রোজকার সিস্টেমে দিয়েছিনু রওনা
রাজধানী শহরেতে ম্যালা কিছু পাওনা।
কাছাকাছি গিয়ে দেখি - ও মা! এ যে অবরোধ!!
যেতে মোরে মানা করে কতিপয় নির্বোধ!
খোঁজ নিয়ে দেখি সেথা সবকিছু বদ্ধ
সরকারি লোকজন খায় কচু সেদ্ধ!
কাজকাম ফেলে সব লোকে আছে বাসাতে,
বেরুলেই পেয়াদার বাড়ি খাবে পাছাতে ...
আমি বলি, এ কী হাল! চিত্র যে উল্টা!
এইসব করে তারা ছিঁড়বে কী চুলটা?
সভা করে বিরোধীরা, করে হোক ধন্য;
তাই বলে সরকার কেন হবে বন্য!!
মন্তব্য
ছবিখানি জব্বর, ছড়াটি চমতকার,
পড়িয়া আমোদ পেনু, ইহাতে অমত কার!
একটি বাহিনী হেথা বাদ গ্যাছে পদ্যে,
সবথেকে সক্রিয়, প্রহরীর মধ্যে।
কঁহেছে হানিফ মামা, শৃঙ্খলা রাখাতে,
আমাদের ‘ছেলেগুলো‘ নেমে যাবে ঢাকাতে।
ঠোলা-র্যাব-কুকুরের সহায়ক ব্যাক-আপ,
লুকিয়ে ঢুকতে গেলে করে দেবে প্যাক আপ।
পুলিশে-র্যাবেতে তার আস্থার দৈন্য,
তাইতো পাঠালো মামা আম্লীগের সৈন্য।।
বিশ্বাস না হৈলে ক্লিক করেন: [url=তল্লাশিতে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ কর্মীরাও]তল্লাশিতে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ কর্মীরাও[/url]
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
আর লেখুমই না, এরপর থেইকা আপনি লেইখা দিবেন আমার হইয়া
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
তা দিমুনে। কিন্তোক সন্মানী দেওন লাগবো কইলাম!
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
হবিয়ানে
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
ডাকঘর | ছবিঘর
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
ধন্যবাদ
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
দারুণস!
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
ভালৈছে কুতো ভাই
তাও ভাল হোঁদল কুতকুত বলেন্নাই
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
তাল ঠুকতে ঠুকতে পড়ে ফেললাম। ব্রেশ ব্রেশ!
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
ভালৈছে
...........................
Every Picture Tells a Story
আপনাকে মুস্তাফিজ ভাই
আপনার বদনবই কো?
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
নতুন মন্তব্য করুন