যোগজীবন

শাফায়েত চৌধুরী এর ছবি
লিখেছেন শাফায়েত চৌধুরী [অতিথি] (তারিখ: সোম, ২৬/০৭/২০১০ - ৫:৩২অপরাহ্ন)
ক্যাটেগরি:

নির্দিষ্ট দূরত্বে অবস্থিত বিন্দুদ্বয়ের
সংযোগ রেখা দ্বারা যুক্ত হওয়া
মানেই এই নয় -
সংযোগ সম্পন্ন ।

কারণ, পরিশেষে
সকল যোগফলই
মূলত: ঋণাত্মক।


মন্তব্য

এনায়েৎ ইউ এস ইসলাম এর ছবি

আমরাতো কেবল রেখাংশ নিয়েই কাজ করি। কারন রেখার কোন দৈর্ঘ নেই। তার সীমা অসীম ...

অনিন্দ্য রহমান এর ছবি

অনেকদিন পর শাফায়েৎ ভাই। লজিকের বাইরে চইলা গেলেন নাকি ... যাওয়া ভালো, আসাও।
__________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

শাফায়েত চৌধুরী এর ছবি

লজিক নিয়ে লেজেগোবরে অবস্থা..

shafayet

সবুজ বাঘ এর ছবি

নেজে গোবর ভরছে, কাইট্যা হালাছ না ক্যা?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।