আসন

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: রবি, ০৬/০৪/২০০৮ - ৭:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আসন

চিৎকার শোনা গেল আকাশে, নীল!
গেঁথে দাও, গেঁথে দাও-
নিসর্গে কলম গেঁথে দাও।
নরম মাটিতে গেঁথে দাও যদি লিখনি
জীবন লিখে দেবে বাদবাকি পংক্তি :
দু:খ-যন্ত্রণা পূজনীয় নয়
একাকিত্বও মানুষের নতুন কোনো
ব্যবসা নয়।

তখনও আমি ঘাসের উপর, ঠিক লম্বালম্বিভাবে
শুয়ে পড়তে পারিনি, আকাশ বলল :
দিয়ে দেবো প্রিয়নীলছাউনি।
এখন ঘাসের উপর শুয়েপড়াটাই ভালো
জল-হাওয়ায় বিলোল হওয়াটা ভালো ;
বাদবাকি পংক্তি সারাদিন লিখেযাবে
ঝকঝকে রোদ ...

গেয়ে শোনাবে সবুজপাতা অবিরাম ঝিরিঝিরি,
পেয়ে যাবে হাতে, যে বাঁশি বাতাস বাজায়
জীবনের সাথে।
নরম মাটিতে যেই আমি গেঁথে দিয়েছি লিখনি,
সে নারী, বলে উঠলো হঠাৎ :
এখনও যথেষ্ট নয়!

এ আসন বয়ে যায় বুদ্ধগয়ায় ....

০৫.০৫.০০৫


মন্তব্য

সুলতানা শিরীন সাজি এর ছবি

ভালো লাগলো।
"গেয়ে শোনাবে সবুজপাতা অবিরাম ঝিরিঝিরি,
পেয়ে যাবে হাতে, যে বাঁশি বাতাস বাজায়
জীবনের সাথে।"
সুন্দর প্রকাশ।
শুভেচ্ছা।

তীরন্দাজ এর ছবি

দু:খ-যন্ত্রণা পূজনিয় নয়
একাকীত্বও মানুষের নতুন কোনো
ব্যবসা নয়।

আহা! অসাধারণ!

**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

শাহীন হাসান এর ছবি

সুলতানা শিরীন সাজি লিখেছেন:
ভালো লাগলো।
"গেয়ে শোনাবে সবুজপাতা অবিরাম ঝিরিঝিরি,
পেয়ে যাবে হাতে, যে বাঁশি বাতাস বাজায়
জীবনের সাথে।"
সুন্দর প্রকাশ।
শুভেচ্ছা।

সুলতানা শিরীন সাজি :
সকালের মচ্মচে রুটি আর মাখন, গরমকফির সৌরভটুকু আপনার শুভেচ্ছার সাথে মিশিয়ে ফেলতে ভাল-লাগছে আমার ...।

শুভেচ্ছা আপনাকেও ...

তীরন্দাজ লিখেছেন:
দু:খ-যন্ত্রণা পূজনিয় নয়
একাকীত্বও মানুষের নতুন কোনো
ব্যবসা নয়।

আহা! অসাধারণ!

**********************************
যাহা বলিব সত্য বলিব


দু:খের দরজা বন্ধ হোক্ ...
এই গীত-বন্দনাই গেয়েছেন আপনি
ধন্যবাদ-- তীরন্দাজ।
....................................
বনের বেঞ্চিতে ওম শান্তি!

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

মুজিব মেহদী এর ছবি

'নরম মাটিতে যেই আমি গেঁথে দিয়েছি লিখনি,
সে নারী, বলে উঠলো হঠাৎ :
এখনও যথেষ্ঠ নয়!'

প্রকৃতি দেখছি খুবই কলমপ্রিয়!
মজা পেলাম কবিতাটায়।

পূজনিয়, একাকীত্বও, যথেষ্ঠ-- এই শব্দগুলো ঠিক বানানে লিখুন প্লিজ।

................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

শাহীন হাসান এর ছবি

মুজিব মেহদী লিখেছেন:
'নরম মাটিতে যেই আমি গেঁথে দিয়েছি লিখনি,
সে নারী, বলে উঠলো হঠাৎ :
এখনও যথেষ্ঠ নয়!'

প্রকৃতি দেখছি খুবই কলমপ্রিয়!
মজা পেলাম কবিতাটায়।

পূজনিয়, একাকীত্বও, যথেষ্ঠ-- এই শব্দগুলো ঠিক বানানে লিখুন প্লিজ।

................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

ধন্যবাদ।
ভুলক্রমে অমার্জিত ফাইল থেকে কবিতাটি পাঠিয়ে ছিলাম এজন্য
দু:খিত ।
আশাকরি ‌‌
(এ আসন বয়ে যায় বুদ্ধগয়ায়) কাব্যগ্রন্থটিতে
শব্দগুলো ঠিক বানানে পাবেন।
ভাল-লাগলো, আবারও ধন্যবাদ।
....................................
বনের বেঞ্চিতে ওম শান্তি!

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

অতিথি লেখক এর ছবি

একাকীত্বও মানুষের নতুন কোনো
ব্যবসা নয়।

ভালো লেগেছে......।।

কালবেলা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।