অমীমাংসিত পাথরের কাজ
বলতে যেয়েও বলোনি
অপেক্ষায় আছি
একদিন সময় আসবে
নিজ থেকেই বলবে তখন
ভারী ভারী পাথরগুলো জড়ো করে
আসলে করো কী তুমি?
মীমাংসিত নয় কোনো কিছু
তুমিও তা জানো
কেন অনর্থক জীবন গোছাতে বলো?
এই পাথরভাঙা শ্রমিকের কাজ
কাজে আসবে না কোনো
অমীমাংসিত থেকে যাবে সব।
যেন বা অর্ধেক আকৃতিশ্বর-কাজ?
হাসপাতাল থেকে সরিয়ে নিয়ে গেলে
সাদা কাফনে ঢাকা লাশ
পড়ে থাকে লেখা এক :
জীবন একটা ছোট্ট ইতিহাস।-
অমীমাংসিত পাথরের কাজ।
মন্তব্য
কম লিখছেন... অভিযোগ সহ রেটিং দিলাম...
ভালো লেগেছে...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আপাতত অভিযোগ মন্দ নয়। ভাল থাকবেন, ধন্যবাদ।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
যাই আপনার আগের কবিতাগুলা পইড়া আসি। ভালো কবিতা বারবার পড়া যায়।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
অনেক অনেক শুভেচ্ছা, ভালবাসা, ভাল থাকবেন।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
নতুন মন্তব্য করুন