আত্মজীবনী : ৫

শাফায়েত চৌধুরী এর ছবি
লিখেছেন শাফায়েত চৌধুরী [অতিথি] (তারিখ: মঙ্গল, ১৭/০৩/২০০৯ - ১২:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

শাদা পাতার দিকে তাকায়া মাথা খাউজাইলে আসলে কুনো লাভ নাই! তাতে খাউজানোর আরাম লাভ হয়, কামের কাম কিস্যুই হয় না। এরকম বেগতিক অবস্থা দেইখা শাদা পাতারা অখন বোর হয়। অগো জীবনে অরা এরকম দৃশ্য বহুত দ্যাখছে বইলা আইজকাল আর বিচলিত হয় না। কিছু অর্থহীন শব্দাবলী অগো শরীরে পরম মমতায় লেখা হইবো বইলা যখন অস্থিরতায় কাঁপতাছে অন্য একজন -- শাদা পাতারা হাই তুলে বিকট শব্দে। দৃশ্যের একই পুনরাবৃত্তিতে ক্লান্ত একটা পাতা হাওয়ার সাথে ফন্দি কইরা গড়াইয়া সইরা যায় নিরাপদ তফাতে।

ফলে, আরও একবার ভুল পাতায় লেখা হয়া যায় আরও কিছু শব্দাবলী।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।