২২ ডিসেম্বর, ২০১১ তারিখের কালের কণ্ঠে প্রকাশিত একটা খবর শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এবার এমপি কোটা! দেখে চোখ আটকে গেল। ভাবলাম ব্যাপারটা এঁকে দেখলে কেমন হয়। তাই আঁকলাম নিজের মত করে।
কোটা লাগবে কেন? একটা এম। পি স্কুল খুল্লেই পারে। যেখানে শুধু এম,পির আন্ডা বাচ্চারা পড়বে। এইসব গরীব ম্যাংগো পিপলের কাচ্চা বাচ্চার সাথে পড়া কি তেনাদের মানায়?
এম,পি কলেজ, এম, পি ইউনি হইতেই বা বাধা কোথায়। এটা তো তাদের ইচ্ছারই দেশ।
মন্তব্য
আবার জিগস।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
হ।
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
এপ্রিল ফুল ডে ডিসেম্বরে চলে এসেছে নাকি? খবরটা পড়লাম। ঠিক বিশ্বাস হতে চাচ্ছে না। এতোটা নির্লজ্জক!
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
আপনার ব্যঙ্গচিত্র আঁকার হাত তো দুর্দান্ত!
ছাগু সিরিজে আর আসবে না, বস ?
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ধন্যবাদ।
আসবে অবশ্যই, ঠিক সময়মতন
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
love the life you live. live the life you love.
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
facebook
তবুও যদি এদের লজ্জা হয়...
বিপ্লবী আপনি তো খুব ভালো ছবি আঁকেন। লেখার সাথে সাথে ছবি আঁকা ও চালিয়ে যান।
@ উচ্ছলা গানটা "অরুণ বরুণ কিরোন মালা" ছবির। এটা আমার দেখা দ্বিতীয় ছবি। প্রথমটা ছিলো সাত ভাই চম্পা। ধন্যবাদ।
--------------------------------------------------------------------------------
মন্তব্যের জন্য ধন্যবাদ।
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
পুরাই জোশ
ডাকঘর | ছবিঘর
কোটা লাগবে কেন? একটা এম। পি স্কুল খুল্লেই পারে। যেখানে শুধু এম,পির আন্ডা বাচ্চারা পড়বে। এইসব গরীব ম্যাংগো পিপলের কাচ্চা বাচ্চার সাথে পড়া কি তেনাদের মানায়?
এম,পি কলেজ, এম, পি ইউনি হইতেই বা বাধা কোথায়। এটা তো তাদের ইচ্ছারই দেশ।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
সঠিক!
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
আপনে তো কাট্টুনিশ হয়ে যাচ্ছেন দিনে দিনে!
______________________________________
পথই আমার পথের আড়াল
হেঁহেঁ
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
সর্বভূক না সর্বভুক?? দয়া করে জানাবেন।
সর্বভূক হবে।
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
নতুন মন্তব্য করুন