ফুরোবে পরদেশে-পরদেশী মেঘ

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: মঙ্গল, ১৬/১২/২০০৮ - ৩:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রৌদ্রস্নানে সোনা হয়ে আছে
আঙিনার ঘাসগুলো :
নীল আকাশ
সাদা সাদা মেঘ।
সেই সকালে আমরা কজন
ওদের ভেলায় ভেসে রওনা হয়েছি :

গৃহত্যাগীদের জন্যে মেঘলোকের কোথাও
ঘরবাড়ি- আছে নাকি?
বললো না কিছুই
পরদেশে-পরদেশীমেঘ।

নিরন্তর ভেসে চলা ...
গন্তব্য না জানা মানুষের কথা
মেঘেরা পড়তে পারে না।
মানুষ কী খুব পারে?

রৌদ্রস্নানে আঙিনার ঘাসগুলো সোনা হয়ে আছে :
পাখিরাও স্নানরত সবুজে।
কেউ খোঁজ খবর রাখে না
এইসব নিখোঁজ জীবনের।

শরীরের রোদ থেকে সোনা তুলে তুলে একদিন
ক্লান্ত হতে হতে এই সব মানুষ,
মুক্তি পেয়ে যাবে মরণের কাছে : তখন ফুরোবে
সব বিষণ্নতা। ফুরোবে, পরদেশে-পরদেশীমেঘ।
কেননা, তখন দেশতো একটাই।


মন্তব্য

নিঝুম এর ছবি

শরীরের রোদ থেকে সোনা তুলে তুলে একদিন
ক্লান্ত হতে হতে এই সব মানুষ,
মুক্তি পেয়ে যাবে মরণের কাছে : তখন ফুরোবে
সব বিষণ্নতা। ফুরোবে, পরদেশে-পরদেশীমেঘ।
কেননা, তখন দেশতো একটাই।

এইটাই মূল কথা ...
--------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

খেকশিয়াল এর ছবি

দারুন লাগল ।

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

তীরন্দাজ এর ছবি

খুবই ভালো লাগলো শাহীন।

রৌদ্রস্নানে আঙিনার ঘাসগুলো সোনা হয়ে আছে :
পাখিরাও স্নানরত সবুজে।
কেউ খোঁজ খবর রাখে না
এইসব নিখোঁজ জীবনের।

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।