ধ্রুপদী আরোহণ
সাধারণত রাতের বেলায়ই দেখা যায়, একটু দেখা দিয়ে
আবার মিলিয়ে যায়,
এতোটা রূপসীসিঁড়ি আমি আর কখনো দেখিনি। ইদানীং
চোখের সমুখে দোল খায়, মনেহয় আমার অস্তিত্বটাও
সে টেরপায়,
আমারও মনেহয় আমিও ঠিক অপেক্ষায় আছি অই সিঁড়িটির। কোথাও কোনো শব্দ নেই অথচ দোলখায় আবার মিলিয়েযায়,
থেকে যায় আকাশে কিছু তার ছিটেফোঁটা রঙ;
রূপকথার মতো কোনো নারী, যার কেশগুছে ঝুলছে
অজস্র জোনাকি,
সে-ই নাকি শিখিয়ে দেবে, কবিকে একদিন ধ্রুপদী আরোহণ?
০৮.০৪.০০৫
মন্তব্য
ঠিক এই অনুভূতিটাকেই বোধহয় মুগ্ধতা বলে যেটা আমি অনুভব করছি এই মুহূর্তে... কৃতজ্ঞতা জানাই এই চমৎকার কবিতাপাঠের সুযোগ দেবার জন্য।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
এবার হোক তবে ধ্রুপদী আরোহণ...।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
আহ্...
সত্যি অসাধারণ...
মনে লেগে থাকবে...
______________________________________
পথই আমার পথের আড়াল
বরেষু তারেক
শেখ জলিল ও
নজরুল ইসলাম
আপনাদের অমূল্য অনুভূতির কাছে আমারও ঋণ রয়ে গেল
রয়ে গেল মুগ্ধতা .....
....................................
বনের বেঞ্চিতে ওম শান্তি!
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
- লেখার নিচে ওটা কি তারিখ?
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধূষর গোধূলি - - লেখার নিচে ওটা কি তারিখ?
কোথাও কোনো বিপত্তি ঘটেছে , জনাব?
শুদ্ধ করে নিতে কষ্ট হবে না কোনো ....
....................................
বনের বেঞ্চিতে ওম শান্তি!
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
ধ্রুপদী আরোহণ, কী সুন্দর উপমা! অদ্ভুত সুন্দর শাহীন।
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
তুখোড় লেখা। উপমাও মারকাটারী।
নারীর কেশ হোল সিঁড়ি? আধুনিক কালের "রাপানযেল"?
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
নতুন মন্তব্য করুন