই কথা বলেছেন।
২০১১ সালে এসে এরকম বক্তব্য দায়িত্বশীল পদের কারো কাছ থেকে শুনতে কেমন লাগে সেটাই একটু এঁকে বুঝার চেষ্টা করলাম আর কি।
মন্তব্য
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
বড়ই অশ্লীল
এরকম ইজ্জত পাঁঙচার করার জন্য এরে ব্যান করা হউক।
কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কভু আশিবিষে দংশেনি যারে ... ...
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
ইমাম সাহেব যেহেতু রাজনৈতিক নেতা নন, তাই এ যাত্রা সচলায়তন বেঁচে গেল
অচলীল অচলীল!
_____________________________________________________________________
বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।
পুরাই তামশা!!!!
অতীত
এই সমস্ত পর্ণোগ্রাফি এক্ষুণি বন্ধ করা উচিত!
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তা যা বলেচেন দাদা
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
মমিন "_'' মমিন
ডাকঘর | ছবিঘর
এক্মত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
হাউ স্ক্যান্ডালাস !
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
গেল গেল
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
চরম!
নতুন মন্তব্য করুন