গাঁজিতা ২২

সাধক শঙ্কু এর ছবি
লিখেছেন সাধক শঙ্কু (তারিখ: সোম, ০৭/০৭/২০০৮ - ২:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শঙ্কু বলে, সাধন জ্বলে
সাধক হাওয়ার মাতন জালে,
জাল ধোঁয়াশার শুকনাশালের ভষ্মখড়ে,
হ্রস্বভাবের সূক্ষভ্রমে কূহকজ্বরে
আউলাশোকের ঝাপসারাতে পিনিক ঝরে;

ঝিলিক ঝিলিক মাইট্যা খোলে
টাকডুমাডুম বাদ্য জমে পাঙ্খাবোলে,
বোলের বাদ্যে
খোলের দিব্যচক্ষু রাতে
শুকনাঘোরের আজব ঘোলে-
ঘুলঘুলি পায় ঝাপসারাতে শালকাঠালের
একদুইতিন খেমটা তালে,
দুনিয়ার দ্বীন
দিনদয়ালের পেজগী চালে-
কড়ির ঝিলিক, আজবঘড়ি
চক্রধরের নিদানকালে।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

জয় বাবা ভুলানাথ!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সৌরভ এর ছবি

দিলাম টান। আহা।


আবার লিখবো হয়তো কোন দিন

কীর্তিনাশা এর ছবি

ওরে আমার গাঁজা রে!
---------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

শেখ জলিল এর ছবি

সাধন জ্বলে
সাধক হাওয়ার মাতন জালে,
....হুম। সাধন ছাড়া হয় না শোধন!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

খেকশিয়াল এর ছবি

এইবারের ছিলিমটায় হেভি ধক আসিলো দেঁতো হাসি

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আহ্...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নজমুল আলবাব এর ছবি
ফারুক ওয়াসিফ এর ছবি

বুঝলাম সিদ্ধিতে সাধনা মেলে।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

সবুজ বাঘ এর ছবি

একটা মিকাশা বন্নের ঘুড়া এট্টা মিকাশা বন্নের ঘুড়া- এইডা এট্টা গান

সাধক শঙ্কু এর ছবি

গান না তো কী?


খোয়াব উড়ে
মিচকা ঘোড়ার কানপাখাতে
মাইট্যা খোলের
বুকের ভিতর শুকনা তাঁতে
ডিগবাজী খায়
খর-বিচালির আস্তাবলে
রাস্তা প্যাচায়
দমভরসার চিমনি জ্বলে


গড়ি দালানকোঠা ফেলে দিয়ে শ্মশাণে বৈঠকখানা

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সে-ই কবে...

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সে-ই কবে...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।