হে ঘাস, হে বসন্ত
বেশ একটু গূঢ় ব্যাপার, লতার মতো পেঁচিয়ে সেদিন
একটা ফুলবতীবৃক্ষের কাণ্ড বেয়ে
সর্পের মতো উঠে যাচ্ছিল আমার মন :
তাকেই দেখছিলাম চুপচাপ চেয়ে।
তখন হাওয়ায় দুলে-দুলে বাগানের কচিঘাস
বসন্তের ফুল আর
সবুজপাতাগুলো মুখ নেড়ে নেড়ে-
কী যেন বলতে চেয়েছিল আমায়?
শুনতে চায়নি বললে, উড়ে যায় প্রজাপতি।
পাতার দোলনের সঙ্গে পাখিরাও সন্ধ্যায়
জুড়ে দেয় শিস্, ঘরে ফেরার নির্মম শিস্।
দোলনরত পাতাকে হাতের তালুতে নিয়ে
আঙুলের ছোঁয়ায় ছোঁয়ায় বললাম :
একদিন বৃক্ষের শাখায় নিভৃতে
ফুল হয়ে ফুটতে চেয়েছিলাম। আর ঐ যে আকাশ,
তাকে জ্ঞানত বলতে চেয়েছিলাম, নীল!
জরুরি ছিল যা, জীবনের জন্য।
কোনো একদিন আমিও আর আসবো না,
হে ঘাস, হে বসন্ত -
তখনো চিরসবুজ থেকো তোমারা ...
০৪.০৫.০০৬
মন্তব্য
আপনার কবিতার প্রকৃতিসংলগ্নতা আমাকে মুগ্ধ করে । প্রায় প্রতিটি কবিতাই পড়ি ।
অথচ প্রায় সময়ই মন্তব্য করা হয়না । মুগ্ধতার অনুবাদে আমি ঠিক ততোটা চৌকস হতে পারিনি এখনো ।
----x----
...অথবা সময় ছিলো;আমারই অস্তিত্ব ছিলোনা
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
মুগ্ধতার অনুবাদে আমি ঠিক ততোটা চৌকস হতে পারিনি এখনো ।
প্রিয় হাসান মোরশেদ,
আপনার মন্ত্যের ভতরে মুগ্ধতা আছে। অনুবাদ আর কী খুব প্রয়োজন? জানেনই-তো অনুবাদ মূল নয়!
অনেক ভাল-থাকবেন।
শুভেচ্ছা ও ধন্যবাদ!
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
শান্তি শান্তি অনুভবের কবিতা। ভালো লাগলো।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
আবারও আরেকটি অসাধারণ কবিতা উপহার দিলেন শাহীন।
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
মন্তব্যের জন্য ধন্যবাদ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
নতুন মন্তব্য করুন