সময় গেলে সাধন হবে না

শাফায়েত চৌধুরী এর ছবি
লিখেছেন শাফায়েত চৌধুরী [অতিথি] (তারিখ: রবি, ১১/০৪/২০১০ - ১০:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বয়সের দোষে
বাঘে আর মোষে
খেলে জলকেলি
ছলাৎছল

শরীর আগুনে
পোড়ে দুইজনে
শিরায় শিরায়
রসের ঢল॥

দেখিয়া অবাক
তব্দা বেবাক
এও কী ঘটে
ঘোর কলিকালে

শরীর-সাধনে
মন বুঝে নেবে
বেহায়া বেলাজ
শরীর লেনদেনে॥

বাঘে কী মোষে
জানে সব লোকে
কীই বা মেলে
দিন অবশেষে

চামড়ায় ঢিল
পড়ে গেলে প'রে
দরজায় খিল
জীবনের তরে॥


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ভাল্লাগলো।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

নাশতারান এর ছবি

প্রথম দু' প্যারায় "ককখগ ককখগ" ক্রমে অন্ত্যমিল ছিলো। ওটুকু ভালো লাগলো।

এরপর থেকে ছন্দপতন হলো। এক এক প্যারার অন্ত্যমিল এক এক ক্রমের।
এই অংশটুকু পড়ে আরাম পেলাম না।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

ধুসর গোধূলি এর ছবি
অতিথি লেখক এর ছবি

দেখিয়া অবাক
তব্দা বেবাক
এও কী ঘটে
ঘোর কলিকালে

সাধু চলতির মিশ্রণ আজ-কাল আর গ্রহণযোগ্য নয়। এও কী ঘটে না হয়ে সম্ভবত হবে 'এও কি ঘটে"...
এ ছাড়া ভাল হয়েছে। ধন্যবাদ

শেখ জলিল এর ছবি

চামড়ায় ঢিল
পড়ে গেলে প'রে
দরজায় খিল
জীবনের তরে॥.....তুখোড়।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।