গামীতা

শাফায়েত চৌধুরী এর ছবি
লিখেছেন শাফায়েত চৌধুরী [অতিথি] (তারিখ: রবি, ১০/১০/২০১০ - ৫:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

সকল স্বপ্নদোষই যৌনঅভিজ্ঞতামূলক
সুতরাং সকল যৌনঅভিজ্ঞতাই স্বপ্নদুষ্ট
য়ে স্বপ্নে হানা দেয় শানদার খান সাহেবেরা
যে স্বপ্নে অবারিত দ্বার বসুবাড়ির ঝিয়েদের মায়েদের
তথাপি আমার চু্ক্তিবন্দি অংশীদার
নিয়ত সন্দেহে জ্বালা ধরায় প্রস্রাবে
প্রস্টেট নিঃসরণেও যার নিদান হয় না আর।


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

ইতিমধ্যেই কেউ এটাকে আপত্তিকর অভিযুক্ত করেছেন।

আমার কাছে কবিতাটা ভালো লাগে নি। মূল সুরটা ঠিক ধরতে পারি নি। এটা মনে করি যে, কবি একটি নির্দিষ্ট সময়ের অনুভূতির কথাই কবিতার মাঝে তুলে ধরেন। কিন্তু এখানে বক্তব্যটা যেমন ধরতে পারি নি, তেমনি উপস্থাপনও ভালো লাগে নি।

এর পরের লেখাটা অনেক ভালো হবে, এমনটা আশা করি। ভালো থাকবেন।

শাফায়েত চৌধুরী এর ছবি

'আপত্তিকর' শব্দটি এবং তার অন্তর্গত ধারণাটি আপত্তিকর।
চিৎকার করে প্রতিবাদ জানাচ্ছি।

লেখা ভালো লাগেনি কিংবা তার উপস্থাপনা এটা নিয়ে কোনো
বক্তব্য নাই। তবে এর পরের লেখাটি ‌অনেক 'ভালো' (অনাপত্তিকর?)
হবে কী না এই প্রতিশ্রুতি দিতে বা নিতে 'আপত্তি' আছে আমার।

shafayet

অতন্দ্র প্রহরী এর ছবি

আসলে বোঝাতে ভুল করেছি। ভালো "হবে" বলাটা একদম উচিত হয় নি, "লাগবে" বলা উচিত ছিল। তেমনটাই ভেবেছিলাম মন্তব্য লিখতে শুরু করার আগে। যাই হোক, ভুল বুঝবেন না, কিছু মনেও করবেন না। আপনি আপনার মতো করে লিখতে থাকুন। ভালো থাকবেন।

শাফায়েত চৌধুরী এর ছবি

'আপত্তিকর' শব্দটি এবং তার অন্তর্গত ধারণাটি আপত্তিকর।
চিৎকার করে প্রতিবাদ জানাচ্ছি।

লেখা ভালো লাগেনি কিংবা তার উপস্থাপনা এটা নিয়ে কোনো
বক্তব্য নাই। তবে এর পরের লেখাটি ‌অনেক 'ভালো' (অনাপত্তিকর?)
হবে কী না এই প্রতিশ্রুতি দিতে বা নিতে 'আপত্তি' আছে আমার।

shafayet

অনিন্দ্য রহমান এর ছবি

কবিতা তেমন উৎকৃষ্ট লাগে নাই। আবার আপত্তিকর কিছুও লাগে নাই। একটু প্যারানইক লাগসে। প্যারানয়া কবিতার বিষয় হইতেই পারে। কবিতার ইমেজ ফ্লোটা এমন - ফিসিকাল > মেন্টাল > ফিসিকাল। আমাদের সমস্যাগুলাও এইভাবে বৃত্তাকার ফ্লোতে ঘুরতে থাকে। সুতরাং এইখানে ব্যাপক সত্য আছে। কিন্তু যা সত্য তাই কি কবিতা?

ট্যাগিংয়ে সববয়সীটা ফালায়া দেয়া যায়। কমবয়সীরা এমনিতেই সব পড়ে।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

শাফায়েত চৌধুরী এর ছবি

ভালো লাগলো। অনুভুতিটা স্পষ্ট বোঝা গেলো।

তবে একটা কথা। আমি মতামত প্রত্যাশী নই, তাই সহমত কিংবা দ্বিমতের প্রশ্নই বাতুলতা।
কবিতা দৃশ্যমান-ঘটমান 'সত্যের' কাস্টোডিয়ান হবে কিংবা 'সত্যবাচন-ভাষণ'-ই কবিতা
এই বিষয়ে আমি দ্বিমত জানাই। কবিতার এরকম কোনো দায় নেই বলে আমি মনে করি।

shafayet

অনিন্দ্য রহমান এর ছবি

হ ... সত্য কিরিঞ্চিময়


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।