গাঁজিতা ২৩

সাধক শঙ্কু এর ছবি
লিখেছেন সাধক শঙ্কু (তারিখ: বিষ্যুদ, ০২/১০/২০০৮ - ১১:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শ্মশান পোঁড়ে হালকা আঁচে
নাঙ্গা হাওয়ায় হলকা বাঁচে

ফুচকি মারে মাইট্যা খোলে
পিনিক নাচে দুলকি বোলে

ঝাঝরা চোখে কেশের আড়ে
খোঁয়াব শুকায় পাহাড় বাড়ে

ঝাপসা সাধু হাবশী ধোঁয়ায়
দমভরসার রাত্রি পোহায়


মন্তব্য

মাহবুব লীলেন এর ছবি

কবিতা কিংবা ছড়া পড়া যদিও আমার শাস্ত্রে নিষেধ তাও পড়ে ফেললাম...

তীরন্দাজ এর ছবি

এক দমেই পড়লাম।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নজমুল আলবাব এর ছবি

মামু, এইটা জমে নাই। তোমার হইছে কি বেটা?

ভুল সময়ের মর্মাহত বাউল

রণদীপম বসু এর ছবি

গাঁজিতা মানে কী ? সে রকমই তো মনে হচ্ছে !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সবজান্তা এর ছবি

ভালোই হইছে, তয় মাঝে মইধ্যে দুই-চাইরটা বিচি আছিলো, তাই পটাশ পটাশ ফুটছে।


অলমিতি বিস্তারেণ

টিকটিকির ল্যাজ এর ছবি

কঠিন জিনিষ! দেঁতো হাসি

শেখ জলিল(লগ অফ) এর ছবি

জোস্!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সাধু, সাধু...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।