লক্ষ শহীদ রক্ত দিয়ে
ভাসিয়ে দিল দেশ,
দাঁড়িয়ে সেই রক্তস্রোতে
ভাবছি, "আহা! বেশ!!"
রাজাকারের জারজ পোনা
যখন বাজায় ঢোল,
আমরা কেন মুখ লুকিয়ে
খুঁজি মায়ের কোল!
আজ কি তবে সেই শহীদের
রক্ত গেছে মুছে?
দিন কি তবে কাটবে হেথা
জামাতিদের পুঁছে?
চল সবাই ঝাঁপিয়ে পড়ি
খোলা কৃপাণ হাতে,
রাজাকারের রক্তে সিনান
করতে হবে প্রাতে।
মন্তব্য
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
রাজাকারের রক্তেই স্নান করতে মন চাইছে। তবে যদি একটি নতুন ভোরের সূচনা হয়।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
ঠিক তাই।
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
"গাছে গাছে পাখির কাকলি
পাখাগুলো উড়তে চায়।
জানলা বন্ধ:
টান মেরে খুলতে হবে।"
শাহবাগের চিত্র দেখে মনে হচ্ছে আমাদের এতদিনের মনের বন্ধ জানালা খুলে গেছে।
।।।।।ঈয়াসীন
রাজাকারের স্থান এদেশের মাটিতে নাই। প্রতিবাদ চলুক । শেষের চার লাইনে
হ্যাঁ, রাজাকারের রক্তেই এবার স্নান করতে হবে, তাহলে যদি এই দেশের শাপমোচন হয়...
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
নতুন মন্তব্য করুন