ভ্যাটিক্যানসিটি

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: রবি, ২০/০৪/২০০৮ - ৮:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ভ্যাটিক্যানসিটি

কালের সাক্ষী
তাজ মহলের অস্তিত্বেও লেগে আছে পাপ!
নিরপরাধ শিল্পীর নান্দনিক রক্ত।
নির্যাতনবিহীন নিচ্ছিদ্র-নির্মাণ কাজ
সম্ভবপর হয়েছে কোথাও কখনো?
কারা এই মনোরম প্রসাদের শ্রমিক ছিল
কত কয়েদির অশ্রু, যুদ্ধবন্দী, দ্রোহির আত্মাহুতি-
নির্মাণ করেছে এই ভ্যাটিক্যানসিটি?

যাজক ও শাসকশ্রেণীর দ্বন্দ্ব-সংঘাতের ঘোলাটে ইতিহাস
নির্মাণ করেছে : চারশো থেকে ষোলশো শতাব্দি ধরে
একশত নয় একর জমির উপর
পৃথিবীর সবচেয়ে ক্ষূদ্র এবং মনোরম
স্বাধীন সার্বোভৌম রাষ্ট্র,
এই ভ্যাটিক্যানসিটি :

আমরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছি
সুদীর্ঘসারি। ধীর পায়ে এগোচ্ছি, একের পর একজন।
পাথুরে সড়ক পার হতে দেখি, খুবমোটা-স্বাস্থ্যবান
পাষাণ-স্তম্ভগুলো, কালের সাক্ষীস্বরূপ দাঁড়িয়ে আছে।
আমরা প্রবেশ করছি খ্রিস্টীয় পিতার
প্রাসাদের প্রধান ফটকে :
গতকাল শান্তরি জন্য যেখানে পিতা প্রার্থনা
করে গেছেন, মানুষের জন্য ;
আমরা এসে দেখলাম স্বর্গীয়পারিজাতে বসে
সেই আলোচনাটাই করছে-
সাদা আনঞ্জেলীয় পায়রাগুলো!

অন্তত কিছুক্ষণের জন্য ভুলে যাই, এ সড়ক
আমাদের সালাম দেয়নি, বলেনি নমস্কার ...।
১৭.০৪.০০৫


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

সাহসী এবং বলিষ্ঠ উচ্চারণ।

"ক্লান্ত পথিক"


জিহবায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা
কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা।

শাহীন হাসান এর ছবি

মন্তব্যটিও সাহসী! ধন্যবাদ।
শুভেচ্ছা ...
....................................
বনের বেঞ্চিতে ওম শান্তি!

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।