অসীমের প্রভাব অসহ্য
সহ্য করা যায় মহতের প্রভাব, অসীমের প্রভাব অসহ্য!
জঙ্গলে ঘুরতে ঘুরতে জংলা হয়ে গেছি, ওরা কেউ কেউ
আমাকে জানে, বনচারি। ওদেরও কাউকে আমি, গোপনে
ডাকি, প্রজাপতি। নীল-নাকফুল নেবে নাকি?
এই পারস্পরিক সম্পর্ক-সম্বোধন বহন করতে,
আমার কষ্ট হয় না কোনো। শুধু ঐ নির্জনতা :
খাঁ-খাঁ দুপুরের ঘন-নীলাকাশ,
গভীর গহন-বিজন-বন, বুনোগন্ধ ;
পূর্ণিমার পূর্ণ-উন্মাদচাঁদ,
নক্ষত্রমণ্ডিত রাত অথবা
ঝলমলে আগুনলাগা দিন ;
যখন খুব একাকী, আমাকে একাকার করে ফেলে,
তখন সহ্য হয় না প্রভাব- আসীমের প্রলয়ঙ্করি!
আর যেন পারছি না নিতে, ভেতরে বনের নির্জনতা!
তখনই অই প্রজাপতিগুলো, যারা আমার মাথায় এসে
বসতে চেয়েছিল ; ওরাই আমার বাড়িতে
আমাকে দেখতে এসে, কথাগুলো বলেছিল :
সহ্য করা যায় মহতের প্রভাব, অসীমের প্রভাব অসহ্য!
০৮.০৫.০০৫
মন্তব্য
নির্জনতার যন্ত্রণা! নির্জনতার নৈস্বর্গিক যন্ত্রণাও অসহ্য!
অসাধারণ কবিতা আপনার শাহীন।
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
কবিতা পাঠের তৃপ্তি পেলাম ।
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
...অথবা সময় ছিলো;আমারই অস্তিত্ব ছিলোনা
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
নির্জনতা কি সবসময়ই অসীম?
কবিতা বুঝি না। কয়েকবার পড়েও তাই পুরোটা বুঝতে পেরেছি বলে মনে হয় না, তবে শব্দচয়ন গতিময় ও আবেগী।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
একটা পর্যায়ে এমন মনেহতে পারে,
এটা অনুভূতির ভেতরে সত্য :
আর যেন পারছি না নিতে, ভেতরে বনের নির্জনতা!
শুভেচ্ছো ...।
....................................
বনের বেঞ্চিতে ওম শান্তি!
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
মনে হয়, আরেকটু ক্লিয়ার হলো।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
অসীমের চিন্তা (অনুভূতি) মাথা ঘুরানোর জন্য যথেষ্ট। নির্জনতাও অনেক সময় তেমন তীব্র অসহ্য অনুভূতি দিতে পারে। এরকম?
আপনাকেও অনেক শুভেচ্ছা।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
অসীমের প্রভাব অসহ্য!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
চমৎকার !
ক্যামেলিয়া আলম
আপনাদের সবাইকে
অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা
গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য।
....................................
বনের বেঞ্চিতে ওম শান্তি!
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
নতুন মন্তব্য করুন