অলিখিত পৃথিবীর সুন্দর

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: বিষ্যুদ, ২৭/১১/২০০৮ - ৯:১০অপরাহ্ন)
ক্যাটেগরি:

অলিখিত পৃথিবীর সুন্দর

ঘাসের উপর ফুটে রোদের সাথে হাসছিল নীলফুলগুলো,
নত হতে হতে ঝুঁকেপড়ি, ঝুঁকে পড়তে পড়তে মিশে যায়,
মিশে যেতে যেতে ওদের মধ্যে নিজেকে জন্মাতে দেখি !
ঠিক তখনই আশ্চর্য আওয়াজটা শোনা গেল : আমাদের খুঁজছিলে?
আমি তড়িঘড়ি বললাম, তোমরা কোথায়? মাটির শীত আর
বাতাসে ফুটে থাকতে কষ্ট হচ্ছে তোমাদের? ওরা বলল, আসলে
ঠিক তাও নয়, তোমার ইচ্ছাটাই ছিল এরকম : আমরা যেন
তোমার মাথার মধ্যেই জন্মাই- কিন্তু কী বরবে আমাদের নিয়ে?
ভাবছি, কাউকে দিয়ে যাবো এইসব অলিখিত পৃথিবীর সুন্দর।


মন্তব্য

নির্জর প্রজ্ঞা এর ছবি

বস্তু দেখে চোখ কিন্তু সুন্দর অনুধাবন করে হৃদয়। কবিতা পড়তে পড়তে বুঝলাম অলিখিত পৃথিবীর সুন্দরগুলো প্রকৃতি প্রেমিক কবিকেই দেয়া উচিত।

সুন্দর লিখেছেন।

ব্যক্ত হোক তোমা-মাঝে অনন্তের অক্লান্ত বিস্ময়
(রবীন্দ্রনাথ ঠাকুর )

তীরন্দাজ এর ছবি

ভাবছি, কাউকে দিয়ে যাবো এইসব অলিখিত পৃথিবীর সুন্দর।

এভাবে অনেকেই দিচ্ছেন ও দিয়ে গিয়েছেন বলেই বেঁচে আছি আমরা।

শাহীন, খুব সুন্দর কবিতা লিখেছেন।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

পুতুল এর ছবি

অলিখিত সুন্দরের পৃথিবী তোমায় দিলাম কবি!
খুব ভাল লেগেছে কবিতা।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

শাহীন হাসান এর ছবি

শুভেচ্ছা, ধন্যবাদ ...
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।