ছাগুচিত্র - ২

অকুতোভয় বিপ্লবী এর ছবি
লিখেছেন অকুতোভয় বিপ্লবী (তারিখ: মঙ্গল, ২৭/১২/২০১১ - ৪:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ব্লগে নাকি লোকে আজ যাই খুশি তা বলে,
তাই দেখে ক্ষেপে গেছে গোটা কয় ছাগলে।
মুঠো হাতে তারা বলে - আইন কর সত্ত্বর,
"অনলাইন জয়স্টিক আইন" - খুবই কট্টর!
অতঃপর লোকে আর যাবে নাকো ব্লগেতে,
ছাগুরাম আনন্দে কফি খাবে মগেতে ...

ছবি: 
11/11/2009 - 2:15pm

মন্তব্য

আল-আমিন কবির এর ছবি

হা হা হা হা... জটিল হৈছে... ব্লগে জন্য কোন আইন নয়... ব্লগ হবে উন্মুক্ত.... গুরু গুরু

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।