গোলাপ নৈরাশ্য

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: শুক্র, ২০/০৩/২০০৯ - ২:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তুমি কে হে- দুরূহ! পাষাণ-পায়ে
হেটে-হেটে যাও? এখানে রক্ত-মাংস
নিশ্চিত জেনেও-
ব্যথা দিয়ে-
দিয়ে
যাও ;

আমার যখন খুব প্রেমের তৃষ্ণা
তখন আমার হাতে গোলাপ থাকে না,
আবার যখন খুব থাকে ...
তখন তৃষ্ণা থাকে না!
এমনি করে জীবন থেকে
চুপিচুপি চুরি যায় রঙ ;
অকালপক্ক গোলাপ আসে,
কয়েকটি বাড়তি-
কবিতা
লিখে
যেতে ;

দীর্ঘ-ব্যর্থ-দীর্ঘশ্বাস শেষে যেমন
জীবন ঘনিষ্ঠ গোলাপ ফোটে।

প্রচলিত রঙ, দলের দর্পণে যদিও-
এটি একটি বিবর্ণ, বিষণ্ন-গোলাপ!
তবুও তো গোলাপ। নৈরাশ্যও-
একটি আশ্চর্য গোলাপ!

(অনেক আগের লেখা কবিতা)


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

তুমি কে হে- দুরূহ! পাষাণ-পায়ে
হেটে-হেটে যাও?

প্রথমেই তো মুগ্ধ করে দিলেন...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

শাহীন হাসান এর ছবি

প্রথমেই তো মুগ্ধ করে দিলেন...
না বুঝে করেছি.. বুঝে করলে ভাল হতো না ..
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

নিঃসন্দেহে ভাল কবিতা, তবে কবিতার যে একটা দেখার সৌন্দর্য্য আছে তা এটা দেখলে বোঝা যায়।

Lina Fardows

শাহীন হাসান এর ছবি

কবিতার শরীরগত সৌন্দর্যের কথা বলেছেন ...
একটি গান আছে আমার :
দেখেই বু্ঝেছি তোমায় তুমি কবিতার সাতসিঁড়ি
নন্দিনী ... আমার নন্দিনী ...
বসন্তের উপমায় ...

ধন্যবাদ ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

তীরন্দাজ এর ছবি

আহা! দারুন একটি কবিতা উপহার দিলেন শাহীন!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

শাহীন হাসান এর ছবি

পোড়ায় কত প্রেমের মতো ....
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

শেখ জলিল এর ছবি

নৈরাশ্যও-
একটি আশ্চর্য গোলাপ!
...সহমত কবির সাথে।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

শাহীন হাসান এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে ...
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।