দাবি

অকুতোভয় বিপ্লবী এর ছবি
লিখেছেন অকুতোভয় বিপ্লবী (তারিখ: বুধ, ০৬/০২/২০১৩ - ১২:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

হাজার মানুষ হত্যা করেও
যাচ্ছে বেঁচে কাদের,
কাঠখড় এত ভস্ম করে
এই কি বিচার তাদের!
এই কি মোদের দেশপ্রেমেতে
জ্বলে উঠার ফল?
এই কি মোদের আলোর পথে
যাত্রা টলোমল?
এমনি করেই অন্য সবার
মুক্তি যাবে মিলে?
জামাত তখন বলবে 'তোদের
কান নিছিল চিলে'!
বেয়াল্লিশটি বছর গেল
বিচার করে আশা,
বুকে ছিল স্বপ্ন অনেক
দেশপ্রেমেরই ভাষা;
তিলে তিলে কষ্ট করে
করলাম অনেক ত্যাগ,
আজকে কি না ছাগুর পালে
গুছায় নিজের ব্যাগ?
এই দেশেতে আর কতকাল
বিচার যাবে কেঁদে,
দেশদ্রোহী খুনির ছানা
গল্প যাবে ফেঁদে?
মানছি না আর কোন বিচার
একটা দাবি - ফাঁসি;
দেশটা থেকে দূর হোক সব
ছাগল এবং খাসী।

ছবি: 
11/11/2009 - 2:15অপরাহ্ন

মন্তব্য

উচ্ছলা এর ছবি
অরফিয়াস এর ছবি

চলুক

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

টিউলিপ এর ছবি

আঙ্গুল উঁচু করছি না, যে রায়ের পরে কসাই কাদের আঙ্গুল উঁচিয়ে বিজয় চিহ্ন দেখিয়ে পুরো জাতির মাথা হেঁট করে দেয়, সেই রায়ের পরে আসলে আঙ্গুল উঁচু করার যোগ্যতা আমাদের আছে বলে মনে করি না।

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

অকুতোভয় বিপ্লবী এর ছবি

হ্যাঁ, ঠিক মন খারাপ

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

রংতুলি এর ছবি

চলুক

তারেক অণু এর ছবি
মেঘা এর ছবি

তাড়াহুড়ো করে দেয়া রায়ে আমাদের মাথা হেট হয়ে গেছে আসলেই। হতাশ হয়েছি এতো প্রতিক্ষার পর এই রায়ে। আরেকটু সময় নিয়ে তদন্ত করে আরো সাক্ষী হাজির করতে কি কেউ না করেছিলো নাকি কোন বাঁধা ছিলো?

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

সাফিনাজ আরজু এর ছবি

এই রায় কিছুতেই মানতে পারছি না।
খুব হতাশ লাগছে।

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

অতিথি লেখক এর ছবি

কসাই কাদেরের ফাঁসি চাই।

তুহিন সরকার।

অতন্দ্র প্রহরী এর ছবি

হাততালি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।