"আমার বেলা যে যায় সাঁঝবেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে ..."
খেলা শুরু হয়ে গ্যাছে আগেই
হুইশেল বেজে গ্যাছে আরও অনেক্ষণ
নিয়মকানুন সব সড়গড় করে
ঝাঁপিয়ে পড়বো বলে যেইনা ছিলা টানটান
কোত্থেকে এক হাড়-হাভাতে মিনসে চিক্কন গলায়
গান ধরে, "আমার বেলা যে যায় ..."
চকিতে উদ্ধত ফণা গুটিয়ে নিয়ে
মুখে এঁটে নিই প্রেম-প্রেম মুখোশ
ঠোঁটের রক্ত জামার আস্তিনে
মুছে হাতের নখর লুকিয়ে ফেলি
চতুর ম্যাজিশিয়ানের মতো।
প্রেমটলমল চোখে মুখোমুখি হই, "তোমার সুরে সুরে সুর মেলাতে ..."
মন্তব্য
আমি কোনো সাইন দিতে জানি না- এটাই সমস্যা। নইলে থাম্বস-আপ সাইনটা দিতাম এখানে।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
এখানে দেখুন।
হাঁটুপানির জলদস্যু
নিজের টেবিলে দেখানো এক্রোনিম ব্যবহার করে স্মাইলী ঢুকিয়ে দিন আপনার লেখায়।- এই কথাটাই তো বুঝতেছি না!
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
ওমশান্তি-আসসালাম !
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ভাই কিছু মনে করবেন না; এই লেখাটা আরেকবার সচলেই পড়েছিলাম।
এটা কি দ্বিতীয়বার পোস্টিং???
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
কোনোমতে টাই পরার সুযোগটা পেলেই ভদ্রলোক হয়ে উঠা যায়
কিন্তু মাঝে মাঝে যে টাই পরার সময়ও পাওয়া যায় না
এইটা তো মনে আগে একবার দিছিলা...
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
আপনেরে মানলাম আসেন করি আর লেখাতে তো (বিপ্লব)
-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!
দিতাম না।
কাইলকা ইফতারের ওয়াক্তে সবুজ বাঘ জাইত্যা ধইরা দেয়াইলো। হেয় আমারে বুঝাইলো আগের পোস্টটা হয় নাই ঠিকঠাক, আবার দেউন নাগবো।
বাঘের কথা ফেলান যায় না তাই...
shafayet
ঠিকাছে
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
ডাকোটা, ফাইনৈছে তো।
দারুণ লিখেছেন। ভালো লেগেছে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
নতুন মন্তব্য করুন