আত্মজীবনী ৮

শাফায়েত চৌধুরী এর ছবি
লিখেছেন শাফায়েত চৌধুরী [অতিথি] (তারিখ: বুধ, ০১/০৪/২০০৯ - ৫:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

মিছামিছি অপেক্ষায় থাইকা কুনো লাভ হয় না এইখানে! সবকিছু এইরকমভাবেই যাইবো। অবশ্য এইরকম না হয়া কীরকম হইলে লাভ হইতো তার ধারণা নাই। সুতরাং, আজাইরা আশায় না থাইকা মাইনা যাওয়া ভালো যে সবকিছু এইরকম যাইবো বইলা ঠিক হয়া গ্যাছে আগেই। প্রত্যেক ঘটনারই নিজস্ব চক্র থাকে : এই দশা থেইকা পরবর্তী দশা, অতঃপর তার পরবর্তী...। ফলে, চক্র পুরা হওয়ার আগে ঘটনার মোড় ঘুরানোর চেষ্টা না করাই ভালো বইলা মনে হয়। তাতে ফলাফলের অনিবার্যতার কুনো বিচ্যুতি তো ঘটানো যায়ই না বরং মাঝখান থেইকা ফালতু ফাপড়ে পইরা যাইতে হইতে পারে। তবে এইকথাও ফালায়া দেয়া যায় না যে চেষ্টায় কী না হয়! তবে তার জন্য যে দাম চুকাইতে হইতে পারে তা ফলাফলের থেইকা অধিক দামী, অধিক আকাঙ্খিত কি?

এই মীমাংসায় না আসা পর্যন্ত হাত গুটায়া বইসা থাকাকেই অধিক আকাঙ্খিত বইলা মনে হয়।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।