৩.
পররাষ্ট্রনীতির গাড়ি
নিশান উড়িয়ে কালোগাড়ি যায় ...
হিংস্র কালোকাক শকূনেরা
পর্দা থেকে কোনো কায়দায়
আমাদের চোখ-মুখ খাম্চে দেয় ;
বিশেষ বিমান ছিনতাই- ভয় হয়!
পররাষ্ট্রনীতির যায়
সাঁই সাঁই ...
আরও দেখায় পৃথিবীর পর্দায়
সবাই চলেছে শ্মশান ঘাটে
শেয়াল কুকুরের ডাক ডেকে :
যুদ্ধের প্রস্তুতি, স্তুতি গাইতে গাইতে ...
আমাদের গুরুত্বপূর্ণ গাড়ির চালক
স্বয়ং যুদ্ধবাজ!
ভয় হয়!
কালোগাড়ি যায়
সাঁই সাঁই ...
১৬.১০.২০০২
৪.
পররাষ্ট্রনীতি
''আমরা সভ্যপৃথিবী-
সভ্যপৃথিবীর মানুষ ... ''
বাক্যটি,
আপাতত গুরুতর পররাষ্ট্রনীতি। যেন বা
মানুষের দুটো মুখ, দুটো মাথা
দুই সাংস্কৃতিক। যেন বা
দুটো পৃথিবী
দুই সাভ্যতিক?
একটা ইসলামিক দুনিয়া
অপরটি খৃষ্টীয় জগত। অর্থাত্
সভ্যপৃথিবী আর অসভ্যপৃথিবী?
সভ্যপৃথিবীর মানুষ গণতান্ত্রিক আর পুলিশ।
অসভ্যপৃথিবীর মানুষ অগণতান্ত্রিক আর স্বেচ্ছাচারী এবং
সন্ত্রাসী! অতএব অসভ্যপৃথিবীতে
অবাধে গণতন্ত্রায়নের সুমহান
দায়িত্ব সভ্যপৃথিবীর?
কেউ কেউ বিপরীত কথায় বলছেন :
এ নীতি সাংস্কৃতিক ব্যবচ্ছেদ আর
সন্ত্রাসবাদাদের জন্মদাতাপিতাই
হতে পারে? শান্তি নয়।
পররাষ্ট্রনীতিটি :
বাতিল হওয়া জরুরী বলে
ধ্বনিত হচ্ছে শান্তির মিছিলে ...
আমি সেখানে, তাদের সঙ্গেই দাঁড়িয়েছি।
২৭.০২.২০০৩
মন্তব্য
মুগ্ধ!!!
অনেক অনেক শুভেচ্ছা।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
তবে, একাধিক কবিতার শিরোনাম এক হয়ে যাওয়ায় একটু খটকা লাগে। পাঠকের সুবিধার্থে ১/২/৩ এভাবে করে দিতে পারেন।
ধন্যবাদ।
আপনার পরামর্শ যুক্তিসঙ্গত মনে হয়েছে, ধন্যবাদ।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
আপনাকেও ধন্যবাদ।
ভাল-থাকবেন, শিমুল।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
"পররাষ্ট্রনীতিটি :
বাতিল হওয়া জরুরী "
বাতিল হোক
**********************
কাঁশ বনের বাঘ
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
বাতিল করতে হবে আমাদের ...?
ধন্যবাদ, পুতুল।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
খুব ভালো হয়েছে।
ইদানীংকার কবিতা গুলো যেনো আগের কবিতার সাথে মেলে না। অবশ্য কবি অলোয়েজ ভার্সেটাইল। এইটাই নীতি এবং তা-ই হওয়া উচিত্। তবে আমি আপনার বিষাদ গ্রস্থ কবিতা খুব মিস করি।
কবিতা ভালো লাগ্লো।
---------------------------------------------------------
পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে। আমার বিশ্রী লাগে যে, আমি কিছুই জানিনা...
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
ফিরবো আবার ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
সাবাস!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
নতুন মন্তব্য করুন