সম্পাদক

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: বিষ্যুদ, ২৯/০৫/২০০৮ - ৫:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

সম্পাদক

অভাব কবিতা লিখছে।
ঘরে পেঁয়াজ নেই, হাত কাঁপছে ...
ছাইদানিতে অমৃত পুড়ছে, ধুঁয়ার কুণ্ডলী উড়িয়ে ...
অভাবের পকেট কেটে জীবনকে ছড়িয়ে ছিটিয়ে
অফিস নিয়ে বসেছে সম্পাদক :

মাথাগুঁজে প্রুফ দেখছে, যাকে পুরোপুরি বলে,
জ্যোতির-ক্ষয়! ঘুষ-দুর্নীতি, রাজনীতি ঘষছে,
মানুষ করছে, নিজস্ব এই মহাভারত! নিজের লেখাকে
সম্পূর্ণ অমানুষ করে। অকাল-অধ্যক্ষের পুরুগ্লাসটা ঝুলে যাবে,
শিঘ্রই? আর বলে লাভ হয়নি, কলজেটা পুড়ে যাবে।
বানানে-বুননে, শৈলীতে-সৌন্দর্যে, যতদ্দুর সম্ভব পত্রিকাটা
নির্ভুল! ঝকঝকে আর তরতাজা হতে হবে। এগুলোই
আসল কথা, আর সব অচলমুদ্রা।

কিন্তু যে সামাজিক মানুষটা হাত-পাতছে,
বিজ্ঞাপনের জন্য অজায়গায়-অদুয়ারে দাঁড়িয়ে থাকছে,
অভাবে যার মাথাটা নত হয়ে আসে, পালিয়ে বেড়ায় ;
বিদ্যুত্ বিল বাকি পড়ে, টেলিফোন কাটা যায় ; কারও কাছে
সহজে বলতে চায় না, যতক্ষণ অভাবটা সর্বগ্রাসী-না হয়!
তার কথা কানেও করে না লোকটা। যে অসুস্থ্য মানুষটা তাকে
রেঁধে খাওয়ায়, খেতে পরতে দেয়, ভালোবাসে ;
তার দিকেও তাকাবার সময় নেই সম্পাদকের।
কবিকেও শোষণ করে এই ভদ্রলোক!

কতবার বলেছি- এটা তোমার কাজ নয়, ছেড়ে দাও-
অমানুষ, অপ-বুদ্ধিজীবীদের হাতে? ঘরসংসারের কথাটা
এবার একটু ভাবো, এভাবে চলবে না বেশীদিন ; ক্ষুধায় গা-কাঁপলে,
প্রাচীন প্রবচনের ন্যায় শয্যা থেকে সুন্দরীও পালাবে। আর
এ কথাটাও তাকে বোঝাবে কে? ফ্রীজটা একবার খুলে দেখ,
অপচয়!- কীরকম সাদা কফিনের মতন তুষারের হুহু-শূন্যতা
ছুঁড়ে দেয় অহরহ- আমাদের জীবনের দিকে।

অভাব কবিতা লিখছে ...
ঘরে পেঁয়াজ নেই, ক্ষুধার গা কাঁপছে ...
অথচ ক্ষমাহীন সম্পাদক!

জীবনও ক্ষমাহীন-
একথাটা তাকে বোঝাবে, কেউ আছে?


মন্তব্য

ফকির ইলিয়াস এর ছবি

আমার পাঁজরও ,আমার কবিতার
প্রুফ দেখতে ভুল করে প্রতিদিন,
আমি কিন্তু তাকে ক্ষমা করে দিয়ে
নির্জনে দাঁড়িয়ে আবারো হেসে উঠি !

তীরন্দাজ এর ছবি

প্রাচীন প্রবচনের ন্যায় শয্যা থেকে সুন্দরীও পালাবে। আর
এ কথাটাও তাকে বোঝাবে কে? ফ্রীজটা একবার খুলে দেখ,
অপচয়!- কীরকম সাদা কফিনের মতন তুষারের হুহু-শূন্যতা
ছুঁড়ে দেয় অহরহ- আমাদের জীবনের দিকে।

আমরা আমাদের জীবনের এই শুন্যতাগুলো টের পেলেও অম্লান বদনে ভীড় ঠেলে এগিয়ে যাই জড় জীবনের দিকে!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

আমি জানি সেই দিন
আমি চিনি সেই আগুন ঝরা সময়ের ঘ্রাণ
আমি বুঝি তোমার এই শব্দমালা কবি
কিভাবে মর্ত্যের বুক চিড়ে মাখা তোলে
আর বেড়ে হয় বোধের মহীরুহ

মুজিব মেহদী এর ছবি

অভাব কবিতা লিখছে ...
ঘরে পেঁয়াজ নেই, ক্ষুধার গা কাঁপছে ...

অভাব কবিতা লেখা শুরু করে ধুন্ধুমার, পরে ছেড়ে দিতেও বাধ্য হয় হুট করে, বেশিদিন চালাতে পারে না। কাজেই আমরাই আসুন ক্ষমাহীন সম্পাদককে বোঝাই যে, জীবনও ক্ষমাহীন

................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

পুতুল এর ছবি

জীবনের জয়গানে সম্পাদকের দায়ীত্ব কৈ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

শাহীন হাসান এর ছবি

মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।