অস্ত-গামীসূর্য আর বলল একটু বসবে?
উঁচু ডাল থেকে
সন্ন্যাসীকে দেখে
কাকটি ডাকলো
খাঁ-আআআআ!
চোখের ছায়া আর সূর্যের অশ্রুতে
ঢাকা পড়েযায় তার জিজ্ঞাসুদৃষ্টি ;
একটু বসবে?
সবুজ মাঠটা আর বলল
কোথায় যাবে?
নিরিবিলি পথ বেয়ে
আদিগন্ত- সবুজ মাঠটাকে
দ্বিখণ্ডিত করে
নির্জনতাকে ভেদ করে
তবু হেটে যাচ্ছে দুটো পা ...
সমুদ্রগামী জাহাজ
অযথাই চায় যেমন
বিশাল জলরাশিকে বিভক্ত করতে।
কাকে বলে, জীবন গোছানো?
অস্ত-গামীসূর্য আর বলল
একটু বসবে?
২৮.০৮.০০৫
মন্তব্য
ভালো লাগলো ।
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
অসাধারণ গুরু, ছিলেন কেমন?
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
"কাকে বলে, জীবন গোছানো?'
জানিনা ? তবে জীবন গোছানো হবার পরপরই সৃষ্টির মরন হয়, একথাটি হলপ করেই বলবো।
খুব সুন্দর লেখা শাহীন। ধন্যবাদ!
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
....................................
বনের বেঞ্চিতে ওম শান্তি!
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
নতুন মন্তব্য করুন