আমার প্রেম আনন্দ নয় মীমাংসিতও নয়
মিলনের সাথে
দু:খের হাত ধরে হাটে
একাকী পথে নির্জন রাতে
শাওনের সুর হয়ে বাজে
এখানে এসে থমকে দাঁড়ায় যে আকাশ
তার নীল নেই কোনো হাতে
ভেড়ে যে মেঘদল
তার রঙ নেই কোনো খানে
রাতের পাখি ভুলে যায় গান
শাওনের স্বরে
আমার আকাশ অশ্রু দিয়ে
মুছে যায় প্রেম
বোঝেনা প্রিয়তমা
প্রিয়তমার প্রতিভা
অবচেতন অহঙ্কার
শেষ কথা নেই জানা
পথের পর পথ হাটা
শেষ কথা নেই জানা
শেষ গান শেষ সুর
পথের পর পথ হাটা
শেষ পথ নেই জানা
সে নদীর নাম নেই
দু:খের নাম খুঁজি
তোমার নামের অক্ষর
নক্ষত্র অবধি
১৩. ০৩.২০০৯
মন্তব্য
শুধু একটা কথাই বলতে পারব,---আহা--
ধন্যবাদ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
দারুণ লাগলো!
*********************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
শুভেচ্ছা...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
- অনেকদিন পর শাহীন ভাই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নতুন মন্তব্য করুন