সমর্পণ শিখিনি
সমর্পণ শিখিনি,
যামিনী যেভাবে সমর্পিত ঊষার ক্রোড়ে
ঊষা যেভাবে রাত্রির অন্তরে
সমর্পণ শিখিনি।
সময়ের মাটি খুঁড়ে বেছে বেছে
যা কিছু বুক পকেটে রেখেছিলাম
তা এখন এক বিশাল সরিষা ক্ষেতের সমান
আত্মার ভেতরে ফুটে আছে
অইসব নীল-নাকফুল।
ওখান থেকে ছিঁড়ে
আমি একটা একটা করে তোমাকে পরিয়ে দিচ্ছি
আর তুমি খুলে ফেলছো
আবার পরিয়ে দিচ্ছি
তুমি আবার খুলে ফেলছো
এভাবে অনন্তবার
আমি তোমাতেই সমর্পিত হতে চাচ্ছি, আর ঝরে-পড়ছি
রৌদ্রোজ্জ্বল দিনের শেষে।
অথচ তোমার এটাই নাসিকা একটাই নাসারন্ধ্র
এটাই ব্রহ্মছিদ্র
আমার এটাই ফুল একটাই হৃদয়
অনন্তবার বলছি, ... নেবে?
৩০.০৪.২০০৫
মন্তব্য
ভালো লেগেছে.....
সৈয়দ আখতারুজ্জামান
বেশ লাগল কবিতাটা.........
আমরা কেউই শিখিনি সমর্পণ! সে সারল্য আছে কি আমাদের মাঝে?
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
অনেক অনেক ধন্যবাদ ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
ধন্যবাদ তীরন্দাজ .....।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
ধন্যবাদ ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
- প্রেমের কবিতা!
কাজে লাগবে কোনো একদিন।
কবিকে ধন্যবাদ।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নতুন মন্তব্য করুন