মৃদুলদার সাথে পরিচয় বছরখানেকেরও একটু বেশি সময় ধরে। ফেসবুকে মাঝে মাঝে কথা হত, আমার খুব আগ্রহের ব্যক্তি তিনি - কারণ তিনি ছড়া লেখেন। ছড়ার বস্ রিটন ভাইকে আমি রীতিমত গুরু মানি। কিন্তু মৃদুলদাকে দেখেছিলাম রাজাকার ইস্যুটা নিয়ে দারুণ দারুণ বিস্ফোরক ছড়া লেখেন, আমার বেশ মনে ধরেছিল ব্যাপারটা। মাঝে মাঝে মৃদুলদার সাথে ছড়ায় ছড়ায় কথাও বলতাম, বেশ মজা লাগত।
আজ সন্ধ্যায় আকতার ভাই আর মৃদুলদার ল...
এইবার যদি রাজাকারদের বিচার না করা যায়, তাহলে আর কখনোই করা সম্ভব হবে বলে মনে হয় না। কারণ জামাতীরা যে ধারায় "রাজনীতি" করে, সেই "হাইটেক পলিটিক্স" করার সামর্থ্য (অর্থ বা চিন্তাধারা) আওয়ামী লীগ বা বিএনপি কারোরই নেই। জামাতীরা একটা নির্দিষ্ট মতাদর্শে চলে, ওই মতের জন্য তারা জীবনবাজি রেখে "রাজনীতি" করে। মূলধারার আর কোন রাজনৈতিক দলেরই কোন নির্দিষ্ট মতবাদ আন্দাজ করা যায়না। অর্থাৎ আসলে কী নিয়...