শঙ্কু বলে, সাধন জ্বলে
সাধক হাওয়ার মাতন জালে,
জাল ধোঁয়াশার শুকনাশালের ভষ্মখড়ে,
হ্রস্বভাবের সূক্ষভ্রমে কূহকজ্বরে
আউলাশোকের ঝাপসারাতে পিনিক ঝরে;
ঝিলিক ঝিলিক মাইট্যা খোলে
টাকডুমাডুম বাদ্য জমে পাঙ্খাবোলে,
বোলের বাদ্যে
খোলের দিব্যচক্ষু রাতে
শুকনাঘোরের আজব ঘোলে-
ঘুলঘুলি পায় ঝাপসারাতে শালকাঠালের
একদুইতিন খেমটা তালে,
দুনিয়ার দ্বীন
দিনদয়ালের পেজগী চালে-
কড়ির ঝিলিক, আজবঘড়ি
চক্রধরের নিদানকালে।
মন্তব্য
জয় বাবা ভুলানাথ!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
দিলাম টান। আহা।
আবার লিখবো হয়তো কোন দিন
ওরে আমার গাঁজা রে!
---------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
এইবারের ছিলিমটায় হেভি ধক আসিলো
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
আহ্...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হিললললল বাবাআআআআআ
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
বুঝলাম সিদ্ধিতে সাধনা মেলে।
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
একটা মিকাশা বন্নের ঘুড়া এট্টা মিকাশা বন্নের ঘুড়া- এইডা এট্টা গান
গান না তো কী?
খোয়াব উড়ে
মিচকা ঘোড়ার কানপাখাতে
মাইট্যা খোলের
বুকের ভিতর শুকনা তাঁতে
ডিগবাজী খায়
খর-বিচালির আস্তাবলে
রাস্তা প্যাচায়
দমভরসার চিমনি জ্বলে
গড়ি দালানকোঠা ফেলে দিয়ে শ্মশাণে বৈঠকখানা
সে-ই কবে...
সে-ই কবে...
নতুন মন্তব্য করুন