১ | লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: সোম, ০৬/০৪/২০০৯ - ৬:৫০অপরাহ্ন)
সারছে! কিন্তু বল নাই তো হাডুডু খেললেই হয়!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
মন্তব্য
সারছে! কিন্তু বল নাই তো হাডুডু খেললেই হয়!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
বল খ্যালতে একটা "বল" লাগে, হা...ডুডু খ্যালতে দুইটা। খ্যালা বাদ।
পুরুষ মানুষ, "বল" নাই! ক্যাম্নে কী!
অস্থানে মশকরা করার জন্য দুঃখিত
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আম্নে কি দাদা সালসা খাওয়ার পরামর্শ দিলেন?
----------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
না রে, ভাই। আমি আসলে বল মানে ball (খেলার বল অর্থে নয়) বোঝাতে চেয়েছি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
হায় হায়!
কিন্তু কবিতা উপাদেয় হয়েছে।
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
হা হা হা।
বল না থাকলে আর কী করা, লুডু খেলেন
দূর্দান্ত হইছে...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
যাক, খেলতে চাইছে। শুধু ভিজতে চায় নাই।
অন্য কিছু একটা খেলেন
___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ
বল নাই তো কি হইছে ? ব্যাট নিয়াই শ্যাডো প্র্যাকটিস করেন...
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
আপ্নে কবিতা পড়েন "বল দাও মোরে বল দাও.."
কবিতা চাল্লু!!
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
কিউট
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
একটু তর্জমা করেন না আমার মত মাথামোটাগো লাইগা। ক্রীড়া সংস্কৃতে কি বুঝায় তা জানি, তার উপর ওয়ার্ড প্লে করলেন?
হারালেন কোথায়?
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
নতুন মন্তব্য করুন