মানুষটা মুখ ভ্যাংচাইতাসে এদিক চায়া। কোতকোঁতায়া হাইসা উইঠা বদমাইশ পুলাপানের মতন চোক টিপি দ্যায় একটা। সামনে ঝুঁইকা ফিসফিসায়া কয়, " তর সব জানি, তুই ধরা "। অর কথাডি আমার কানের ছ্যাদার মইধ্যে দিয়া মোচরাইতে মোচরাইতে নাইমা গিয়া কইলজা ছুঁইয়া চইলা আসে তল প্যাডের কাছে। তল প্যাডে এ্যামন চিরিক লাগে মনে হয় সাত মাইসা পোয়াতির না বিয়াইত্যা পুলার জোড়া পায়ের লাত্থি। ছুইটা পলায়া যাইতে গিয়াও খাড়ায়া যাই, যাওনের কুনো জাগা নাই।
দরজায় কার য্যান অধৈর্য্য হাতের বাড়ি । একবার. দুইবার, তিনবার। পুরা ঘটনাডা ধইরা ফালাইতে সিকি সেকেন্ডও লাগে না আমার। নিজের বোকামীতে নিজেরই পেট ফাটায়া হাসি আসে, মনে হইতে থাকে আমি একটা আপাদমস্তক 'বোকাচো '। আর সামনের আয়নার মানুষটার লাইগা আমার কেমুন একটা মায়া বোধ হইতে থাকে ...
মন্তব্য
হা হা হা
"তল প্যাডে এ্যামন চিরিক লাগে মনে হয় সাত মাইসা পোয়াতির না বিয়াইত্যা পুলার জোড়া পায়ের লাত্থি।"
আপনে জানলেন ক্যামনে?
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
হেহেহে
শিমুলের প্রশ্নটা আমারও৷
--------------------------------------------------------------------- ----
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
আপনার লেখার স্টাইলটা বেশ মজা লাগে।
আপনার লেখার স্টাইল টা ভাল লাগে
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
- বস, সচলায়তনে কঠিন ভাষায় লেখার লোকের অভাব নাই। বাংলা অক্ষরে লেখলেও সেই লেখার বঙ্গানুবাদের দরকার হয়।
আপনে ঐ পথে যাইয়েন না গো বস।
ওপেন সোর্স আন্দোলনের লাহান, "সোজা ভাষায় লেখেন" আন্দোলন চালাইতেছে আমাদের দল। আপাততঃ এই দলে আমি একা থাকলেও অচিরেই আপনারে পাবো বইলা আশাবাদ ব্যক্ত করি।
আসেন ভাই, আপনেরাও দলে দলে যোগদান করেন এই দলে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সৈর হইতেছে।
সমবয়সী কেউ আত্নজীবনী ল্যাখা শুরু করসেন দেইখ্যা ভয় লাগে- আমগো কি তাইলে সুমায় শ্যাষ হয়া আসলু!
ল্যাখা বেশ হৈতাছে। তয়,
একটা কথার জবাব দিবেন ভাইজান? কথাডা ঐলো-
আপ্নে কমেন্টের্জবাব্দ্যান্নাক্যান্ভাই?
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
সাইফুল ভাইয়ের প্রশ্নটা আমারো।
অবশ্য এই কথা আলাদা যে আমিও আগে জানতাম না যে কমেন্টের জবাব দিতে হয়। এমনকি নিজের পুরানা লেখাগুলান কিভাবে খুঁজে পেতে হয়, সেইটাও না।
তবে আমার মতো কম্পুকানা নিশ্চয়ই ঘরে ঘরে জন্মায় না।
ভাবছি, যেগুলার জবাব আদ্যিকালে দেওয়া হয়নাই, এখন দিয়ে দেবো।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
দিয়া দ্যান, তাত্তাড়ি।
আর, আমার সাথে জনদাবিতে গলা মেলানোর জন্য অসংখ্য ধন্যবাদ। নিয়া ন্যান।
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
নতুন মন্তব্য করুন