কর্তা কহেন - ২

অকুতোভয় বিপ্লবী এর ছবি
লিখেছেন অকুতোভয় বিপ্লবী (তারিখ: সোম, ২৩/০১/২০১২ - ১১:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

মন্তব্য নিষ্প্রয়োজন।
এ জাতির কপালে শুধু মাত্র আফসোসটাই করার আছে ...

ছবি: 
11/11/2009 - 2:15pm

মন্তব্য

উচ্ছলা এর ছবি

চলুক চলুক

চল্লিশ বছর ধইরা পাইতা রাখা পাছা ল্যাংটা কইরা তারা লাত্থি মারতেছে, বাঁশ দিয়া পিটাইতাছে, মাইরা কাঁটাতারে লাশ লটকায় রাখতেছে...কার কি ?!

অকুতোভয় বিপ্লবী এর ছবি

হুম।

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

দ্যা রিডার এর ছবি

চলুক

ধূসর জলছবি এর ছবি

চলুক

অনিন্দ্য রহমান এর ছবি

গুলাবি হারায়া গেল নাকি? আরেকটু স্যাচুরেশন বাড়াইলে ক্লিয়ার হইত মনে হয়।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

স্বপ্নহারা এর ছবি

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

অকুতোভয় বিপ্লবী এর ছবি

ঠিক করে দিলাম।

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

অকুতোভয় বিপ্লবী এর ছবি

হাসি

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

স্বপ্নহারা এর ছবি

গুরু গুরু

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

সাফি এর ছবি

হে হে ছায়া দেখে ভাব্ছি কত্তার আবার নেজ গজালো নাকি

সচল জাহিদ এর ছবি

গুল্লি


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হাসি

কনফুসিয়াস এর ছবি

রেখাচিত্রে দুয়েকটা গল্পও উঠে আসুক, ব্যাঙ্গাত্মক, অথবা আপনার ট্রেডমার্ক কবিতা হয়ে। সোজাসাপ্টা ক্যারিকেচারে আনন্দ কোথায়? হাসি

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অকুতোভয় বিপ্লবী এর ছবি

হাসি

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

ধুসর গোধূলি এর ছবি

প্রকাশনা ব্যবসার চাপরাশী থেকে শুরু করে সরকারের হর্তাকর্তা, সবাই একেবারে লুঙ্গিতে গিট্টু মেরে মাঠে নামছে। 'গরীব নরোমসরোম কালা দুবলা ছূডুভাই'-কে আদর করে ঐরম ইট্টু আট্টু পিট্টি দেয়া শাস্ত্রেই আছে। তাতে করে 'বিত্তবান শক্তমক্ত ঝিলিক মারা মোটাতাজা বড় দাদা' তোষণের প্রতিযোগিতায় পিছিয়ে পড়লে চলবে আমাদের?

অকুতোভয় বিপ্লবী এর ছবি

হ, ড়াইট ইয়ে, মানে...

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

পল্লব এর ছবি

হো হো হো

==========================
আবার তোরা মানুষ হ!

অনিকেত এর ছবি

চলুক

তানিম এহসান এর ছবি

চলুক

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সময়াভাবে পত্রিকা পড়া হয় না এখন... বিনোদন থেকে পুরোপুরি বঞ্ছিত মনে হচ্ছে

______________________________________
পথই আমার পথের আড়াল

কল্যাণ এর ছবি

চলুক

_______________
আমার নামের মধ্যে ১৩

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।