এইধার ওইধার দিয়া তারা চইলা যায়। হাইটা যায়, নাইচা যায়, গাড়িতে গাড়িতে ফাল দিয়া উইরা যায়। তারা খালি হাসে, চউখ নাচায়, তাগো শইলে শইলে খুশির ছলাতছলাত, মুখে বাকবাকুম। ওগোরে দেখন লাগে আড়েঠারে, সিধা তাকাইলে চোখ শাসানী দ্যায় বুইঝা না বুইঝাই। চউখে জ্বালা ধরে, টপটপায়া পানি আসে পোলাপানের হিসুর মতন।
একটা কালা চশমা থাকলে সব সিস্টেম হয়া যাইতো। আইশ্ মিটায়া ওগোর খুশি দেহন যাইতো, আমার চউখের পানিও ওরা দ্যাখতো না কেউ !
মন্তব্য
- হৈ মিয়া, কালা চশমায় চউখের পানি ঢাকোন যায় নাকি? চশমায় কি ওয়াইপার লাগানো থাকে গাড়ির লাহান?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আপনার লেখায় একটা হাসতে-খেলতে লেখার সহজ ভঙ্গি আছে।
আপনি কি অন্য কোথাও লিখেন?
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ভালৈছে
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
ধরা যাবেনা, ছোঁয়া যাবেনা, শুধু দেখা যাবে- তাও আড়ে আবডালে । কেনরে ভাই এত হা-পিত্যেশ কেন ? হয়ে যাননা কিছু সময়ের জন্য তারছেঁড়া বেহেড মাতাল !খলবল খলবল করতে থাকা হাসুনী বেগমদের দেখতে থাকেন আঁশ মিটিয়ে ।ভাবখানা এমন যেন দেখছেন না ।
আগামী
সৈরম হইছে।
হ, ভালৈছে...
নতুন মন্তব্য করুন