২ | লিখেছেন তাসনীম (তারিখ: শুক্র, ০৬/০১/২০১২ - ২:১৮পূর্বাহ্ন)
হিন্ট চাই কিছু - যেমন ইনি কি একজন মডু কিনা? এনার জীবানুর সাথে প্রেম আছে কিনা? এপ্রন পরে ল্যাবের পার্টনারদের সাথে ঢলাঢলি করার অভ্যেস আছে কিনা...এই রকম কিছু সূত্র দিলে সুবিধা।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
১৪ | লিখেছেন shafi.m (যাচাই করা হয়নি) (তারিখ: শুক্র, ০৬/০১/২০১২ - ৫:০০পূর্বাহ্ন)
বেহালায় পরিবর্ধক কাচ দিয়ে কি পর্যবেক্ষণ করছেন তিনি? বেহালায় কারো হাতের ছোয়াকে কি সায়েন্টেফিক উপায়ে--
১) মিস করছিলেন?
২) ভালবাসতে ছিলেন?
৩) প্রমাণ করছিলেন যে কে সর্বশেষে তার বেহালা ব্যবহার করেছিল?
৪) বেহালার কি কি পুষ্টি গুন আছে সেটা বের করছিলেন?
কিছু হিন্ট দিবেন ভাই (যেন আমি না পারলেও, অন্য কেউ পারেন। কেউ কেউ চিন্তেপেরে হাসেন আর আমার মত অতিথি যারা তারা মুখ আমসি করে রাখেন।)
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
বুইচ্চি, উনি বেহালা-টেহালা বাজায় 'সঙ্গীত' করতাসেন! আর পাবলিক প্লেসে সঙ্গীত করা ন্যায্য কাম না।
আর আতশকাচখানা জীবানু-টিবানু দেখার জন্য!
ঠিক কইসিকিনা কন!!
মন্তব্য
ডাকঘর | ছবিঘর
হিন্ট চাই কিছু - যেমন ইনি কি একজন মডু কিনা? এনার জীবানুর সাথে প্রেম আছে কিনা? এপ্রন পরে ল্যাবের পার্টনারদের সাথে ঢলাঢলি করার অভ্যেস আছে কিনা...এই রকম কিছু সূত্র দিলে সুবিধা।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
হেঁহেঁ, আর কি কি হিন্ট দরকার বলেই ফেলেন
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
এইটা একটা অন্যাইয্য কাটুন হইছে
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
কিছু কিছু 'চিপকে ধরে থাকা' ছবি দেখলে মুষড়ে পড়ি
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
রত্না মডু সব ছবিতেই কাউকে না কাউকে বা কিছু না কিছু চিপকে ধরে থাকবেই!
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
রত্না মডু এইডা ছাড়লো কেমনে?
...........................
Every Picture Tells a Story
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
পাব্লিক প্লেসে বসে গিটার বাজাচ্ছে
আপনার দেখি বেহাল অবস্থা!
ওইটা বেহালা
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
বেহালায় পরিবর্ধক কাচ দিয়ে কি পর্যবেক্ষণ করছেন তিনি? বেহালায় কারো হাতের ছোয়াকে কি সায়েন্টেফিক উপায়ে--
১) মিস করছিলেন?
২) ভালবাসতে ছিলেন?
৩) প্রমাণ করছিলেন যে কে সর্বশেষে তার বেহালা ব্যবহার করেছিল?
৪) বেহালার কি কি পুষ্টি গুন আছে সেটা বের করছিলেন?
কিছু হিন্ট দিবেন ভাই (যেন আমি না পারলেও, অন্য কেউ পারেন। কেউ কেউ চিন্তেপেরে হাসেন আর আমার মত অতিথি যারা তারা মুখ আমসি করে রাখেন।)
শাফি।
টিভিসিরিজ সিএসআইয়ের লো-টেক ব্রিটিশ ভার্সনের নায়ক।
নীড়পাতা.কম ব্লগকুঠি
ইনি কে? পুরুষ লোক হয়ে ইনি পিঙ্ক টিশার্ট পরে আছেন কেন? ইনি ম্যাগ্নিফায়িং গ্লাস দিয়ে গীটার বাজাচ্ছেন কেন?
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
ইনার বৈজ্ঞানিক নাম Germen violinae
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
বাহ! এইটা ভালু হৈছে!!!
লুক্টাকে কুনো ঈ দিলেন্না কেনু!!!!!!!!
আপনার বিশেষ কেউ নাকি!!?
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
আতশ কাঁচ, বেহালা... মুখে একটা পাইপ দিলেই শার্লক, নিদেনপক্ষে শ্যালক হোমস হয়ে যেত।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
আপনি তো দুর্দান্ত আঁকিয়ে!
উঁহু, এটা সহজ
আমার চেয়ে ঢের দুর্দান্ত আঁকিয়ে আছেন আমাদের মধ্যেই
ধন্যবাদ
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
রেখাচিত্র ভালু পাইলাম(মানে একটানেই বুঝতে পার্ছি
love the life you live. live the life you love.
ধন্যবাদ
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
ফাটা-ফাটি!!
ইচ্ছার আগুনে জ্বলছি...
বাহ বাহ! আজকাল সচল উল্টালেই রতন-মনি-মানিক্য পাওয়া যায় দেখি!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
অন্যাজ্য!
----------------
স্বপ্ন হোক শক্তি
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
নাহ! এটা একটা অতি 'অনায্য' কাজ হৈল
গিটার ওরফে বেহালায়ও কি ভাইরাস-ব্যাকটেরিয়া থাকে?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
উঁহু, কিছু একটা দিয়ে তো বাজাতে হয়!
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
কইতে পারলামনা, তয় অনার্য সঙ্গীতের কথাটা মাথায় এলো। ঠিক কী?
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
আবার জিগস। আরেকখান ক্লু দেই, এই ভাইডি এহন 'এইচআইভি আর এইডস' এর লিঙ্ক এর পেছনে লাগছে।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
বুইচ্চি, উনি বেহালা-টেহালা বাজায় 'সঙ্গীত' করতাসেন! আর পাবলিক প্লেসে সঙ্গীত করা ন্যায্য কাম না।
আর আতশকাচখানা জীবানু-টিবানু দেখার জন্য!
ঠিক কইসিকিনা কন!!
ব্যাখ্যা দেইখা তব্দা খাইয়া গ্লামগা
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
অকুতোভয় বিপ্লবী, আপনার নামের সাথে সচলায়তনে দেয়া প্রো পিকটার যথেষ্ট মিল আছে
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
নতুন মন্তব্য করুন