শান্তিচুক্তির নেপথ্যে
খেলা শুরু হয়ে গ্যাছে আগেই,
হুইশেল বেজে গ্যাছে আরও অনেকক্ষণ -
নিয়মকানুন সব সড়গড় করে
ঝাঁপিয়ে পড়বো বলে যেই না ছিলা টানটান ...
কোত্থেকে এক হাড়-হাভাতে মিনসে চিক্কন গলায়
গান ধরে, "আমার বেলা যে যায়..."
চকিতে উদ্ধত ফণা গুটিয়ে নিয়ে
মুখে এঁটে নিই প্রেম-প্রেম মুখোশ
জামার আস্তিনে ঠোঁটের রক্ত
মুছে, হাতের নখর লুকিয়ে ফেলি
চতুর ম্যাজিসিয়ানের মতো।
তারপর প্রেম টলমল চোখে মুখোমুখি হই -
" তোমার সুরে সুরে সুর মেলাতে..."
মন্তব্য
শাফায়েত ভাই, স্বাগতম আমাদের সচল ভুবনে। একজন নিভৃত পাঠক নয়, এখন থেকে নিয়মিত লেখা প্রত্যাশা করছি।
লেখা চলুক আরো।
এক্কেবারে...দিয়েছে!
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
ঠিকাছে...
ঈশ্বরাসিদ্ধে:
অজ্ঞাতবাস
কবিতাই টেনে আনলো মন্তব্য করতে।
এরকম আরও কবিতা চাই।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
নতুন মন্তব্য করুন