বনভূমির পথ

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: সোম, ১৪/০৪/২০০৮ - ৬:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বনভূমির পথ

সুর ছিঁড়ে গেছে কোথাও।
দিগন্তে পদযুগল রেখেছে বিকেল।
স্বর-সুরহীন পথের বেহালা বাজাবে সন্ধ্যা।
পথে-পাতায় লেপ্টে যাবে অন্ধকার।
নীরবঝিঁঝিঁ, পাখিরা ডাকবে। কীটের আরতি হবে
চন্দ্রিমার সান্নিধ্য পেয়ে। তার-ছেঁড়া জীবনের
তানপুরা হাতে, হয়তো তুমিও বেরোবে পথে।
যে সুর ছিঁড়ে গেছে তাকে জোড়া দিতে।

তার আগে কিন্তু, জীবনটা জোড়া দিতে হবে?
সুরটা আসলে মায়া, বেহালাটাও সত্য নয় -
জীবনটা নিরেট : এইসব বলে বলে, গভীর বনভূমির
সরু-অন্ধকার পথটাই আমাকে বাড়ি পৌঁছে দিয়ে গেল ...

বিরহ-ভোলো!

২৪.০৭.০০৭


মন্তব্য

ফকির ইলিয়াস এর ছবি

ভুলা যায় না অনেক কিছুই !

শেখ জলিল এর ছবি

এইসব বলে বলে, গভীর বনভূমির
সরু-অন্ধকার পথটাই আমাকে বাড়ি পৌঁছে দিয়ে গেল ...

বিরহ-ভোলো!

...কথাগুলো প্রাণছোঁয়া। ভালো লাগলো কবিতাটি।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

তীরন্দাজ এর ছবি

শুভ নববর্ষ!

সুরটা আসলে মায়া, বেহালাটাও সত্য নয় -

তাই?

বরাবরের মতোই বিমোহিত!
**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নিঝুম এর ছবি

কবিতাটা খুব ভাল্লাগ্লো।বিশেষ করে শেষ দুটো লাইন।

--------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

শাহীন হাসান এর ছবি

সবাইকে নববর্ষের শুভেচ্ছা ...
মন্তব্যের জন্য ধন্যবাদ।
....................................
বনের বেঞ্চিতে ওম শান্তি!

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

পুতুল এর ছবি

শুভ নববর্ষ শুরু হল অসাধারণ একটা কবিতা দিয়ে। এ যাত্রা অব্যহত থাক।

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।