ছায়ার পাখি

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: সোম, ১৭/১২/২০০৭ - ৬:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ছায়ার পাখি

ছায়ার পাখিটা শিস্‌ দেয় :
ঝিলমিল করে দুলেউঠে বৃক্ষের ছায়া,
তুমি ছায়া হয়ে তাকিয়ে আছো
মাটির শরীরে রোদের উপর দুলছো,
জীবন কোথাও এমন শিস্‌ দিয়ে
আনন্দে বসে দোল খায়, দেখেছো?

মানুষের অন্তরগত জীবন, কী দেখা যায়, পাখি?

মাঠে রোদ শুকিয়ে গেছে
কতগুলো মানুষের ক্ষুধার্ত ছায়ার মতো
ফাঁকা মাঠ থেকে দিগন্তে-
দৌড়ে ফিরে গেছে দিন ;
এক মহাগিট্‌ঠুজীবন :
বনের কোথাও সর্পের মতো মাথা উঁচু করে
তাতিয়ে আছে তার কালফনা
আমাদের দিকে?
এরকম ভয়ানক করে ভাববার কী আছে?
সবইতো নিষ্ফলফসল!
দিনের শেষে কুড়িয়ে নিয়ে যায় মরণ।


মন্তব্য

মাহবুব লীলেন এর ছবি

অত বিষণ্নতা কেন?
প্রেম করেন প্রেম করেন
কেটে যাবে

তীরন্দাজ এর ছবি

"এক মহাগিট্‌ঠুজীবন :
....

..
সবইতো নিষ্ফলফসল!
দিনের শেষে কুড়িয়ে নিয়ে যায় মরণ।"

অসাধারণ! ভালো থাকবেন শাহীন!

**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

শেখ জলিল এর ছবি

সবইতো নিষ্ফলফসল!
দিনের শেষে কুড়িয়ে নিয়ে যায় মরণ।...ভাল্লাগছে খুব।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নিঝুম এর ছবি

আপ্নার কবিতা পড়লেই কেন যে এতো মন খারাপ হয়!!!
---------------------------------------------------------
জায়গায় খাইয়া, জায়গায় ব্রেক...

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

অতিথি লেখক এর ছবি

ভাল হয়েছে। বিশেষ করে সমাপ্তিটা।

পুতুল এর ছবি

এ জীবনের সব লেনদেন একদিন তো ফুরোবেই।
তবুও এখনি তা ভাবলে কষ্ট পাই। বেঁচে থাকতে ইচ্ছে করে, হয়ত পারবনা বলেই। সুন্দর হয়েছে।

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

মৃন্ময় আহমেদ এর ছবি

আর নয় অকারণ দুঃখ দুঃখ খেলা
এবার হাসিমুখ নিশিদিন সারাবেলা

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

মৃন্ময় আহমেদ এর ছবি

আর নয় অকারণ দুঃখ দুঃখ খেলা
এবার হাসিমুখ নিশিদিন সারাবেলা

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

শাহীন হাসান এর ছবি

নিঝুম, দু:খ পাবেন না ...
দাঁড়াতে হয় সত্যের মুখোমুখি, হোক সে অন্ধকার, গাঢ়!
মৃন্ময়,
জীবন ছন্দবদ্ধ নয়, মাত্রায়, অক্ষরবৃত্তে কোনো ভাবেই নয়,
বুনোঝড়ের ঝাপটা জীবন! ... সে বাঁধা থকেনা কারো গোয়ালে..।
পুতুল,
সব পাখি ঘরে ফেরে, বলেই তা সুন্দর ...
ভালো মন্তব্য করেছেন।
মাহবুব, আমাদের চুম্বন, হাজারটা সঙ্গম, তবু ব্যর্থ ! ভালো থাকবেন।
অতিথি লেখক, আমার শুভেচ্ছা গ্রহণ করুন
তীরন্দাজ,
মহাগিট্ঠু জীবন : এটুকুই মন্তব্যের জন্য যথেষ্ঠ.. ভালো থাকেবন।
....................................
বনের বেঞ্চিতে ওম শান্তি!

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

নিঝুম এর ছবি

ভয় লাগে...আমার ভয় লাগে...
---------------------------------------------------------
জায়গায় খাইয়া, জায়গায় ব্রেক...

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।