১৫ | লিখেছেন অকুতোভয় বিপ্লবী (তারিখ: সোম, ০২/০১/২০১২ - ৭:৪৮অপরাহ্ন)
সঠিক।
তবে বুয়েটে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হল - আমি "সোনার ছেলে" গ্রুপের মধ্যে ছাগল ছাড়া খুব, খুব কমই দেখেছি।
আজকে ঈশান মার খেয়েছে নির্মমভাবে খুবই ঠুনকো কারণে। আমি হলে থাকার সময় জুনিয়র এক সোনার ছেলে পায়ে পাড়া দিয়ে গ্যাঞ্জাম বাধিয়েছিল খুবই মামুলি কারণে, প্রায় হাতাহাতি অবস্থা। আমি এক পর্যায়ে বলেছিলাম - তুই আমার রুমে আসিস, তোকে ফ্যানের সাথে ঝুলিয়ে পেটাব। তখন আরেক বন্ধুর মধ্যস্থতায় কাইজ্যা থেমেছিল।
'ছাগু' শব্দটা রাজাকারের ছাওপোনার জন্য সংরক্ষিত রাখেন, নাহলে সবই হরেদরে এক সেরে বিক্রয় হয়ে যায়, শব্দটার ধার কমে।
আওয়ামী লীগ, বিএনপির আকাম আর জামায়াতে ইসলামীর আকাম এক পাল্লায় উঠার জিনিস না। ছাত্রসংঘ আর ছাত্রদল-ছাত্রলীগের আকামও একই ট্যাগে বসে না। মুরগী মিলনের খুন আর একাত্তরের গণহত্যা দুইটা ভিন্ন জিনিস। এই দুই জিনিস এক পাল্লায় উঠালে প্রকৃত ছাগুদেরকে একটা প্ল্যাটফর্ম দেয়া হয়।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
২৫ | লিখেছেন অকুতোভয় বিপ্লবী (তারিখ: মঙ্গল, ০৩/০১/২০১২ - ১২:৪৩পূর্বাহ্ন)
আওয়ামী লীগ, বিএনপির আকাম আর জামায়াতে ইসলামীর আকাম এক পাল্লায় উঠার জিনিস না। ছাত্রসংঘ আর ছাত্রদল-ছাত্রলীগের আকামও একই ট্যাগে বসে না।
আমি এই কথাটার সাথে একমত। কিন্তু আমি মনে করি ছাগু জিনিসটা আসলে ব্যাপকভিত্তিক অর্থে ব্যবহার করার জিনিস। কারণ গুণগত বিচারে কিন্তু দিনশেষে এইগুলি একই জিনিস। সেজন্যেই আমি মনে করি ছাগু শব্দটা খালি রাজাকারের ছাওদের জন্য না, কাজকামে যাদেরই গ্যাঞ্জাম থাকবে তাদের জন্যেই বরাদ্দ হবে।
মন্তব্য
হেহেহে !! মজার হৈছে!
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
হেহেহে !! মজার হৈছে!
...........................
Every Picture Tells a Story
হেহেহে !! মজার হৈছে!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
হেহেহে !! মজার হৈছে!
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
খাড়ান, ভাইজানেরা বেসবল ব্যাট নিয়ে আইতাছে।
এইটা ভালৈছে ... ছাগুব্যাঙ্কে দিনে দিনে নতুন সব ছাগু জমা হইতেছে ... বড়ই দুঃখজনক
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
হ্যাঁ, আসলেই দুঃখজনক
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
বুয়েটের লোগোটা হয়তো সমসাময়িক ঘটনার জন্য। আসলে ঐ জায়গাটায় অন্য আরো অনেক লোগোই বসানো সম্ভব।
নীড়পাতা.কম ব্লগকুঠি
সঠিক।
তবে বুয়েটে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হল - আমি "সোনার ছেলে" গ্রুপের মধ্যে ছাগল ছাড়া খুব, খুব কমই দেখেছি।
আজকে ঈশান মার খেয়েছে নির্মমভাবে খুবই ঠুনকো কারণে। আমি হলে থাকার সময় জুনিয়র এক সোনার ছেলে পায়ে পাড়া দিয়ে গ্যাঞ্জাম বাধিয়েছিল খুবই মামুলি কারণে, প্রায় হাতাহাতি অবস্থা। আমি এক পর্যায়ে বলেছিলাম - তুই আমার রুমে আসিস, তোকে ফ্যানের সাথে ঝুলিয়ে পেটাব। তখন আরেক বন্ধুর মধ্যস্থতায় কাইজ্যা থেমেছিল।
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
বাহারী ছাগুদের ছবি দেখতে দেখতে নিজের আঁকা ব্লগ জগতের ছাগু সম্রাটের ছবি শেয়ার করার লোভ সামলাতে পারলাম না।
হুম।
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
জনমছাগু বিবর্তনের ধার ধারে না।
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
কেয়া বাত
ডাকঘর | ছবিঘর
'ছাগু' শব্দটা রাজাকারের ছাওপোনার জন্য সংরক্ষিত রাখেন, নাহলে সবই হরেদরে এক সেরে বিক্রয় হয়ে যায়, শব্দটার ধার কমে।
আওয়ামী লীগ, বিএনপির আকাম আর জামায়াতে ইসলামীর আকাম এক পাল্লায় উঠার জিনিস না। ছাত্রসংঘ আর ছাত্রদল-ছাত্রলীগের আকামও একই ট্যাগে বসে না। মুরগী মিলনের খুন আর একাত্তরের গণহত্যা দুইটা ভিন্ন জিনিস। এই দুই জিনিস এক পাল্লায় উঠালে প্রকৃত ছাগুদেরকে একটা প্ল্যাটফর্ম দেয়া হয়।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
একমত।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
আমি এই কথাটার সাথে একমত। কিন্তু আমি মনে করি ছাগু জিনিসটা আসলে ব্যাপকভিত্তিক অর্থে ব্যবহার করার জিনিস। কারণ গুণগত বিচারে কিন্তু দিনশেষে এইগুলি একই জিনিস। সেজন্যেই আমি মনে করি ছাগু শব্দটা খালি রাজাকারের ছাওদের জন্য না, কাজকামে যাদেরই গ্যাঞ্জাম থাকবে তাদের জন্যেই বরাদ্দ হবে।
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
ওস্তাদ সবকিছুরে ব্যাপকার্থে ব্যবহার করাটা সেইফ না।
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
কিঞ্চিৎ গ্যাঞ্জাম যে হয় না তা নয়। জেনারেলাইজেশনের চান্স ব্যাপক।
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
জেনারালাইজেশন ছাগুদের প্রিয়তম অস্ত্রের একটা।
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
হ।
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
সহমত
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
হাহাহাহা
জটিল হইছে ছাগু হাগু গুলা
============================
শুধু ভালোবাসা, সংগ্রাম আর শিল্প চাই।
হেহেহহে!!! চলুক!
নতুন মন্তব্য করুন