এই ব্লগেতে লেখতে গিয়ে
আমি আর ছড়া কাটব না,
কারণ বিপদ রয়েছে যেখানে
সেই পথে আর হাঁটব না।
নিরাপদ বেডরুমের দাবিতে
ব্যানার ফেস্টুন আর ঘাঁটব না।
ব্যঙ্গচিত্র আঁকতে গিয়ে
পেন্সিল আর ছাঁটব না।
নিরাপত্তার দুশ্চিন্তায়
চায়ের কাপ আর চাটব না।
'স্বাভাবিকভাবে মরতে চাই'
এ পোস্টার আর সাঁটব না।
এই ব্লগেতে লেখতে গিয়ে
আমি আর ছড়া কাটব না।
শুধুই দেব খবরটুকু
নেইকো কোন ভয়,
সবাই এখন খুব নিরাপদ
সরকারেতে কয়;
মন্ত্রীরা সব ব্যস্ত খুবই
বেডগুলি সব ক্লিয়ার,
সরকারি সব সার্ভিস এখন
দেয় পাহারা, ডিয়ার!
মন্তব্য
আপ্নে আজকে শেষ। হাইকুট আইলো বইলা
খ্রাপ কী কইলাম!
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
আপনেরেও দেখি আমার রোগে ধরছে, আকাম করে নিরীহ মুখে বলেন কি কইচ্চি?
সবদিক সাফা, তাই কোন ভয় নাই (কারণ আমি কিসুই করি নাই )
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
বস। গুইন্যা গুইন্যা হাজারটা সালাম ঠুকলাম। গুরু
ডাকঘর | ছবিঘর
সিসিসি ... এডি কী কন!
সরকার বাহাদুরের ফটুতে চুমু খান O:)
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
হায় হায় এইডা একটা কথা কইলেন। । আমি সজীব বস্তুতে আগ্রহী, আর বাহাদুর তো
ডাকঘর | ছবিঘর
তাইলে আর কী করবেন!
"হাইল পাহারা" বইলা ইয়া এক চিক্কুর দিয়া মাটি কাঁপায়া একটা স্যাল্যুট দ্যান, বলাই বাহুল্য, সেটাও সরকার বাহাদুরকেই
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
_____________________
Give Her Freedom!
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
পেট ব্যথা হয়ে গেল হাসিতে হাসিতে
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
কানের মধ্যে হোমিওপ্যাথী শিশির কর্কও গুঁজে দিছেন দেখছি।
আপ্নে লুকটা খুব খ্রাপ।
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
থ্যাংস বস্।
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
আপনে মিয়া!
আমি বালা ফুয়া
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
চরম। বেশি জোস
-------------------------------------------------
ক্লাশভর্তি উজ্জ্বল সন্তান, ওরা জুড়ে দেবে ফুলস্কেফ সমস্ত কাগজ !
আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না !
আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !
ধন্যবাদ
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
চরম। আপনার প্রোফাইল ছবিটা খুবই সুন্দর।
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
সেলাম গুরু। দারুন দিয়েছেন।
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
ওয়ালাইকুম সালাম। দারুণ বলার জন্য দারুণ ধন্যবাদ
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
ওয়ালাইকুম সালাম। দারুণ বলার জন্য দারুণ ধন্যবাদ
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
নতুন মন্তব্য করুন